টপিকঃ পেন্সিল আর্ট........
উদাসীন ভাইয়ার মত আঁকতে পারি না
১।
২।
৩।
আশাকরি আগামীতে উদাসীন ভাই নিজের ছবি এঁকে আমাদের মাঝে তুলে ধরবেন (অনুরোধ রইল কিন্তু উদাসীন ভাই)
আমার সাথে কে কে একমত...........
এই মেঘ এই রোদ্দুর
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » চারুকলা » পেন্সিল আর্ট........
উদাসীন ভাইয়ার মত আঁকতে পারি না
১।
২।
৩।
আশাকরি আগামীতে উদাসীন ভাই নিজের ছবি এঁকে আমাদের মাঝে তুলে ধরবেন (অনুরোধ রইল কিন্তু উদাসীন ভাই)
আমার সাথে কে কে একমত...........
valoi ekecho apu. aro try koro aro shundor hobe.
হি হি সুন্দর হয়েছে
আরে এইডা তুমি নাকি ?
বাহ ! দারুন হইছে তবে ইফেক্ট একটু কম ব্যাবহার করবে কেমন।
যেমন উদাদা সিম্পলি দিয়েছে বলে তার ছবিটা অন্যরকম সুন্দর লাগছে।
যাইহোক এটা আমার ব্যক্তিগত ভাবনা তুমি এরচেয়ে আরো ভালো বুঝো।
আরো আঁকো আর আঁকতেই থাকো অবিরত
চিত্রাংকন এমন হয়; যার যার টা, এক একটা মাস্টার পিস
ভাল হইছে আপু চোখের এক্সপ্রেশনতা সুন্দর হইসে
একে তো দেখি আমার মায়ের মত লাগে গো ছবি...... হাড়গিলগিলে .... রোগা পটকা৷
কে বললো পারেন না? চমৎকার হয়েছে! প্রত্যেকের আঁকার ধরণ স্বতন্ত্র! আরো আঁকুন।
কে বললো পারেন না? চমৎকার হয়েছে! প্রত্যেকের আঁকার ধরণ স্বতন্ত্র! আরো আঁকুন।
আপনার নিজের ছবি চাই নিজের হাতের আঁকা প্লিজ না করবেন না
আপনার নিজের ছবি চাই নিজের হাতের আঁকা প্লিজ না করবেন না
উদাসীন, সুখ্যাতির সাথে বাঁশ-ও দিয়েছে গো..... সাবধানে...... ছড়াকার-এর সাহাষ্য লাগতে পারে........
ছবি আপুর ছবিটাতে একে বারেই ভাবনার পোজ
আমার বউ
বাহ!! সুন্দর হয়েছে আপু
তবে মাঝখানের ছবিটার দিকে তাকালে চোখে জ্বালা ধরে যায়। ছবির জন্য এই ইফেক্টটা মোটেও ভাল না
রশি দিয়া বান্ ছো কন্যা
আধা- কালো এলো চুল !
কই হারাইছো কপালের টিপ,
নাকের নোলক, কানের দুল ?
কাহার উপ্রে করছ গোস্বা
মুখটা ক্যানে অমন ভার ?
হাতের কাঙ্কন বদল দিয়া
কিনছ কোন্ দাসী আবার ?
একাদশ খান মুক্তো দিয়া
কে বানাইছে অমন হার ?
নিরাভরণ সাজে তবু
সুনয়না চমৎকার !!
যা হয়েছেনা আপু, সিরাম সুন্দর।
ভালো লাগল ।
ধন্যবাদ সবাইকে
প্রজন্ম ফোরাম » চারুকলা » পেন্সিল আর্ট........
০.০৬৯৯১১৯৫৬৭৮৭১০৯ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮২.০০৫৯৩৯২১৫৩৬৫ টি কোয়েরী চলেছে