২১

Re: বাংলাদেশ বনাম শ্রীলংকা শেষ ওয়ান ডেয় ম্যাচ আজ

খেলা শেষে আমার কিছু বিশ্লেষনঃ
* বাংলাদেশ যথেষ্ট খারাপ ফিল্ডিং দিয়েছে ফিল্ডিং ভাল করতে হবে।
*মুশফিক আজকে কিপিং খারাপ করেছে আগামীতে আরো ভাল করতে হবে।
* আশরাফুলের আউটটা একটা ফাউল আউট ছিল।
* বিজয় ভালো খেলেছে তবে বিজয় একটূ হিজিটেশনে ভুগছে ওর মেডিটেশনের প্রয়োজন কোচ এবং টিম ম্যানেজমেন্টের আলাদা বসে কথা বলা উচিৎ এতে কনফিডেন্স লেভেল বাড়বে।
* ওভারে যথেষ্ট পরিমান রান এসে যাওয়ার পর জহুরুলের এমন শট খেলায় খারাপ লেগেছে।
* নাসির ভালো খেলছে কিন্তু ওর মাঝে একটু তাড়াহুড়ো ভাব আছে আগের ম্যাচে তামিমকে আঊট করে দিল আবার এই ম্যাচে মুশফিককে।
*রিয়াদের ব্যাপারে কিছুই বলার নাই ওযে এমন খেলবে আগেই জানতাম বাংলাদেশের এই একমাত্র খেলওয়ারকে আমার একদম দেখতে ইচ্ছা হয় না বাংলাদেশ যে এশিয়া কাপের ফাইনাল আর লাষ্ট টিটোয়েন্টিতে হেরেছে সেখানে রিয়াদের যথেষ্ট ভূমিকা ছিল।
*মোমিনুলের আউটটা ঠিক ছিল বলটা দারুন ছিল ।
* জিয়া হতাশ করেছে ও মোটামুটি ভালইতো খেলে।
সর্বোপরি বাংলাদেশ দারুন খেলেছে । এই দলে যখন আমাদের তিন পান্ডা সাকিব,তামিম আর মাশরাফি ফিরে আসবে তখন আমাদের কে ঠেকায় ।

মানুষ মাত্রই মরন শীল , কিন্ত নশ্বর নয় ।।

২২

Re: বাংলাদেশ বনাম শ্রীলংকা শেষ ওয়ান ডেয় ম্যাচ আজ

ভাই যা লিখসেন তাতে আপনাকে ধন্যবাদ না দিয়ে পারতেছিনা। লন একটা ধন্যবাদ  tongue

২৩

Re: বাংলাদেশ বনাম শ্রীলংকা শেষ ওয়ান ডেয় ম্যাচ আজ

টাইগারদের জন্য সুভ কামনা ।

জীবনের উদ্দেশ্য মইনাস প্রাপ্তি

লেখাটি LGPL এর অধীনে প্রকাশিত

২৪

Re: বাংলাদেশ বনাম শ্রীলংকা শেষ ওয়ান ডেয় ম্যাচ আজ

হাজার হোক বাংলাদেশ জিতেছে। সেই জয়ের পর আমাদের উচিত না তাদের নিয়ে কোনো প্রকার নেগেটিভ কমেন্ট করে তাদের মনোবল ভেঙ্গে দেয়া। এধরনের গহির্ত কাজ করা আমাদের একদমই উচিত না

২৫ সর্বশেষ সম্পাদনা করেছেন আবদুল্লাহ আল রিফাত (২৯-০৩-২০১৩ ০৯:৪৩)

Re: বাংলাদেশ বনাম শ্রীলংকা শেষ ওয়ান ডেয় ম্যাচ আজ

২৬

Re: বাংলাদেশ বনাম শ্রীলংকা শেষ ওয়ান ডেয় ম্যাচ আজ