টপিকঃ সাবেক জাতীয় ক্রিকেটার মৃদুল আর নেই
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় ও এক কালের তুখোড় ব্যাটসম্যান মাজহারুল হক চৌধুরী মৃদুল (৩৩) বুধবার রাতে স্ট্রোক করে মারা গেছেন। তার মৃত্যুতে নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমেছে।
নারায়ণঞ্জের ক্রীড়া সংগঠক আবদুর রহিম ডালিম সাংবাদিকদের জানান, “নারায়ণগঞ্জের পাঠানটুলী এলাকায় রপ্তানিমুখী প্রতিষ্ঠান নিট কনসার্নে বুধবার রাত ৯টায় ব্যাডমিন্টন খেলার সময়ে হঠাৎ করে মৃদুলের স্ট্রোক করে। পরে তাকে নগরের চাষাঢ়া বালুরমাঠ এলাকায় ইসলাম হার্ট সেন্টারে নিয়ে আসলে সেখানে তার মৃত্যু ঘটে।” মৃদল নগরের চাষাঢ়ায় নবাব সলিমুল্লাহ সড়কে বাগে জান্নাত মহল্লার সিরাজুল হক চৌধুরীর ছেলে।
সূত্র জানান, মৃদুল প্রথম শ্রেণীর ক্রিকেটে ২৭ ম্যাচে ১৩১৬ রান করেন। যার মধ্যে দুটি সেঞ্চুরী ও ৪টি হাফ সেঞ্চুরী রয়েছে। ২০০২ সালে শ্রীলংকার রাজধানী কলোম্বোতে এসএসপি ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার সঙ্গে একমাত্র আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে অংশ নেন ডানহাতি এ ব্যাটসম্যান।