টপিকঃ তিন বছর পূর্তি, ৮০০০ পোস্ট ও আমার টপটেন ফোরামিক
পার্ট ১
রেকর্ডঃ
সবচেয়ে দ্রুত প্রজন্ম গুরু(১৫০০ পোস্ট) হয়ে ছিলাম। এতে সময় লেগে ছিল মাত্র ৯০ দিন।
দ্যা ডেডলক এর কিছু পরিসংখ্যান
প্রজন্ম ফোরামে নিবন্ধিত হয়ে ছিলাম: ২৮-০৩-২০১০
মোট টপিক খুলেছিঃ ৬১৬ টি
মোট পোস্ট করেছিঃ ৮০০০ টি
মোট পোস্ট ডিলিট হয়েছেঃ ২৮৯ টি
ফোরামে মোট আমি আছিঃ ১০৯৪ দিন
গড়ে দিন প্রতি পোস্ট করেছিঃ ৭.৩ টি করে
গড়ে বছর প্রতি পোস্ট করেছিঃ ২৬৬৬ টি করে
ধনাত্মক সম্মাননার সংখ্যাঃ ৬২৯
ঋণাত্মক সম্মাননার সংখ্যাঃ ২০
মোট সম্মাননার সংখ্যাঃ ৬০৯
আমি ফোরামিকদের পজেটিভ সম্মাননা দিয়েছিঃ ৬৮৬ টি।
মাইনাস দিয়েছিঃ ১৮৩ টি। (যা ফোরামে সর্বোচ্চ )
******************************************************
পার্ট ২
আমার ব্যাক্তিগত জীবন নিয়ে আরো একটি তথ্য আজ ফাঁস করে দিলাম
১। যদি দিনে আমি ৪০০০ টি শব্দ বলি তাহলে তার মধ্যে প্রায় ২০০ বার যেই শব্দ টি বলি তা হলো "জ্বী"।
২। আমি সামনা-সামনি কোন যুক্তিতে যেতে চাই না। কারণ মুখে চাপার জোড় কম তাই যুক্তিতে খালি হারি। সেই জন্য এখন সামনের জন যা বলে তাতেই সায় দেই। আমার চাচা যখন AL এর পক্ষে কথা বলে তখন আমি হু,হ্যা,জ্বী বলেই কাজ চালিয়ে দেই। আবার যখন পাশের ফ্লাটের অংকেল জামাতের এর পক্ষে বলে তখন আমি একি সিস্টেম ব্যবহার করি। আমি তাদের বিপক্ষে কোন যুক্তি দেই না। তারা আমার ব্রেন ওয়াশ করে অনেক মজা পায় ।
৩। পুরা দিন আমি খালি জ্বী জ্বী করি কিন্তু আমি যা করার তাই করি। বাবা বলে "হরতালে আজ বাইরে যাবার দরকার নাই" আমি বলি "জ্বী" । কারণ যুক্তি দেখাতে গেলে সময় নষ্ট ও যুক্তিতে হারার চান্স আছে। তাই সময় মতো সেই হরতালেই আমি বাইরে বেরিয়ে যাই। আসার পরে বাবা ধরলে, কাজ ছিল বলে সোজা রুমে ঢুকে যাই।
৪। তাই এখন পরিচিতরা আমার জ্বী বলার পরে একটু কনফিউজ থাকে আসলেই আমি একমত কিনা বা সেই কাজ করবো কিনা !
