টপিকঃ একটা অলস আঁকিবুঁকি!
অনেক দিন পর খাতায় একটা হিজিবিজি করলাম। কেউ হাসবেন না যেন
তৃষ্ণা হয়ে থাক কান্না-গভীর ঘুমে মাখা।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » চারুকলা » একটা অলস আঁকিবুঁকি!
অনেক দিন পর খাতায় একটা হিজিবিজি করলাম। কেউ হাসবেন না যেন
হাসলাম তো হিহি
সুন্দর হইছে হেহে
আসলেই হেহে
আপনি ভালো অংকন করেছেন।
আমি যদি আমার মতো আঁকি হিজিবিজি,
হবেই মনে মাথার চুলে, লোকটা ভীষন বিজি।
উদাসীনের হিজিবিজির কঠ্ঠিন ও বাঁক ওরে,
ভাবছি তো সিরিয়াস, মনেতে ওঁর কী ঘোরে?
ছড়াবাজ - এই ব্যাটাই খারাপ, ভালোর মাঝেও তিল খুঁজে,
করতে হবে মনটা সাদা, তবেই শ্যালক কম বুঝে।
ছড়াবাজ - এই ব্যাটাই খারাপ, ভালোর মাঝেও তিল খুঁজে
সত্যবাদী ছড়াবাজ
করতে হবে মনটা সাদা, তবেই শ্যালক কম বুঝে।
শ্যালকটা কে, এবং কার শ্যালকের কথা বলা হলো? আগ্রহী জনতার পক্ষ্য থেকে এই প্রথম প্রশ্ন রাখলাম।
ছড়াবাজ, আপনাকে চেনা চেনা কেন মনে হয়, ভ্রাতা? বলুন আপনার পেছনের কাহিনি - আগা-পাশ-তলা?
ভাইজান তো চমৎকার ছবি আঁকেন ।
উদাসীনদা
অ.ট.
ছড়াবাজ, আপনাকে চেনা চেনা কেন মনে হয়, ভ্রাতা?
বলুন আপনার পেছনের কাহিনি - আগা-পাশ-তলা?
ঠিকুজি অতি সোজা, দেখ মোর ইমেলে,
মডু ভাই, এতো সোজা, ছড়াবাজে ক্লিকালে।
অন্যেরা পাবে নাতো, আছে সেটা লুকানি,
পিঠে ছালা বেঁধে আসি? মারবে কে কিজানি
কোমর মাশাল্লাহ, খায়রুন লো...
@ ছড়াবাজ,
ঠিকি আমি ধরেছিলাম
যা আগে ভেবেছিলাম
জানি কে সেই ভ্রাতা
বিচারি যত প্রবণতা।
মেলে গিয়ে মিললো
সংশয়ে যতি হলো।
নাহ, আমাকে দিয়ে ছড়াটড়া হবে না
আর সবাইকে ধন্যবাদ
তবে তিনি কে গো?
উদা'দা তো দেখছি এবার খাইরুন সুন্দরী আঁকিয়ে ফেলেছেন...
ঠিকুজি অতি সোজা, দেখ মোর ইমেলে,
মডু ভাই, এতো সোজা, ছড়াবাজে ক্লিকালে।
অন্যেরা পাবে নাতো, আছে সেটা লুকানি,
পিঠে ছালা বেঁধে আসি? মারবে কে কিজানি
আমি কিন্তু ঠিকই চিনে ফেলেছি, বর্তমানে এরকম ছড়া ফোরামে একজনই লিখতে পারে
আহা ! সিক্তবসনে ষোড়শী আহা ! চোখ জুড়িয়ে গেল !
খুব সুন্দর.......... নিদ্রিতার মতই
বাকিটা বললাম না
আচ্ছা, শহরের মেয়েদের এখন বুঝি আর পটানো যায় না... তাই কি বাঁশ বাগানে ফাঁদ পেতেছেন... আর ইলিয়াস ভাইকে দেখেন... আহা... মন ভরে চোখ জুড়িয়ে নিন আমি ভাবীকে খবর দিচ্ছি তখন পিঠ ভরে ঠ্যাঙানি
সুন্দর হইছে
নাইস লাভ ইট ম্যান , ডেস্ট্রয় মাই হার্ট
আচ্ছা, শহরের মেয়েদের এখন বুঝি আর পটানো যায় না... তাই কি বাঁশ বাগানে ফাঁদ পেতেছেন... আর ইলিয়াস ভাইকে দেখেন... আহা... মন ভরে চোখ জুড়িয়ে নিন আমি ভাবীকে খবর দিচ্ছি তখন পিঠ ভরে ঠ্যাঙানি
ছি ছি এ কী বলছেন? মিথ্যা কলংক দিচ্ছেন আমার শুভ্র এবং পবিত্র চরিত্রে
ইলিয়াস ভাই... হা হা হা শেষ...আগে খাজুরা আলাপ করতে গিয়ে মার খেতো...এখন হাতেনাতে ধরা পড়ে মার খাবে
আহা কী সুন্দর ! নকশী কাঁথার মাঠের সাজুর ছবি মনে পড়ে যাচ্ছে !
আচ্ছা, শহরের মেয়েদের এখন বুঝি আর পটানো যায় না... তাই কি বাঁশ বাগানে ফাঁদ পেতেছেন...
কবিতা দিয়ে শহুরে নারী পটানো..... এটা আবার সম্ভব নাকি?
কবি যতই কবিতা লিখুক আর চিত্রকল্পই করুক.... শেষ সেই ম্যাকডোনাল্ডস-কে.এফ.সি-কিম্বা মাল্টিপ্লেক্স-এ৷
কবি ঠিকই করেছেন গাঁয়ের দিকে হাত বাড়িয়ে ছেন....... কলস কাঁখে নারী দেখতে তো বেশ লাগে...... কবির কল্পনাও একটু নেচে ওঠে তাতে আরকি...... কিন্তু শহুরেদের কে কষ্ট করে কল্পনা করতে হয় না আরকি......
@ ছবি - কমেন্টস্-এর দ্বিতীয় লাইনটা মুছে দিলেন যে? ...... হা হা হা
প্রজন্ম ফোরাম » চারুকলা » একটা অলস আঁকিবুঁকি!
০.০৭১৮১৭১৫৯৬৫২৭১ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৭.২৮৭১৬০৮৩৪৩৩২ টি কোয়েরী চলেছে