Re: ম্যাক ওএসটেন (OSX) বিষয়ক টপিক
সারিম লিখেছেন:পছন্দ হয়েছে।
আপনিও ব্যবহার করেন নাকি?
হু, আমি তো টারমিনাল পাবলিক। ওইটা এসে গ্যাঞ্জাম করে। আর আপনি যে কমান্ড দিয়ে খুজে খুজে ডিলিট করলেন,asepsis এ ওইটা করার অপশনই আছে
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » ম্যাক ওএসটেন (OSX) বিষয়ক টপিক
সারিম লিখেছেন:পছন্দ হয়েছে।
আপনিও ব্যবহার করেন নাকি?
হু, আমি তো টারমিনাল পাবলিক। ওইটা এসে গ্যাঞ্জাম করে। আর আপনি যে কমান্ড দিয়ে খুজে খুজে ডিলিট করলেন,asepsis এ ওইটা করার অপশনই আছে
হুমম . . . তা বাংলাদেশ দিলে কী কী সমস্যা হতে পারে?
অবেশেষে অ্যাপল আইডি খুললাম। প্রথমে বাংলাদেশ দিয়ে খুলেছিলাম। কিন্তু পেমন্ট অপশনের গড়বড়ে কোন সফট নামাতে পারছিলাম না। তাই বাধ্য হয়েই ইউএসএ'রটা দিয়ে খুললাম। এটাতে নো পেমেন্ট বলে একটা অপশন পাওয়া যায়। তাছাড়া সব সফটের সহজলভ্যতা পেতেও মনে হয় ইউএসএতে খুলাই ভালো (নিজের স্বল্প ম্যাক জ্ঞান থেকে লিখলাম।)
আর আপনি ঠিকই বলেছিলেন যুক্তবর্ণ নিয়ে। বিশেষ করে ট-বর্গীয় বর্ণগুলাতেই সমস্যা।
আচ্ছা এই সমস্যার সমাধান কি ? এটার জন্য গুগল ক্রোম, অপেরা সহ অনেক সফটই চালাতে পারি নি।
এটার জন্য গুগল ক্রোম, অপেরা সহ অনেক সফটই চালাতে পারি নি।
এরকম কোন সমস্যা কখনও হয়নি। কাস্টম ডিস্ট্রো ব্যবহারের জন্য হতে পারে মনে হয়
অটঃ মন ভাই কি দেশেই থাকেন??
এরকম কোন সমস্যা কখনও হয়নি। কাস্টম ডিস্ট্রো ব্যবহারের জন্য হতে পারে মনে হয়
![]()
ভেন্ডর লকইনের মাজেজা টের পাচ্ছি। বুঝতে পারছি ম্যাক এন্ডভেঞ্চারের পরিসমাপ্তি টানতে হবে।
@ ফায়ারফক্স এখন দেশেই আছি। সেপ্টেম্বর বা ডিসেম্বরে চলে যাবো। তাই এসব নিয়ে গুতাগুতি আর ফোরামিং করার অবসর পাচ্ছি। নইলেতো...
বেকুবের মত একটা প্রশ্ন- টাইমমেশিন দিয়ে ব্যাকআপ নিয়ে রাখার পর কোন কারণে ম্যাক ইরেজ হয়ে গেলে হার্ডডিক্সে ম্যাক ইন্সটল না করেই কি পুরো ব্যাকআপ রিস্টোর করা যাবে নাকি ম্যাক ইন্সটলানো লাগবে? (ম্যাকে আমি নাবালক )
10.8.4 (12E52) কেউ কি ট্রাই করেছেন?
10.8.4 (12E52) কেউ কি ট্রাই করেছেন?
বেটা টা ? নাহ, কোন user notice-able চেঞ্জ আছে ?
