Re: আজ আমাদের "আহমাদ মুজতবা" ভাইয়ের শুভ জন্মদিন
প্রথম যখন এই টপিক দেখি তখনই "আজ" হয়ে গেছে "গত"। তাই আর বাসি শুভ কামনা জানান হয়নি। কিন্তু "সবার" প্রিয় ফোরামিকের জন্মদিনকে কেউ আর "গত" হতে দিচ্ছে না। তাই ভাবলাম সুযোগটা নিয়েই নিই-
"শুভ জন্মদিন ভাইয়া॥"
মুক্ত কর ভয়। আপন মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়॥"