টপিকঃ আমার দুটি সমস্যা আছে। কেউ একটু সাহায্য করুন!!!!
প্রথম সমস্যাঃ
আমরক ২.৩.০ দিয়ে mp3 গান বাজানো যাচ্ছে না । চালালে পরের গানে চলে যাচ্ছে। কিন্তু wmv গান চলছে। mp3 কোডাকের সমস্যা কিনা বুঝতে পারছি না। কিন্তু আমি অন্যান্য সব প্লেয়ারেই গান শুনতে পাচ্ছি। আমি মিন্ট ৯ ব্যবহার করি।
দ্বিতীয় সমস্যাঃ
আমি Windowsএর ভিতর মিন্ট ব্যাবহার করছি। ইন্সটল করার সময় ভাষা চয়নের কোন অপশন পাই নি। তাই সমস্ত অপারেটিং সিস্টেমটি ইংরাজীতে হয়ে গেছে। আমি চাই আমার অপারেটিং সিস্টেমটি বাংলাতে হোক। কিভাবে বাংলায় ফিরে আসব কেউ বলবেন।