Re: ঘুমের মধ্যে খৎনা - মেডিকেল সাইন্সে এর ব্যখ্যা কি?
ছোট থাকতে আমারটাও অটো হইছিলো তবে ভাজ্ঞিস অটোমেটিকই হইছিলো কারন আমি আমার বন্ধুদের চিৎকার এখনো মনে করতে পারি
তবে বিরক্তির কারন হচ্ছে পরে আবার ডাক্তারের কাছে চেক করতে যাইতে হইছিলো আরেকটু বড় হবার পর
যদিও অল ওকে বইলা ডাক্তার ছেড়ে দেয়ায় সেই প্রসংগ থেকে প্রাথমিক অবস্থায় আসি, যতোদূর মনে পরে রাতের বেলা আমার ব্যপক অস্বস্থিবোধ হচ্ছিলো এবং কিঞ্চিত চুলকানি টাইপ ফিলিংস, আমি আম্মুকে ডেকে বলার পর সে আমাকে আবার ঘুমিয়ে পড়তে বলে আর সকালে উঠে দেখি সবাই আমাকে নিয়ে ব্যপক ব্যস্ত হয়ে পড়ছে আর যতো ছোটই থাকি না কেনো সেই আমলে সবাই এসে এসে কেনো আমাকে ঐ অবস্থায় দেখতে আগ্রহী হয়ে পড়েছিলো সেটা আজো মনে পড়লে রাগে গা জ্বলে
Re: ঘুমের মধ্যে খৎনা - মেডিকেল সাইন্সে এর ব্যখ্যা কি?
Re: ঘুমের মধ্যে খৎনা - মেডিকেল সাইন্সে এর ব্যখ্যা কি?
ছোটবেলায় আব্বু এক রাতে একটা লুঙ্গি নিয়ে আনলো। আমি বুঝতেই পারি নি পরেরদিন আমার জন্য কি ওয়েট করছে। পরদিন সকালে ডাক্তারের কাছে নিয়ে দিয়ে আমাকে বেডে শুয়িয়ে রেখে একটা ইনজেকশন পুশ করলো। সাথে সাথে দেহের নিচের অংশ অবশ। আমি তখনও জানতাম না যে ডাক্তার আমার সেই জায়গায় কাটাকাটি করছে। আমার সাথে আব্বু কি সুন্দর কথা বলছে। বুঝতেই পারি নি এইদিকে যে কাজ তামাম হচ্ছে। খাতনা শেষ হওয়ার পরে আমাকে বাসায় নেয়ার সময় পথেই এনেস্থেশিয়ার এফেক্ট শেষ হয়ে যায় আর আমার সে যে যন্ত্রনা শুরু। প্রায় এক সপ্তাহ খাটে শুয়ে ছিলাম। লুঙ্গির কাপড় যাতে মেইন জায়গায় না লাগে তাই লুঙ্গিটার মাঝখানে হাত দিয়ে উচু করে রাখতাম। খাটে শুয়ে থাকলে আত্নীয় স্বজন সবাই আমার লুঙ্গি তুলে ভিতরের জিনিস দেখতে থাকতো। আমার যে কি লজ্জা লাগতো।
Re: ঘুমের মধ্যে খৎনা - মেডিকেল সাইন্সে এর ব্যখ্যা কি?
Re: ঘুমের মধ্যে খৎনা - মেডিকেল সাইন্সে এর ব্যখ্যা কি?
Re: ঘুমের মধ্যে খৎনা - মেডিকেল সাইন্সে এর ব্যখ্যা কি?
ঘুমের মধ্যে খৎনা - এটা কথার কথা