******************************************************
পার্ট ৩
এই টাইপের টপিকে আমি সব সময় অন্য সদস্যদের সম্পর্কে কিছু না কিছু লিখি। এবারো তার ব্যাতিক্রম নয়। আমার পছন্দের টপ টেন সদস্য সম্পর্কে কিঞ্চিত বস্তুনিষ্ঠ সিরিয়াস আলোচনা করলাম নীচেঃ
নোট
১।লিস্টে যাদের নাম নাই তারে কাছে তাদের কাছে আন্তরিক ভাবে ক্ষমা প্রার্থী
২। সামনের বার(১০,০০ পোস্ট হলে) লিস্টে থাকার জন্য ১০০ টাকার মোবাইল লোড আমাকে ঘুষ দিতে পারেন![]()
৩। এখানে ব্যাক্তির চেয়ে ফোরামিকের ফোরামের লেখাকে গুরুত্ব দেওয়া হয়েছে
১। invarbrass >>> ইনব্রা >> পয়েন্ট ৯৮
ইনব্রা হলেন প্রজন্ম ফোরামের অন্যতম প্রাণ। তাকে অনেকে গুরুদের গুরুও বলে থাকে। তাকে মূলত বিজ্ঞান সংশ্লিষ্ট টপিকেই বেশী পাওয়া যায়।
আমার বর্তমান ব্যক্তিগত জীবনে ইনব্রা এর প্রভাব অনেক। আমরা অলৌকিক সকল বস্তুকে কেন বিশ্বাস করবো না তার অসাধারণ সব ব্যাখ্যা দিয়েছেন তিনি ফোরামে। যা আমার জীবনধারাকে অনেক সহজ করেছে। আগে অন্ধকার কে হাল্কা ভয় পেতাম যে, এই জ্বীন-ভূত এসে পরলো কিন্তু এখন সেই ভয়ডর নাই
।
শুধু একটি পয়েন্টে তার সাথে আমি একমত না। তাহল বস হোমিওপ্যাথি ওষুধকে বিশ্বাস করে না। অন্যদিকে আমি হোমিওপ্যাথি এর ভক্ত। হোমিওপ্যাথি ওষুধ আমাকে একটা সার্জারির হাত থেকে বাঁচিয়েছে।
২। সারিম >> দ্যা গ্রেট গিট্টু মিয়া >> পয়েন্ট ৯১
আমি গিট্টু মিয়ার মধ্যে ভবিষত্যের ইনব্রা কে দেখতে পাচ্ছি । ফোরামের সকল বিভাগেই তার পদচারনা আমরা দেখে থাকি। গিট্টু মিয়ার সব লেখার মধ্যেই অসাধারণ এক পাঞ্চ থাকে।
দেশের সকল ললনাদের সাথে এতো দিন আমার মনেও একটাই প্রশ্ন ছিল , গিট্টু মিয়ার মতো স্মার্ট লোকের গালে কেন এতো লম্বা লম্বা দাড়ি? এই বিষয়ে দ্যা গ্রেট গিট্টু মিয়া নীচের বাণী দিয়েছেনঃ
"দাড়ির সংগে গিক এর সম্পর্ক আছে। যেমন RMS সহ আরো অনেক গিকের লম্বা লম্বা দাড়ি আছে। টেকি জগতে দাড়ি দিয়ে গিক বুঝানো হয়।"
তাই যারা গিক হতে চান তারা দ্যা গ্রেট গিট্টু মিয়াকে অনুসরণ করতে পারেন। কিন্তু বাংলাদেশের যে আদ্রতা তাকে লম্বা দাড়ি রেখে গিক হওয়া একটু কষ্টকর।
৩। ইলিয়াস >> পয়েন্ট ৯০
ফোরামের যদি গার্জিয়ান নামক পদ থাকতো বলে চোখ বন্ধ করে তিনি হতেন আমাদের সকলের প্রিয় ইলিয়াস ভাই। তাই বলে তিনি ফোরামিকদের ওপরে মুরুব্বীগিরি করেন না। সব সময় তিনি ফোরামিকদের এক সুতায় নিয়ে এসে বিতর্ক মুক্ত রাখার আপ্রাণ চেষ্টা করে থাকেন। এবং নিজেকে সকল প্রকার বিতর্ক থেকে দূরে রাখেন । প্রায় সকল টপিক তিনি পড়েন ও রিপ্লাই দেন এবং মুক্ত হস্তে সবাইকে সম্মাননা দিয়ে থাকেন।
