টপিকঃ আসুন প্রার্থনা করি.....
আমরা সবাই জানি আজ বাংলাদেশ সাউথ-আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান্ডে খেলবে...
আর সেই সাথে এও জানি এই খেলার ফলাফল বাংলাদেশের পক্ষেও যেতে পারে আবার বিপক্ষেও যেতে পারে...
কিন্তু আমরা অনেকেই আজ সকাল থেকে টিভির সামনে বসে থাকবো সারাদিন খেলাটি দেখার জন্য...
তাই আসুন পরে মেজাজ খারাপ হবার আগেই বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য প্রার্থনা করি যাতে কাল জিতার সম্ভাবনা বেড়ে যায়.............
তাহলে শুরু করি, হে সৃষ্টিকর্তা, হে বিধাতা, হে নিয়ন্ত্রণকারী, হে দয়ালু...
১) বাংলাদেশের ওপেনিং জুটিতে যেন একটি নতুন বিশ্বরেকর্ড হয়... (বলুন কবুল)
২) বাংলাদেশের অন্তত দুইজন খেলোয়ার যেন শত রান করে.... (বলুন কবুল)
৩) বাংলাদেশের সর্বমোট রান যেন ২৮০+ হয়.... (বলুন কবুল)
৪) বাংলাদেশের সব বোলাররা যেন তাদের ক্যারিয়ার সেরা বলিং করে.... (বলুন কবুল)
৫) সাউথআফ্রিকার খেলোয়াররাও যাতে ভালো খেলে (বলুন কবুল)
৬) অন্তত একজন সাউথআফ্রিকান খেলোয়ার যেন শত রান করে....(বলুন কবুল)
৭) দুপক্ষের ফিল্ডাররা যেন ভালো ফিল্ডিং করে (তবে বিপক্ষ যেন দুএকটা গুরুত্বপূর্ণ ক্যাচ ড্রপ করে)....(বলুন কবুল)
সবাই এবার একসাথে....... হে সৃষ্টিকর্তা আমাদের এই ক্ষুদ্র প্রার্থনা আপনি মঞ্জুর করুন....
আমি মুক্ত জীবনে বিশ্বাসী তাই আমি লিনাক্স ব্যবহার করি।