টপিকঃ গুরুদের কাছে একটা ছোট্ট সাহায্য চাই
কোন সফটওয়্যার ডাউনলোড করার সময় কারেন্ট চলে গেলে আবার সেখান থেকে ডাউনলোড স্টার্ট হবে এমন কোন সফটওয়্যার আছে?? থাকলে নাম বলেন/ লিঙ্ক দেন।। আমি আইডিএম দিয়ে গান, মুভি ডাউনলোড করতাম, এবং সেগুলো এভাবে ডাউনলোড করার পর ঠিকভাবে চলে। কিন্তু আজ একটা বড় সফটওয়্যার এভাবে ডাউনলোড করার পর ইন্সটল হচ্ছে না। এর আগে এভাবে কোন সফটওয়্যার ডাউনলোড করিনি, তাই ব্যাপারটা বুঝতেছি না।