হু, আমি তো টারমিনাল পাবলিক। ওইটা এসে গ্যাঞ্জাম করে। আর আপনি যে কমান্ড দিয়ে খুজে খুজে ডিলিট করলেন,asepsis এ ওইটা করার অপশনই আছে
তাই নাকি? ওটার ডকস অবশ্য এখনও পড়ে দেখা হয়নি।
অবেশেষে অ্যাপল আইডি খুললাম। প্রথমে বাংলাদেশ দিয়ে খুলেছিলাম। কিন্তু পেমন্ট অপশনের গড়বড়ে কোন সফট নামাতে পারছিলাম না। তাই বাধ্য হয়েই ইউএসএ'রটা দিয়ে খুললাম। এটাতে নো পেমেন্ট বলে একটা অপশন পাওয়া যায়। তাছাড়া সব সফটের সহজলভ্যতা পেতেও মনে হয় ইউএসএতে খুলাই ভালো (নিজের স্বল্প ম্যাক জ্ঞান থেকে লিখলাম।)
আমি বাংলাদেশ দিয়ে খুলেছি। ঐ পেমেন্ট সমস্যার কারণে এ্যাপস্টোর থেকে এখনও কোন কিছু ডাউনলোড করতে পারিনি। তবে অতটা ঘেঁটেও দেখা হয়নি।
আর আপনি ঠিকই বলেছিলেন যুক্তবর্ণ নিয়ে। বিশেষ করে ট-বর্গীয় বর্ণগুলাতেই সমস্যা।
![]()
এটার কোন সমাধান পেয়েছেন কী?
10.8.4 (12E52) কেউ কি ট্রাই করেছেন?
আমি ১০.৮.৩ (12D78) – এ আপডেট করলাম কয়েকদিন আগে। ১০.৮.৪ এসেছে জানা ছিল না।
আমি বাংলাদেশ দিয়ে খুলেছি। ঐ পেমেন্ট সমস্যার কারণে এ্যাপস্টোর থেকে এখনও কোন কিছু ডাউনলোড করতে পারিনি।
এ বিষয়ে আলোচনা মিস করেছি মনে হয়। অ্যাপ স্টোর থেকে অ্যাপ নামাতে পারছেন আপনার ওই অ্যাপল আইডি দিয়ে ? System Preferences > iCloud এখানে লগিন করতে পারেন ?
এ বিষয়ে আলোচনা মিস করেছি মনে হয়। অ্যাপ স্টোর থেকে অ্যাপ নামাতে পারছেন আপনার ওই অ্যাপল আইডি দিয়ে ? System Preferences > iCloud এখানে লগিন করতে পারেন ?
না, ঐ আইডি দিয়ে কোন এ্যাপ ডাউনলোড করতে পারছি না। তবে দেশতো পরিবর্তন করতে পেরেছি। দেখি এখন এ্যাপ ডাউনলোড করতে পারি কিনা!
invarbrass লিখেছেন:10.8.4 (12E52) কেউ কি ট্রাই করেছেন?
বেটা টা ? নাহ, কোন user notice-able চেঞ্জ আছে ?
ঐ জন্যই তো জানতে চাইলাম
আমি ১০.৮.৩ (12D78) – এ আপডেট করলাম কয়েকদিন আগে। ১০.৮.৪ এসেছে জানা ছিল না।
আমার ম্যাকবুকে (A1280) আবার সেভেন ইন্সটল দিব ( ৮ বারের মত )। অন্য একটি ম্যাক বুকে (আর্লি ২০১০) ৭ দিয়েছি স্টাবল ৬/৭ মাসে কোন সমস্যা নাই.........কিন্তু আমার নিজেরটাতেই আন স্টেবল।
সমস্যাটা ডিটেইল বলি ধরেন আমি বুট ক্যাম্পে এক্সপি/সেভেন দিলাম। একবার রিস্টার্ট নিলো দেন স্নো লিওপার্ড (১০.৬.৬) ডিস্ক থেকে ড্রাইভার দিলাম।আবার রিস্টার্ট নিলো সাইন্ড গ্রাফিক্স সব ওকে। এখন এভাবে চালানোর পর এটা রিস্টার্ট দিলে অন হবার সময় উইন্ডোজ লোগো পর্যন্ত এসেই ব্লু স্কিন ডেথ।
তখন সিচুয়েশন এমন হয়, ম্যাক পায় না ( হয়ত alt প্রেস করলে অপশন আসত, যেটা আমি জানতাম না)
ফলে আমি প্রথম থেকে সেই স্নো লিওপার্ড (১০.৬.৬) ডিভিডি দিয়ে ম্যাক সেটআপ দিতাম। ফ্রেস ইনস্টলের চক্করে পুরা হাড্ডি ফরম্যাট মারতাম...
