টপিকঃ মেনে নিলাম আধিপত্য !
এ পথ ধরে তাকে বহুবার চলে যেতে দেখেছি ।
এখনও যেন তার আসা যাওয়া দেখতে পাচ্ছি …
তাকে আমি ইচ্ছে করে ভাবি না ।
হুটহাট করে তার চিন্তা অধিকার করে নেয় আমার কল্পনা ।
তার ভাবনা আমাকে পেয়ে বসে রোজ সকালে ,রোজ বিকেলে
রোজ দুপুরে ,রোজ রাত্তিরে ।
ঔপনিবেশিক শাসনের মত করে ,
আমার চিন্তা_ চেতনার ওপর ,
আধিপত্য বিস্তার করে নিল সে ।
হাসিমুখে মেনে নিলাম তার একাধিপত্য !
নিত্যনৈমিত্তিক চাল_ডাল_ নুনের হিসেব মেলানোর জীবনে
একটু আধটু করে রবীন্দ্রনাথ ,সুধিন্দ্র নাথও জায়গা নেয় করে ।
পাখির কিচির মিচির , ভোরের শিশির আগেও ভাল লাগত
তবে এখন ধরা দেয় অন্যরূপে ।
কচি ঘাসের উপর দিয়ে হাঁটতে হাঁটতে ,
অল্প বয়সী ছেলেপুলেদের ঘুড়ি উৎসবে,
নাটাই হাতে তাকেও দেখতে পাই কেমন করে!
তাই সন্দেহাতীত ভাবে দিতে পারি বলে ,
মস্তকের কেন্দ্রবিন্তুতে বসে,
সে সর্বনাশী প্রেমের বাজনা বাজাচ্ছে অবিরাম অভিরাম !