টপিকঃ উইন্ডোজ ৮ সমস্যা...
জঠিল একটা সমস্যায় পড়েছি। সবাই মিলে একটু সহযোগিতা করুন।
কিছুদিন হল দেশের বাইরে থেকে একটা ল্যাপটপ এসেছে। ডিফল্টভাবে উইন্ডোজ ৮ দেওয়া। কনফিগারেশন: Prosessor- ADM E-300 APU With Radeon(Tm) HD Graphich 1.30 GHZ
Ram- 4GB
HD- 1tera Byt
Motherboard- HP
কিন্তু সমস্যা হল- এই উইন্ডোজ ৮ বাদ দিয়ে সেভেন (7) সেটাপ দিতে চাচ্ছি। কিন্তু কাজ হচ্ছে না। সেভেনের ডিভিডি ডেস্কটপ থেকে বুট হলেও এই ল্যাপটপ থেকে বুট-ই হচ্ছে না। বায়োসেও ঢুকতে পারছি না। কারও জানা থাকলে একটু সমাধান দেবেন প্লিজ...
8 বাদ দিয়ে 7 কিভাবে সেটাপ দিতে পারি...