টপিকঃ অভ্র দিয়ে ফটোশপে বাংলা লিখতে সাহাজ্য প্রয়োজন
অভ্র দিয়ে ফটোশপে বাংলা লিখব কিভাবে কেউ যদি সহজ পরামর্শ দিতেন তাহলে খুবই উপকৃত হতাম।
গুগুল মামারে খুঁজতে দিছিলাম অনেকগুলো টিপসও পেলাম কিন্তু ঐগুলো দিয়ে কাজ হয় না একটা টিপস ছিল এমন ওয়ার্ডে লিখে লেখা সিলেক্ট করে কপি পেষ্ট কিন্তু এতে কাঙ্খিত লেখাটা পাওয়া যায় না।
উল্লেখ্য আমি ভার্সন ৭ ব্যাবহার করি , সিএস-৪এর চেয়ে এটাতেই কাজ করে বেশি স্বাচ্ছন্দ্য পাওয়া যায়।