আর কেনার পর থেকেই এটার ৩২০ জিবি মিলে একটাই ড্রাইভ...
উপরের ঘটনা সবই আমার স্নো লিওপার্ড (১০.৬.৬) ইউজের সময়ের ঘটনা
এত গল্পের সারমর্ম হল
আমি সহজে কিভাবে হাড্ডি কে পার্টিশন করব?? আমার এই ৩২০ জিবিতে কতটি ও কত গিগা করে পার্টিশন করা স্বাস্থ্যসম্মত হবে??
এখন এই ম্যাক ও উইন মিলে কত টুকু রাখব??
বুট ক্যাম্প ছাড়া ভালো কোন সফট নেই?
এবং এই ৭ দিতে গিয়ে এই ব্লু স্ক্রিনের কারন ও সমাধান কী?? (বেশি সময় ধরে দেখায় না, ফলে বুঝতে পারিনি)
আমি এখন মাউন্টেন লায়ন ইউজ করি, এখন আবার সাহস করে বেল তলাতে যেতে চাচ্ছি। তাই এবার যাতে বিফল হলেও একটি পার্টিশন যায়, বাকি ঠিক থাকে এমন ব্যবস্থা চাই......
৭/৮ দেবার পর ড্রাইভার কোথায় পাব?? মাঃলাঃ এর কোন ডিস্ক নেই আমার কাছে ( হয়ও না, তারা অনলাইনে বেচে...)
আমি কি এই স্নোঃলিঃ ১০.৬.৬ এর ডিভিডি ই এই কাজে ব্যবহার করতে পারব??
এছাড়া সারিম ভাইকে যদি কুরিয়ারে পাঠাই উনি এটার সব সম্যস্যা সলভে রাজি আছেন কি না ( আমার কাছে আগের কিছু পাওনা আছে সেটাও নিচ্ছেন না )
এছাড়া এই পোষ্টটি টপিক আকারে দিলে ভালো হবে কি না......
এক্সট্রা কিছু জানাতে চাইলেও ওলেলকাম
মাল্টিবীস্ট না কি যেন একটা আছে ঐটা দিয়ে ম্যাক + লিনাক্স/উইণ্ডোজ মাল্টি-বুট করানো যায়। এটা শুধু হ্যাকিন্টশের জন্য নাকি অরিজিনাল ম্যাক-এও কাজ করে তা জানি না।
নাহ টপিক আকারেই দেই......
ক্রোমে ⌘-Enter নিচের মত কাজ করানোর কোন ওয়ার্কএ্যারাউন্ড আছে কী?
Adds www. and .com to your input in the address bar and open the resulting URL.
ক্রোমের হেল্প সেন্টারের তথ্য অনুযায়ী ঐ কি কম্বিনেশন নিচের মত কাজ করে! https://support.google.com/chrome/answer/165450?hl=en
Opens the URL in a new background tab.
অদ্ভুত বিষয়টা হচ্ছে আমি যেটা চাচ্ছি সেটা করার জন্য কোন ডিফল্ট কি কম্বিনেশন ক্রোমের ম্যাক ভার্সনে নেই!
অবশেষে ম্যাকে জানালা দিলাম। আগুনের মত ফাস্ট হইছে
এই রেটিং কেমন??আর কি কি করা যেতে পারে রেটিং বাড়াতে??
