টপিকঃ বিবিএ এর পরে ব্যাংকে চাকরি পাওয়া যায়?

বিবিএ করে ব্যাংকে চাকরি পাওয়া যায়? গেলেউ কি ধরনের পোস্ট দেয়? স্যালারি শুরুতে ক্যামন দেয়? শুনেছি এমবিএ ছাড়া ব্যাংকে নেয় না। চাকুরিরত অবস্থায় এমবিএ সফল ভাবে শেষ করা যায়? অভিজ্ঞদের মতামত আশা করছি।