টপিকঃ জল রং-এ ছবি আঁকার চেষ্টা.......
বড় ছেলে এইবার জল রং দিয়ে ছবি আঁকবে ........
ও আমার চেয়ে অনেক ভাল পারে । আমিও একটু চেষ্টা করেছিলাম । মোটামুটি সন্তুষ্ট হইছি .......
১। যাইগা বাপের বাড়ি ...... তোমার ঘর আর করুম না । দুবেলা অন্ন জোটাতে পারনা ..... আবার বিয়া কইরা ফালাইছ
২। দেখ বউ....... হেইডা তো আমার দোষ না..... আমার কপাল হইল গরীবের কপাল ........ আমি এইবার চেষ্টা করুম তোরে ভালা রাহনের লাইগ্যা । দয়া কইরা যাইস না বউ........ এবারের মত মাফ কর
৩। থাকতে পারি এক শর্তে........ তুমি একা কাজ করবা না আমরা দুজন মিল্যা কাম করুম ....... সেলাইলের প্রশিক্ষণ নিমু । তখন দেখবা আমগো আর অভা্ব থাকবো না ।
৪। তাইলে কথা পাক্কা ..... চল ঘরে চল রাগ কইরা কোন লাভ নাই .....
এই মেঘ এই রোদ্দুর