টপিকঃ লিনাক্স মিন্টের গ্রাফিক্য়াল ইন্টারফেস কিভাবে ফিরিয়ে আনতে হয়?
AMD catalyst center ড্রাইভার ইনস্টল করার পরে আমার লিনাক্স মিন্টের গ্রাফিক্যাল ইন্টারফেস চলে গেছে। এখন শুধু টার্মিনাল মুডে ওপেন হয়।
ভার্সন লিনাক্স মিন্ট ১৩ (মায়া) কেডিই।
ইন্সটল দেখলাম ঠিকঠাকমতই হল সব, সকসেসও দেখালো।
এখন কিভাবে গ্রাফিকাল ইন্টারফেস ফিরিয়ে আনা যাবে?