টপিকঃ ব্রীড়াবনতা!
ব্রীড়াবনতা (লজ্জায় ঝুঁকে আছে এমন)!
তৃষ্ণা হয়ে থাক কান্না-গভীর ঘুমে মাখা।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » চারুকলা » ব্রীড়াবনতা!
ব্রীড়াবনতা (লজ্জায় ঝুঁকে আছে এমন)!
সুন্দর হয়েছে ।
মাঝে মাঝে আপনার অঙ্কন প্রতিভা দেখলে আমার নিজের ই
বলি এইগুলোন কি হইতেছে হুম ! কখনো গায়ের বধু , কখনো লন্ডনী মেম আবার নিদ্রীতা আবার ব্রীড়াবনতা আবার নিচে লেখা
আমি উদাসীন, আমি তো কারুর নই, এ ভালোবাসা নিতান্ত অনভিপ্রেত!
যাইহোক ছবি সুন্দর হইছে উদা দা
আপনার আঁকার আর্টই অসাধারন
এ্যাত বেশি লজ্জার কারণ কী ওরে?
আঁকিয়েটা দেয় নাই ওড়না তারে!
হতে পারে বালিকার কালচার এমন,
প্রকাশময় পোশাকে লাগছে শরম।
মাথাতে সোজা সিঁথি দারুন লাগে,
স্ট্রেইট চুল টেনে এনে আব্রু ঢাকে। (বদমাশ চোখগুলো থামছে কি তাতে?)
তারপরও লাগে ভাল উদাসীনে তায়,
ব্রীড়াবনতা বুঝি সেই সিগনালই দেয়।
মুখের এক্সপ্রেশনটা ভালো লাগছে।
আচ্ছা, ব্রীড়াবনতা মানে কি?
কমেন্ট দেখে ধারনা করছি লজ্জাবতী টাইপের কিছু হবে ...
অনেক কথাই আসছে মনে
বলি আগেভাগে
ব্রীড়াবতীর কাঁচুলি তে
অলক মধুর লাগে !
আর না বলি মুগুর নিয়ে
হয়তো হাজির হবে !
মদির আঁখি মুদে সাকি
কারে অনুভবে ?
পেন্সিলের টান গুলো খুবই সুন্দর হয়েছে। ছোট্ট একটি স্কেচবুক কিনে ফেলুন। সবসময় সাথে রাখবেন আর যখন খুশী এঁকে ফেলবেন। এই বাংলা খাতায় শিল্পকর্ম গুলো মানাচ্ছে না।
বলি এইগুলোন কি হইতেছে হুম ! কখনো গায়ের বধু , কখনো লন্ডনী মেম আবার নিদ্রীতা আবার ব্রীড়াবনতা আবার নিচে লেখা
আমি উদাসীন, আমি তো কারুর নই, এ ভালোবাসা নিতান্ত অনভিপ্রেত!
যাইহোক ছবি সুন্দর হইছে উদা দা
![]()
আপনার আঁকার আর্টই অসাধারন
ঠিকই বলেছো রহস্য, আবার দেখো কি স্ট্যাটাস...
কী মন্ত্র পড়িলা, ভাবেতে মজাইলা..থাকিতে পারি না ঘরেতে, প্রাণসজনী
খালিই কনট্রাডিকশান....
এটা অবশ্যই মডেল দেখে আঁকানো। (৯০% শিওর) সরাসরি না হলেও ছবি দেখে।
এহেম, দাদা এবার একটু ঝেড়ে কাশুন।
সবাইকে ধন্যবাদ । এসব কী বলছেন আপানারা?
আমি তো কিছুই বুঝতে পারছি না
ইয়ে স্ট্যাটাসটা পরিবর্তন করা লাগবে। সবার এত তীক্ষ্ণ চোখ..কই যাই?
আংকিটার কথা রাখা যেতে পারে - একটা স্কেচবুক রাখলে মন্দ হয় না। ইয়ে...হুল ফুটাচ্ছেন? বুঝেশুনে কিন্তু!
ছড়াবাজ ভাইজান আর জামিল , আপনাদের জবাব নাই! নিরলস ছড়া ফুটায় যাচ্ছেন
হে হে আরণ্যক
ব্রীড়াবনতা (লজায় ঝুঁকে আছে এমন)!
পছন্দের তালিকায় রাখার মতো একটা শব্দের অর্থ জানলাম।
ব্রীড়াবনতা
প্লাস+
ধন্যবাদ উদাসীন দা।
উদাসীন দারুণ হয়েছে গো ৷ এই ছবির নারীকে আমার খুব চেনা চেনা লাগে......
উদাসীন দারুণ হয়েছে গো ৷ এই ছবির নারীকে আমার খুব চেনা চেনা লাগে......
বলেন কী দাদা? কোথায় দেখলেন?
এক গো মূর্খের একটু গবেষনাঃ
* লজ্জা বানান ভুল আছে দাদা ।
* উদাদার সব ঘসা ঘসি এসে জমে ঠোটের উপর ব্যাপার কি উদা দা !
* ডান পাশের চোয়ালের এক অংশ মুছে গেছে দাগটা দিয়ে দিয়েন কেমন।
* আপনারো দেখি নাক আর কান নিয়ে টানা টানি ।
*চুলগুলো অসাধারন হয়েছে।
*গলার পাশ থেকে একটা রেখা নিচের দিকে নেমে এসে চুলের সাথে মিসে গেছে এই রেখাটা কি ঠিক বুঝা গেল না।
আরো একটা জিনিস ভালো লেগেছে কয়োন যাবে না । আরে বাপরে ! আমি দেখি গবেষক হয়ে গেলাম পিটোন খাওয়ার আগে পালাই।
ব্রীড়াবনতা (লজায় ঝুঁকে আছে এমন)!
আপনার এই ব্রীড়াবনতা-কে একটা চশমা পরিয়ে দিলেই আমাদের বাড়ির রাক্ষসির মত দেখতে লাগে ৷ একটাই তফাত তাকে কখনও লজ্জায় ঝুঁকে থাকতে দেখা যায় না......
এক গো মূর্খের একটু গবেষনাঃ
* লজ্জা বানান ভুল আছে দাদা ।
* উদাদার সব ঘসা ঘসি এসে জমে ঠোটের উপর ব্যাপার কি উদা দা !
* ডান পাশের চোয়ালের এক অংশ মুছে গেছে দাগটা দিয়ে দিয়েন কেমন।
* আপনারো দেখি নাক আর কান নিয়ে টানা টানি ।
*চুলগুলো অসাধারন হয়েছে।
*গলার পাশ থেকে একটা রেখা নিচের দিকে নেমে এসে চুলের সাথে মিসে গেছে এই রেখাটা কি ঠিক বুঝা গেল না।
আরো একটা জিনিস ভালো লেগেছে কয়োন যাবে না । আরে বাপরে ! আমি দেখি গবেষক হয়ে গেলাম পিটোন খাওয়ার আগে পালাই।
বানানটা খেয়ালই করিনি! ইয়ে ঠোঁট নিয়ে আমি বরাবরই খুঁতখুতে - কিছুতেই পছন্দ হয় না চোয়ালের পাশের দাগটা ইচ্ছে করেই দেই নি। গলার পাশ থেকে রেখাটা একটা মালা কিংবা হারের মত করতে চেয়েছিলাম আর কী! আর যে জিনিসটা ভালো লেগেছে আপনার - মনে হয় বুঝেছি বাট আমিও
ধন্যবাদ এ দেখি গভীর গবেষণা!
উদাসীন লিখেছেন:ব্রীড়াবনতা (লজায় ঝুঁকে আছে এমন)!
আপনার এই ব্রীড়াবনতা-কে একটা চশমা পরিয়ে দিলেই আমাদের বাড়ির রাক্ষসির মত দেখতে লাগে ৷ একটাই তফাত তাকে কখনও লজ্জায় ঝুঁকে থাকতে দেখা যায় না......
কে, বউদি নাকি?
পুরো আহা টাইপের ছবি হয়েছে
যদিও টপিকের নাম পড়তে গিয়ে, দাত গুলো খুলে পড়ে গেছে
দারুন এঁকেছেন
পছন্দের তালিকায় রাখার মতো একটা শব্দের অর্থ জানলাম।
ব্রীড়াবনতা
প্লাস+
ধন্যবাদ উদাসীন দা।![]()
আমার প্লাস কই খালি মুখে মুখে চিড়া ভিজিয়েছে...
মজা করলাম। ব্রীড়া মানে লজ্জা, সংকোচ ইত্যাদি। লজ্জায় মুখটা ঈষৎ নামিয়ে রাখলে যে ভঙ্গিটা ফুটে ওঠে, সেটাই ব্রীড়াবনতা! এই ব্রীড়ার জন্যই যুগে যুগে কবিরা মরেছে...
পুরো আহা টাইপের ছবি হয়েছে
![]()
যদিও টপিকের নাম পড়তে গিয়ে, দাত গুলো খুলে পড়ে গেছে
খুলে পড়া দাঁতগুলো ইঁদুরের গর্তে ফেলে দিস, মণ্ডলের পো!
দারুন এঁকেছেন
ধন্যবাদ ছবি আপা!
নির্বাক লিখেছেন:পছন্দের তালিকায় রাখার মতো একটা শব্দের অর্থ জানলাম। প্লাস+
ধন্যবাদ উদাসীন দা।![]()
আমার প্লাস কই
খালি মুখে মুখে চিড়া ভিজিয়েছে...
![]()
মজা করলাম। ব্রীড়া মানে লজ্জা, সংকোচ ইত্যাদি। লজ্জায় মুখটা ঈষৎ নামিয়ে রাখলে যে ভঙ্গিটা ফুটে ওঠে, সেটাই ব্রীড়াবনতা! এই ব্রীড়ার জন্যই যুগে যুগে কবিরা মরেছে...
উদাসীন দা ব্যাপারটা ঠিক বুঝলাম না। আমি প্লাস দেওয়ার পরই তো কমেন্ট করেছিলাম বলে মনে হচ্ছে। যাহোক এবার সরেজমিনে তদন্ত করেই কমেন্ট করলাম।
চিড়ে বোধহয় এবার ডুবো জলেই ভিজেছে।
প্রজন্ম ফোরাম » চারুকলা » ব্রীড়াবনতা!
০.১২১৭০২৯০৯৪৬৯৬ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৮.৩১৫৮০৯৩২৪৫৪৯ টি কোয়েরী চলেছে