টপিকঃ লিনাক্স মিন্টের গ্রাফিক্য়াল ইন্টারফেস কিভাবে ফিরিয়ে আনতে হয়?

AMD catalyst center ড্রাইভার ইনস্টল করার পরে আমার লিনাক্স মিন্টের গ্রাফিক্যাল ইন্টারফেস চলে গেছে। এখন শুধু টার্মিনাল মুডে ওপেন হয়।
ভার্সন লিনাক্স মিন্ট ১৩ (মায়া) কেডিই।

ইন্সটল দেখলাম ঠিকঠাকমতই হল সব, সকসেসও দেখালো।
এখন কিভাবে গ্রাফিকাল ইন্টারফেস ফিরিয়ে আনা যাবে? crying

Re: লিনাক্স মিন্টের গ্রাফিক্য়াল ইন্টারফেস কিভাবে ফিরিয়ে আনতে হয়?

রিং'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: লিনাক্স মিন্টের গ্রাফিক্য়াল ইন্টারফেস কিভাবে ফিরিয়ে আনতে হয়?

পরিবেশ প্রকৌশলী'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

সর্বশেষ সম্পাদনা করেছেন রিং (০৭-০৫-২০১৩ ১৩:৩৬)

Re: লিনাক্স মিন্টের গ্রাফিক্য়াল ইন্টারফেস কিভাবে ফিরিয়ে আনতে হয়?

পরিবেশ প্রকৌশলী ভাই, আমার সীমাবদ্ধতার কথা তো আমি স্বীকার করেই নিলাম। তদুপরি আমার কিছু শারীরিক সমস্যাও রয়েছে যে কারনে শুধুমাত্র বাংলা ফোরাম জগতেই নয়, জীবনের প্রতিটা ক্ষেত্রেই আমার বিচরন ক্রমশঃই সীমিত হয়ে আসছে।  neutral

ইদানিং যেটুকু সময় এই ফোরামে আসছি তাও একান্তই দেশ আর জাতির প্রতি নিজের দায়বদ্ধতা থেকে, যদিও সেটা ডাক্তার কিংবা শরীর কেউই অনুমোদন দিচ্ছে না।  sad

গুরুতর এই সমস্যাটির সমাধান প্রচেষ্টায় আমার দেরী হওয়ায়, আপনাদের কাছে আবারো ক্ষমা চাইছি।

সর্বশেষ সম্পাদনা করেছেন ছড়াবাজ (০৭-০৫-২০১৩ ১৪:০৬)

Re: লিনাক্স মিন্টের গ্রাফিক্য়াল ইন্টারফেস কিভাবে ফিরিয়ে আনতে হয়?

হতাশ হয়োনাতো ভায়া,
লাগবে কাজে অন্য কেউ,
সার্চ দিলে একই ব্যারাম,
এইখানেতে আনবে ফেউ!

প্রকৌশলী ভুলেন কেন,
আজও আছে যে ইশ্কুল,
ছাত্র হেথা আসবে আরো,
তাই বলি ম্যান: বি কুল!

ছড়াবাজ'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

সর্বশেষ সম্পাদনা করেছেন আরণ্যক (০৭-০৫-২০১৩ ১৫:১১)

Re: লিনাক্স মিন্টের গ্রাফিক্য়াল ইন্টারফেস কিভাবে ফিরিয়ে আনতে হয়?

"সংকোচেরও বিহ্বলতা নিজেরই অপমান। সংকটেরও কল্পনাতে হয়ও না ম্রিয়মাণ।
মুক্ত কর ভয়। আপন মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়॥"

Re: লিনাক্স মিন্টের গ্রাফিক্য়াল ইন্টারফেস কিভাবে ফিরিয়ে আনতে হয়?

ছড়াবাজ'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত