Re: বোতল ফ্রেমওয়ার্কে হাতেখড়ি
ফারহান ভাই ২ দিন ধরে যা বুঝলাম লিনাক্স / ম্যাকে শিফট হতে হবে জানালার জন্য কোন টুট পেলাম না।
আরে বলেন কি ভাই? আমি বোতল নিয়ে যেটুকু নাড়াচাড়া করেছি উইন্ডোজেই। পাইথন ইন্সটল থাকলেই চলে। ভার্চুয়াল এনভায়রোনমেন্ট লাগেনা। আর ডেভেলপমেন্ট সার্ভার সাথেই দেয়া। জিরো কনফিগারেশনেই এপ ডেভেলপমেন্ট এবং টেস্ট করতে পারবেন।
@আশিফ শাহোঃ লারাভেল নিয়ে ইতিমধ্যে নাড়াচাড়া না করলে এখনি করে ফেলুন। আমার ব্যক্তিগত মত, "it is one of the best things that happened to the PHP world"।