Re: ম্যাক ওএসটেন (OSX) বিষয়ক টপিক
ENJOY AS U LIKE IT
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » ম্যাক ওএসটেন (OSX) বিষয়ক টপিক
আচ্ছা, এ্যাপল আইডি খোলার সময় দেশ কি বাংলাদেশ দিব? শুনেছিলাম বাংলাদেশ দিলে কিছু সমস্যা হয়। পরবর্তীতে এই দেশ কী পরিবর্তন করা যায়?
আমি ইউএসবি ঠিক করতে পেরেছিলাম আমার হ্যাকিন্টোশ এ
যাই হোক, ঘুরে ফিরে জানালা ৮ এ ফিরে এলাম
বাহ! "নীরেশ" তো জানা ছিলো না। প্রোবুক ৪৪২০ (আই৫)-তে আরেকবার ট্রাই করে দেখবো।
আমার অবশ্য ইনস্টলেশনে ঝামেলা হয় না। ইনস্টল হয়ে যায়, ঝামেলা হয় সেকেণ্ড বুট থেকেই। মাউস পায় না, কোনোবার মাউসের কার্সর নড়াচড়া পেলে বাটন ক্লিক পায় না, রাইট ক্লিক পেলে লেফ্ট ক্লিক পায় না - একটা না একটা ঝামেলা লেগেই থাকে। ঐ অবস্থায় kext ইনস্টল করার মত চান্সও পাওয়া যায় না।
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » ম্যাক ওএসটেন (OSX) বিষয়ক টপিক
০.০৫৯৮৫২৮৩৮৫১৬২৩৫ সেকেন্ডে তৈরী হয়েছে, ৬৫.৩৯৮৪৬৬৪৪৯৭০৩ টি কোয়েরী চলেছে