তার বিভিন্ন লেখা থেকে জানা যায় যে তিনি অনেক ভোজন রসিক। আমার ইচ্ছা আছে কোন এক দিন তাকে আমার বাসায় নিয়ে এসে "৭০০ গ্রামের আস্ত ইলিশ মাছ রোস্ট" (যাতে অন্য কেউ টাচ করবে না), বেগুন ভাজী ও পোলাউ খাওয়ানোর । শর্ত একটার সাথে করে তার গ্রাম থেকে আধা কেজি রসগোল্লা ও এক কেজি দই আনতে হবে
।
৪। উদাসীন >> প্রজন্মের শেক্সপিয়ার >> পয়েন্ট ৮৮
প্রজন্মের শেক্সপিয়ার উপাধি পাবার অন্যতম হকদার হলেন আমাদের উদাসীন দাদা। অসাধারণ সব গল্প কবিতা লিখে থাকেন তিনি। তার কাছে একটাই আবদার তার নিজের বাস্তব জীবন থেকে নেওয়া ভিন্ন অভিজ্ঞতা শেয়ার করার জন্য।
অন্যদিকে তিনি পরবাসে থেকেও আমাদের অনেক কাছের মানুষ তিনি। আমার কাছে মনে হয় যে, মডারেশন প্যানেলের মধ্যে সবচেয়ে ভদ্র ভাষায় তিনি সতর্ক করে থাকেন। অন্য মডু দের উচিৎ দাদার লেখাকে ফলো করা ।
উদাসীন দাদা আমাকে অনেক স্নেহ করেন। কিন্তু তার মান আমি রাখতে পারি না। খালি আজাইড়া কাজ করি ।
৫। শামীম >> পয়েন্ট ৮৫
নো ফান - অলওয়েজ জ্ঞানওয়ালা টপিকে তাকে খুঁজে পাওয়া যায় এই প্রজন্ম ফোরামের এডমিনকে। এই টপিকের শিরোনাম দেখে তিনি ঢুকবে কিনা তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। যদি টপিকের শিরোনাম দিতাম "ফোরামের সেরা ১০ জ্ঞানী ব্যাক্তির লিস্ট" তাহলে তিনি লাফ দিয়ে ঢুকতেন
অন্যদিকে স্যারের বাসা থেকে আমার বাসার দূরত্ব হেঁটে গেলে ২ মিনিট। কিন্তু কখনো সামনা-সামনি দেখা হয় নাই শামীম ভাইয়ের সাথে। বর্তমানে তিনি অন্য একটি নিক নিয়ে ফোরামে লেখা লিখে থাকেন। যা খুবই কষ্ট দেয় আমাকে। আমি আমাদের প্রিয় "শামীম" কে আবার ফিরে পেতে চাই।
৬। অরুণ >> পয়েন্ট ৮৩
ওপারের বাংলার অরুণ দাদা প্রথম দিন থেকে ফোরামকে মাতিতে রেখেছেন। তার আর্ট ড্রয়িং সব সময় আমাদের মুগ্ধ করে। ফোরামের অনেক গুরুগম্ভীর অবস্থা কে তিনি সুন্দর ভাবে হ্যান্ডেল করে থাকেন। সবচেয়ে ভালো দিক হলো সবার সাথেই তিনি ফ্রি মাইন্ডে কথা বলে থাকেন। রসাল টপিকে তিনি কমেন্ট করে টপিক কে আরো রসালো করে থাকেন।
৭।তার-ছেড়া-কাউয়া >> পয়েন্ট ৮০
তার ভ্রমণ গল্প ও বাস্তব অভিজ্ঞতা গুলোর আমি একনিষ্ঠ ভক্ত। তার পোস্ট গুলোও অনেক ইন্টারেস্টিং পাঞ্চ থাকে।
৮। বোরহান >> পয়েন্ট ৭৮
বোরহান ভাইয়ের বিষয়ে সব থেকে যা ভালো লাগে তা হলো - কোন টেকি আপডেট থাকলে তিনি তা দ্রুত আমাদের সাথে শেয়ার করেন। তার টেকি পোস্ট গুলো অনেক সুন্দর ভাষায় হয়। সাথে তিনি ফোরামে নিয়মিত মুভি রিভিউ দেয় যার কারণে অনেক গুলো ভালো মুভি আমার দেখা হয়েছে তেমনি কিছু ফালতু মুভি দেখার হাত থেকে বেঁচেছি।
