টপিকঃ ঘুমের মধ্যে খৎনা - মেডিকেল সাইন্সে এর ব্যখ্যা কি?
আমাদের পাশের ফ্ল্যাটের এক শিশুর ঘুমের মধ্যে খৎনা হয়েছে।
এরকম অনেক শোনা যায়। আগে কখনো দেখিনি কিন্তু এই প্রথম দেখলাম। বেশ সুন্দর খৎনা হয়েছে।
আমার প্রশ্ন হল এটা কিভাবে হল? যেই খৎনা করতে গিয়ে আমাদের ১ মাসের হ্যাপা সামলাতে হয়েছে সেই খৎনা ১ রাতে কিভাবে হয়ে গেল? কাটার বালাই নাই, শুকানোর বালাই নাই কি অবস্থা!!
P.S. কয়েকদিন অরক্ষিত থাকার কারনে ইনফেকশন হয়ে যায়। অপারেশন করে পুজ বের করা হয় কয়দিন আগে।