টপিকঃ আমার দুটি সমস্যা আছে। কেউ একটু সাহায্য করুন!!!!

প্রথম সমস্যাঃ
আমরক ২.৩.০ দিয়ে mp3 গান বাজানো যাচ্ছে না । চালালে পরের গানে চলে যাচ্ছে। কিন্তু wmv গান চলছে। mp3 কোডাকের সমস্যা কিনা বুঝতে পারছি না। কিন্তু আমি অন্যান্য সব প্লেয়ারেই গান শুনতে পাচ্ছি। আমি মিন্ট ৯ ব্যবহার করি।

দ্বিতীয় সমস্যাঃ
আমি Windowsএর ভিতর মিন্ট ব্যাবহার করছি। ইন্সটল করার সময় ভাষা চয়নের কোন অপশন পাই নি। তাই সমস্ত অপারেটিং সিস্টেমটি ইংরাজীতে হয়ে গেছে। আমি চাই আমার অপারেটিং সিস্টেমটি বাংলাতে হোক। কিভাবে বাংলায় ফিরে আসব কেউ বলবেন।

সর্বশেষ সম্পাদনা করেছেন next xenaration (০৪-০৪-২০১৩ ১৮:৪৩)

Re: আমার দুটি সমস্যা আছে। কেউ একটু সাহায্য করুন!!!!

ভাই, আপনার প্রথম সমস্যাটা কিভাবে সমাধান করা যায় বুঝতে পারছি না। কোডেকের সমস্যা হতে পারে। মনে হয় ubuntu-restricted-extras ইনস্টল দিলে ঠিক হয়ে যাবে। synaptic বা sofpware centre এই পাবেন।

সিস্টেমের ভাষা পরিবর্তনের জন্য keyboard llayout এ গেল language ট্যবে দেখবেন-select your display language(change will be applied next time you log in). এর নীচ থেকে বাংলা সিলেক্ট করে বের হয়ে আসুন। রিস্টার্ট দিলে দেখবেন সব বাংলা।

I'm bad, and that's good.
I'll never be good, and that's not bad.
There's no one I'd rather be than me.

Re: আমার দুটি সমস্যা আছে। কেউ একটু সাহায্য করুন!!!!

উনি লিনাক্স মিন্ট ইন্সটল করেছেন। মিন্টে ubuntu-restricted-extras কেন ইন্সটল করবেন, ওগুলো মিন্টে ডিফল্ট দেয়া থাকে।

Re: আমার দুটি সমস্যা আছে। কেউ একটু সাহায্য করুন!!!!

I'm bad, and that's good.
I'll never be good, and that's not bad.
There's no one I'd rather be than me.

Re: আমার দুটি সমস্যা আছে। কেউ একটু সাহায্য করুন!!!!

আমি কুবুন্টু এক্সট্রা লোড করে আমারক এর সমাধান করেছি। কিন্তু ভাষা পরিবর্তন করতে পারলাম না।

Re: আমার দুটি সমস্যা আছে। কেউ একটু সাহায্য করুন!!!!

আপনি মেন্যু থেকে সরাসরি Locale সেটিংসে যান এবং ওখানে আপনার প্রাথমিক ভাষা, অবস্থান ইত্যাদি ইংরেজী থেকে বাংলায় পরিবর্তন করে নিন। আশা করি এবারে লগআউট করে পুনরায় লগইন করা মাত্রই পরিবর্তনটা চোখে পড়বে।

রিং'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: আমার দুটি সমস্যা আছে। কেউ একটু সাহায্য করুন!!!!

রিং ভাইয়ের সাথে এক মত তেখতে পারেন