টপিকঃ আজাইরা আঁকাআঁকি.......
কাঠপেন্সিলের আঁকাআঁকি ..........
ইডিট পিকাসা ........
১।বৃষ্টি ভেজা দিন ........
২। বৃষ্টি ভেজা দিন....
৩। এইডা আমি....
এই মেঘ এই রোদ্দুর
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » চারুকলা » আজাইরা আঁকাআঁকি.......
কাঠপেন্সিলের আঁকাআঁকি ..........
ইডিট পিকাসা ........
১।বৃষ্টি ভেজা দিন ........
২। বৃষ্টি ভেজা দিন....
৩। এইডা আমি....
আপু আপনি এত্ত সুন্দর সুন্দর ফটো পান কোথায় থেকে?
বেসম্ভব সুন্দর আঁকাআঁকি। আপু আপনি কি চৌপায়াতে মাথা ঠুকে নিদ্রারত অবস্থায় আছেন নাকি ক্রন্দনরত অবস্থায় সেটা একটু বুঝিয়ে বলেন
অনেক সুন্দর আঁকিবুকি তবে কিছু কিছু ছবি এডিট না করলেই বেশি ভালো লাগে অবশ্য আমার চেয়ে তুমি এগুলো বেশি ভালো বুঝো।
কিছু মনে কর না তোমার দুইটা উত্তর দিয়ে দিলাম ।
আপু আপনি এত্ত সুন্দর সুন্দর ফটো পান কোথায় থেকে?
![]()
![]()
রিয়াজুল ভাই এটা আপুর নিজের আঁকা ছবি।
বেসম্ভব সুন্দর আঁকাআঁকি। আপু আপনি কি চৌপায়াতে মাথা ঠুকে নিদ্রারত অবস্থায় আছেন নাকি ক্রন্দনরত অবস্থায় সেটা একটু বুঝিয়ে বলেন
বিষন্ন মনে ক্রন্দনরত আছেন একটু ভালো করে দেখলেই চোঁখে পানি দেখতে পারবেন।
দারুন একেছেন আমার আঁকিবুঁকি করার অনেক শখ, কিন্তু আঁকতে পারিনা। যাই আঁকতে যাইনা কেন, হিজিবিজি বা এলিয়েন জাতীয় কিছু একটা তৈরী হয়
প্রথমেই বলি ভাই, ছবিগুলো সুন্দর,
তবুও ক্রিটিকাল, ছড়াবাজ বান্দর।
বৃষ্টিতে ভেজা ঐ, ছাতাটাও সুন্দর,
চারপাশে বারি নাই, শুধুই তা ছাতা'পর।
পার যদি, ছাঁট দিতে, পুরা ফ্রেমটা ভরে,
বোঝা যাবে বৃষ্টিটা পড়ছে যে জোরে।
শেষে ছবি, নিজে তাই, চলছেই কান্না,
ঘটনা কি খুলে বল, হয় নি কি রান্না?
ক্ষুদে দুই বান্দর, খুব বেশি জ্বালা দেয়?
নাকি বাবা তাদেরই, মোটে দিল খোলা নয়?
নাকি বকা দিয়েছে, ননদ আর শাশুড়ি?
চাকুরী, এ্যাত শ্রম, তাও বকে ও বুড়ি?
কান দিয়ো নাকো সেই, অযথাই বকবক,
অক্ষম হিংসায় জ্বলে তাই, বলে সব।
হাসো তাই, দেখে দেখে, ঈর্ষার জ্বলুনি,
ক্ষমা কোরো নীচতার, সুঁই বকা চালুনি।
জানো সেই গল্পটা, চালুনি যে কী বলে,
সুঁই তোর পিছে ছেঁদা, নিজে যে কী তা ভুলে!
আন্তরিক ধন্যবাদ সবাইকে ...
প্রজন্ম ফোরাম » চারুকলা » আজাইরা আঁকাআঁকি.......
০.০৬০৩০৮৯৩৩২৫৮০৫৭ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৪.৯৬০৭৬৮৬৪৫৬৮৩ টি কোয়েরী চলেছে