৯। ছবি-Chhobi >> পয়েন্ট ৭৭
ছবির আপুর সকাল হলেই তিনি "শুভ সকাল" বলে সবাইকে শুভেচ্ছা দেন। অনেক দিন আবার তিনি শুভ সকালের সাথে একটা কিউট ছবিও দিয়ে থাকে। আজাইরা প্যাঁচাল টপিকের তিনি অন্যতম সদস্য। তার আজাইরা প্যাঁচাল পড়তেও অনেক ভালো লাগে। তিনি কোন বিতর্কে যেতে চান না। তার জীবন থেকে নেওয়া সুন্দর সুন্দর অভিজ্ঞতা আমাদের আনন্দিত করে।
১০। Jemsbond >> পয়েন্ট ৭৫
বসের টপিক এ ঢুকতে ভয় লাগে কারণ তিনি যখন তার নিজের জীবন থেকে রম্য লেখা লেখেন - তখন লেখাতে অধিকমাত্রায় রম্য আনার জন্য ডাউন টাউন ভাষা ব্যবহার করেন (তিনি ছাড়াও আরো কিছু সদস্য সেম একি কাজ করেন)। তখন সেই লেখা পড়তে মাথার ডাবল প্রসেসর চালু করে আপ টাউন ভাষায় ট্রান্সলেশন করে পড়তে হয়।
তার পোস্টগুলো হয় লুলামিয়তে ভরপুর তাই ঝাক্কাস বিনোদন লাভ করা যায়।
================
সেরা নতুন সদস্য(২০১৩ সালের রেজিষ্ট্রেশন করা)
১। Jol Kona >> পয়েন্ট ৭৫
কণা আপু ফোরামের একেবারে নতুন সদস্য তিনি। কিন্তু এই কিছু দিনের মধ্যেই তিনি সবাইকে আপন করে নিয়েছেন। সেই সাথে তিনি অসাধারণ তিনটি টপিক লিখেছেন। টপিকগুলো আমাদের অনেক ভালো লেগেছে। এখন "Jol Kona" ইউসার নেমটা বাংলা করে নিলে আরো ভালো হয়।
তিনি ফোরামে যেন নিয়মিত হন, সেটাই আমাদের প্রত্যাশা।
================
সেরা ফাউল সদস্য
১। সবুজ হাসান >> পয়েন্ট (মাইনাস) -১০০
যাকে ব্যান করা শুধু কঠিন বা অসম্ভব নয় বরং খুব সহজ। কিন্তু তার কাছে আছে ১৫০০ টাকা দামের SocksEscrot নামক আজাইরা সফ্টওয়ার ও ৭২ টি ফেক ইমেইল আইডি।
তার মাথায় ২৪ ঘন্টা ধরে খালি ইয়ে ইয়ে ইয়ে চলতে থাকে। তাই সে ফোরামে এসেও ইয়ে ইয়ে করতে থাকে। এর চিকিৎসা করার হাতিয়ার একটাই সেটা হলো ব্যান নয় বরং বিয়ে। সবুজ হাসান কে একটাই উপদেশ। ভাই দ্রুত বিয়ে করে ফেলুন। তারপরে নিজের বউ এর সাথে ইয়ে নিয়ে বিস্তর তাত্ত্বিক ও ব্যবহারিক আলোচনা করুন। মাইন্ড ঠান্ডা হলে প্রজন্ম ফোরামে ব্যাক করুন।
===================================
সব শেষ সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি, এতো দিন অনেকের মনে বিভিন্ন ভাবে মনে কষ্ট দেবার জন্য।
লেখাটি পড়লে অবশ্যই রিপ্লাই দেবেন (এক বাক্যের হলেও)।
===================================
অনেক ফোরামিক দেখি আমার ৮০০০ পোস্ট করার উপলক্ষে পার্টি করছে