আমার ধারনা আমার স্নো লিওপার্ডের বুটক্যাম্পে সমস্যা/বাগ ছিলো.........
পাহাড়ি সিংহে কোনো সমস্যাই নেই। তবে ড্রাইভার ইন্সটল দিয়েছি সেই ম্যাকের ডিভিডি থেকেই। জানালা ৭ এর জন্য কি কোন ড্রাইভার আপডেট আছে??
সবাইকে আবারও ধন্যবাদ
এয়ার আর প্রো রেটিনা এর যেকোনও একটির সবচেয়ে ভালো মডেলটি নিতে চাই। কিন্তু তিনটে ব্যাপারে একটু কনফিউজড-
১) এয়ারের দাম Rs. 88,900 ও প্রো এর দাম Rs.189,900, আসলেই কী দ্বিগুণের বেশী দাম দিয়ে প্রো কেনা পোষাবে?
২) ম্যাক আমি রেগুলার ক্যারি করে কলেজে নিয়ে যেতে চাই যাতে অবসর সময়ে বসে কিছু কাজ করতে পারি, কিন্তু আমার স্পন্ডিলাইটিস আছে। বেশী ওজন ক্যারি করা আমার পক্ষে ক্ষতিকর।
৩) আমি কিছু রিসোর্স হাংরি সফটওয়্যার চালাতে চাই বিন্দুমাত্র অসুবিধা ছাড়াই।
১ এবং ২ এর কথা ভেবে এয়ারটি নিতে চাইছিলাম। কিন্তু ৩ নংটিও বেশ গুরুত্বপূর্ণ। তাই ঠিক করতে পারছিনা। সাজেশান প্রয়োজন।
৩) আমি কিছু রিসোর্স হাংরি সফটওয়্যার চালাতে চাই বিন্দুমাত্র অসুবিধা ছাড়াই।
ম্যাকবুক এয়ার
এয়ার আর প্রো রেটিনা এর যেকোনও একটির সবচেয়ে ভালো মডেলটি নিতে চাই। কিন্তু তিনটে ব্যাপারে একটু কনফিউজড-
১) এয়ারের দাম Rs. 88,900 ও প্রো এর দাম Rs.189,900, আসলেই কী দ্বিগুণের বেশী দাম দিয়ে প্রো কেনা পোষাবে?
২) ম্যাক আমি রেগুলার ক্যারি করে কলেজে নিয়ে যেতে চাই যাতে অবসর সময়ে বসে কিছু কাজ করতে পারি, কিন্তু আমার স্পন্ডিলাইটিস আছে। বেশী ওজন ক্যারি করা আমার পক্ষে ক্ষতিকর।
৩) আমি কিছু রিসোর্স হাংরি সফটওয়্যার চালাতে চাই বিন্দুমাত্র অসুবিধা ছাড়াই।১ এবং ২ এর কথা ভেবে এয়ারটি নিতে চাইছিলাম। কিন্তু ৩ নংটিও বেশ গুরুত্বপূর্ণ। তাই ঠিক করতে পারছিনা। সাজেশান প্রয়োজন।
এয়ারই কিনুন - তারপর ব্রাসীয় চোরাই পন্থায় ওটাকে সেমি-প্রো-তে কনভার্ট টেকনলজী (প্যাটেণ্ট পেন্ডিং) অবলম্বন করতে পারেন।
আপনি যদি শুধু ম্যাকই (বা ডুয়াল-বূট লিনাক্স) চালাতে চান তাহলে তুলনামূলক সাশ্রয়ী দামের ১২৮ গিগার এসএসডি-টিই নিতে পারেন। হার্ডডিস্ক ভরানোর মত ম্যাকে তেমন সফটওয়্যার খুব একটা নেই (আর লিনাক্স তো ২০-৩০ গিগা পার্টিশন হলেই যথেষ্ট)। হেভী মাল্টিমিডিয়া ইউজার (ফটোগ্রাফী, মুভি, মিউজিক...) হলে অবশ্য ২৫৬ গিগা দরকার হবে (তবে ওগুলো স্টোরেজের জন্য বরং এক্সটার্নাল এইচডিডিই সাশ্রয়ী) প্রথমদিকে যাই-পাই-সবই-খাই গরুর মত সফটওয়্যার ইনস্টল করেছিলাম - তারপরও ৫০০ গিগার মধ্যে মাত্র ৯০-১০০ গিগা (ইনক্লুডিং ওএস১০) খরচ করতে পেরেছি। এখন সব ভংচং সফটওয়্যার ফেলে দিয়ে মনে হয় ৭০-৮০ গিগার মত ব্যবহার হচ্ছে।
