টপিকঃ ওয়াংখেড়ে নিষিদ্ধই থাকলেন শাহরুখ
ওয়াংখেড় স্টেডিয়ামে প্রবেশাধিকার নেই ‘বলিউড বাদশা’ শাহরুখ খানের। নির্বাসনের এই শাস্তি যাতে উঠে যায়, সেটাই চাইছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। তবে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে ধনী বোর্ডের এই আর্জি মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের নিকট ধোপে টিকল না। ওয়াংখেড় স্টেডিয়ামে নিষিদ্ধই থাকলেন শাহরুখ। রোববার পিটিআইয়ের বরাতে বিষয়টি নিশ্চিত করা হয়।
গত বছর আইপিএলের ম্যাচ চলাকালে ‘কিং খান’কে স্টেডিয়ামে ঢুকতে দেয়নি এক নিরাপত্তা কর্মী। এরপর সেই নিরাপত্তা কর্মীর সঙ্গে ব্যাপক বচসায় জড়িয়ে পড়েন কলকাতা নাইট রাইডার্সের মালিক। এরই জেরে শাহরুখকে পাঁচ বছর ওয়াংখেড়ে ঢুকতে দেয়া হবে না এই সিদ্ধান্ত নেয় মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন। কিন্তু আইপিএলের ষষ্ঠ আসরে সাত মার্চ মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে নাইটদের ম্যাচ থাকায় এই নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে চাইছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।
এজন্যই রোববার বিসিসিআইয়ের একটি প্রতিনিধি দল মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান রবি সাওয়ান্তের সঙ্গে দেখা করে। কিন্তু তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। বিষয়টি স্বীকার করেন মুম্বাই ক্রিকেট বোর্ডের যুগ্ম সাধারণ সম্পাদক নিটিন দালাল।