টপিকঃ উইন্ডোস ৭ সেটআপ দেয়ার পরবর্তী সমস্যা! সাহায্য চাই!

আমি  ২০০৬ সালে পিসি কিনেছিলাম। এতদিন সব সময় উইন্ডোস এক্সপি চালাতাম। কয়দিন আগে উইন্ডোস ৭ আলতিমেট ৬৪ বিট সেট আপ দিলাম। এখন তো পড়ছি মহাবিপদে। কোন গেম, সফটওয়্যার চলে না, মুভি দেখতে গেলে গ্রাফিক্সে সমস্যা করে। এক বন্ধু বলল যে গ্রাফিক্সের ড্রাইভার ইন্সটল কর। মাদারবোর্ডের সিডি ঢুকালে গ্রাফিক্সের ড্রাইভারটাও তো আসে না। কি যে করি ভাই। কেউ সাহায্য করেন প্লিজ।

Re: উইন্ডোস ৭ সেটআপ দেয়ার পরবর্তী সমস্যা! সাহায্য চাই!

মাদারবোর্ডের সিডি থেকে কোন ড্রাইভারই ইন্সটল নিবেনা কারণ ঐ ড্রাইভারগুলো অনলি উইন্ডোজ এক্সপি সাপোর্টেড। এক্ষেত্রে ভেন্ডরের ওয়েবসাইটে গিয়ে আপনার ওএস এবং বিটের উপর নির্ভর করে লেটেস্ট ড্রাইভার ডাউনলোড করে নিন। আর এভাবে ঝামেলা মনে হলে উইন্ডোজ আপডেট বা ডিভাইস ম্যানেজার থেকে সব ড্রাইভার আপডেট করে নিন।

Re: উইন্ডোস ৭ সেটআপ দেয়ার পরবর্তী সমস্যা! সাহায্য চাই!

আপনি ইন্টেল গ্রাফিক্স Software ডাউনলোড করে নেন। তাই হবে আর না হলে উইন্ডোজ ৮ সেটাপ দিয়ে দেন কোন গ্রাফিক্স ট্রাফিক্স লাগবে না ১০০% Working

Re: উইন্ডোস ৭ সেটআপ দেয়ার পরবর্তী সমস্যা! সাহায্য চাই!

উইন্ডোজ ৭ এর ৩২বিট ইন্সটল দেন । তাহলে মাদার বোর্ড এর সিডি ঢুকালে সব আসবে।

কেউই সবকিছু জানে না, কিন্তু প্রত্যেকেই কিছু না কিছু জানে।

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

সর্বশেষ সম্পাদনা করেছেন প্রজন্মভূত (৩০-০৩-২০১৩ ২৩:৩২)

Re: উইন্ডোস ৭ সেটআপ দেয়ার পরবর্তী সমস্যা! সাহায্য চাই!

Re: উইন্ডোস ৭ সেটআপ দেয়ার পরবর্তী সমস্যা! সাহায্য চাই!

আপনি উনিন্ডোজ ৮ সেটাপ দিয়ে দেন কোন ঝামেলা করা লাগবে না।

Re: উইন্ডোস ৭ সেটআপ দেয়ার পরবর্তী সমস্যা! সাহায্য চাই!

অনেক অনেক ধন্যবাদ ভাইয়েরা...।  smile

Re: উইন্ডোস ৭ সেটআপ দেয়ার পরবর্তী সমস্যা! সাহায্য চাই!