ব্রাসবাবার "পোম এমবিএ -> ঠু এমবিপি" চোরাই পদ্ধতি হলোঃ কমদামী মডেল ম্যাকবুক কিনুন (এমবিএ-তে দেখলাম ডুয়ালকোর আই৫ দেয়া)। তারপর কিছুদিন পরে সকেট, মো.বো., বাসস্পীড ইত্যাদি স্পেক্স ম্যাচ করে কোয়াড/হেক্স-কোর আই৭ (নতুন হ্যাযওয়েল সিরিজ বেশ পাওয়ার এফিশিয়েণ্ট) + ৪ গিগা র্যাম আপগ্রেড করে নিন। অন্ততঃ একই স্পেক্স-এর এমবিপি থেকে আপনি বেশ কয়েক হাজার রুপী (~১০ - ১৫ গ্র্যাণ্ড অর মোর) বাঁচাতে পারবেন।
বিঃদ্রঃ উপরোক্ত পদ্ধতিটি ১০০% অপরীক্ষিত।
বিঃবিঃদ্রঃ আমি ১০১% গ্যারান্টী দিচ্ছি যে উপরোক্ত পদ্ধতিতে আপনার এ্যাপলকেয়ার ওয়ারেন্টী নাল & ভয়েড হবে
বিঃবিঃবিঃদ্রঃ আমার খাজা গরীবে নেওয়াজ ম্যাকমিনিপুর ওপর উপরোক্ত সার্জারী করার ইচ্ছা পোষণ করেছিলাম। তবে অনিবার্য্য কারণবশতঃ প্রাথমিক রিপ্লেসমেন্ট ওয়ারেন্টী পিরিয়ড অতিবাহিত না হওয়া পর্যন্ত আপাততঃ উন্নয়নমূলক কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। (তবে ডুয়ালকোর আই৫ চালিয়ে খারাপ লাগছে না - ম্যাকে তেমন হেভী সফটওয়্যার ব্যবহার করা হয় না। তবে এসএসডিতে আপগ্রেড করবো শিগগিরই)
বাট সিরিয়াসলী, আপনি হার্ডকোর গ্রাফিক ডিজাইনার না হলে রেটনা ডিসপ্লে খুব একটা ফায়দায় আসবে কিনা সন্দেহ। সন্দেহ নেই রেটনা আইপিএস-এ সবকিছুই কৃস্প, কৃস্টাল ক্লিয়ার, ফ্যাণ্টাস্টিক দেখায়! তবে রেটিনা মডেলটা কিনতে যত বাড়তি খরচ হবে, সে অনুপাতে আপনার দৈনন্দিন ওয়ার্কফ্লো, প্রডাক্টিভিটি বুস্ট হবে কিনা বিবেচনা করে দেখতে পারেন। পোড়ানোর মত প্রচুর অলস পয়সা পড়ে থাকলে দেন গো ফর দ্যা রেটনা।
তবে একটা গ্যারাণ্টী দিতে পারি - ম্যাকে পাইথন, রূবী (এবং পিএইচপি) ডেভেলপ করে মজা পাবেন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » ম্যাক ওএসটেন (OSX) বিষয়ক টপিক
০.১০০৬২০০৩১৩৫৬৮১ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৭.০৮০১০৭৩৮৫৪৭৬ টি কোয়েরী চলেছে