invarbrass লিখেছেন:আপনি কি এ্যাপস্টোরের-টা (.app) নামাইছিলেন? না কি dmg টরেন্ট?
dmg হইলে তো খবর আছে
আমিও ওইটাই নামাইছি - এ্যাপস্টোরের ডাউনলোড স্পীডের সঙ্গীন অবস্থা দেখে টরেণ্ট দিয়ে ডাউনলোড করলাম। .app-টাও গতরাতে টরেণ্টে ছিলো, কিন্তু মাত্র আপলোড হইছে বলে সীডার কম ছিলো দেখে আর রিস্ক নেই নাই।
এ্যাপস্টোর থেকেই ডাউনলোড দিয়েছিলাম, প্লান ছিল আপগ্রেড করার। সাড়ে ৩ঘন্টার মত সময় লেগেছে। পুরো বাসার নেট প্রায় ডাউন করে প্রায় সবটুকু স্পিড একাই দখল করে রেখেছিল, ব্যান্ডউইডথ কন্ট্রোল করেও কাজ হয় নাই।
বাধ সাধলো GPT ডিস্ক। আমার ডুয়ালবুট বলে সুবিধার জন্য MBR করে রেখেছিলাম। কিছুতেই আর আপগ্রেড করতে দিবে না। শেষে ঠিককরলাম টাইম মেশিন ব্যাকআপ নিয়ে ফ্রেশ ইনস্টলের ট্রাই মারবো।
নেট ঘেটেঘুটে প্যাচড ( HP ) কার্নেল পেয়ে গেলাম। নিরেশ ব্যাটা মনে হয় HP ই চালায়। ওদিকে MBR ফিক্সের কার্যকরী কিছু পেলাম না। শেষে ডেভলপার প্রিভিউ এরটা নামালাম। তারপর MacPwn দিয়ে বুটাবল বানালাম।
যাইহোক, গুড নিউজ হচ্ছে, আমি যেখানে আটকে গেছিলাম ওইটা অন্য কোন সমস্যার কারনে সম্ভবত কিংবা আমার কনফিগারেশন ভুল করার জন্য। একটু আগে আবার ট্রাই করলাম, এইবার সেটাপ শুরু হয়েছিল। তবে MBR প্যাচ কাজ করেনি। জিপিটি ডিস্কের জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছে।
সম্ভবত, ২-১ দিনের মধ্যে ফিক্স পেয়ে যাবো।
ওয়েট করতে পারেন, নাইলে নিজে একটু খুজে বা নিজেই একটা প্যাচ বানিয়ে জাতিকে উপহার দিতে পারেন। আর দেখি, কিছু ম্যানেজ করা যায় কিনা। আপডেট হলে জানাবো। 
খোজ দ্যা সার্চ ফর MBR_Patch 