সর্বশেষ সম্পাদনা করেছেন সাফায়েত (১৮-০৩-২০১৩ ২০:১৮)

টপিকঃ আমাদের নৈতিকতা এবং ধর্ষণ

সর্বশেষ সম্পাদনা করেছেন দ্যা ডেডলক (১৮-০৩-২০১৩ ২০:৫৫)

Re: আমাদের নৈতিকতা এবং ধর্ষণ

Re: আমাদের নৈতিকতা এবং ধর্ষণ

এধরনের ক্রাইম অবশ্যই দু:খ জনক। আমি কোনকিছু জাস্টিফাই করতে চাইছি না। তবুও বলছি ৮৪ হাজার সংখ্যাটা বিশাল শোনালেও এতো বড় একটা দেশের জন্য নম্বারটা মোটেও বড় নয়। যেদেশে বছরে হোমসাইড (খুন...) কেসই হয় ২০ হাজারেরর মত! (আবার ভেবে বসবেননা আমেরিকায় চারদিকে শুধু খুনই হচ্ছে! খুনের পরিসংখ্যানে বিশ্বের লিস্টে আমেরিকার অবস্থান ৯৮ নম্বরে... বাংলাদেশ ৭৭, ইন্ডিয়া ৯০)

আমেরিকায় ধর্ষনের সংগা অনেক ব্রড... তাছাড়া প্রায় অর্ধেক ধর্ষিতা মেয়ের বয়স ১৮ বছরের নিচে... তাই ধর্ষনের নম্বারটা সাধারনত নির্ভর করে, কম বয়সী মেয়েদের বাইরে অবাদ চলাচলের নম্বারের উপর। একটা উদাহরন দেই... বাংলাদেশ বা ইন্ডিয়ায় কটা বাপ তার ১৬ বছরের মেয়েকে তার ছেলে বন্ধুদের সাথে (কোন গার্ডিয়ান ছাড়া) রাতভর ক্যাম্পিং, পার্টি ইত্যাদি করার অনুমতি দেবে? ১০০ জনে একটা বাপ ও খুজে পাবেননা। অন্যদিকে আমেরিকায় প্রায় প্রতিটা বাপকেই নিরুপায় হয়ে এধরনের পারমিশন দিতে হয়। সিংহ ভাগ কেস গুলো ঘটে ওখানেই। তারা এগুলো জেনে শুনেই কন্টিনিও করছে। কারন হিসেবে আমার মনে হয়, To them, rape is a small price to pay to maintain freedom of life... কারন রেপ হওয়ার পর সমাজে মুখ দেখাতে না পেরে মেয়েকে ফাসি নিতে হয়না।It’s just another experience of life… a cruel one of course! চিন্তা করবেনা.. পশ্চিমা বিশ্বের অনুকরনে বাংলাদেশ-ভারতেও মেয়েদের অবদা চলাচলের সংখ্যা বাড়ছে পাচ দশ বছর পর পরিসংখ্যানটা আবার ঘেটে দেখবেন।

আমি জানিনা আপনি পরিসংখ্যান কোথা থেকে নিয়েছেন, তবে গ্রেপ্তার না হওয়ার সংখ্যা মাত্র ২৪ শতাংশ হলে অনেক ভাল ধরে নিন! বাংলাদেশে গ্রপ্তার না হওয়ার আসল পরিসংখ্যান বেরকরতে পারলে দেখবেন সেটা ৮০ শতাংশর উপরে! যেখানে লাইভ টিভিতে চাপাতি দিয়ে খুন করার পরেও খুনিরা গ্রেপ্তার হয় না! সেখানে ধর্ষন তো কিছুই না। তাছার আমারিকায় প্রসিকিউসন রেট পৃথিবীর অন্য দেশের তুলনায় অনেক ভাল। রেপ কেইসে গ্রেপ্তার হওয়া ১০০ জনের মধ্যে ৭৫ জনকে প্রসিকিউট করা হয়। মন্ত্রি একটা কল করল, আর অসি স্যরি বলে ছেলেকে ছেড়ে দিল সেটা পাবেন না।

আমি যেটা বলতে চাইছি তা হল দোষটা মানুষ প্রজাতী পর্য়ায়ে। দেশ পর্যায়ে নয়। অবশ‌্য মানুষ কে দোষ দিয়েও লাভ নেই। আমরা আমাদের সমাজের নিয়ম কানুন, ভাল মন্দ ইত্যাদির সংগা যতি দ্রুত পরিবর্তন করি আমাদের শরীর এর সাথে তাল মিলিয়ে অত দ্রুত ইভল্ভ হতে পারছে না। সমস্যটা ওখানেই।

Re: আমাদের নৈতিকতা এবং ধর্ষণ

"যুব সমাজের এই অবক্ষয়ের জন্য আধুনিক ব্যাবস্থার অপব্যাবহারই দায়ী" আর এর খেকে মুক্তির একমাত্র উপায় ধর্মীয় অনুশাষন ও ধর্মীয় শিক্ষা (এটা একান্ত আমার মত)- আইন করে এই অবক্ষয় দুর করা সম্ভব নয় কারন এরা মানষীক রোগী হয়ে যায় তাই তারা জেলে যেতেও ভয় পায় না - অপরাধের পর অপরাধ করেই চলে ................

Re: আমাদের নৈতিকতা এবং ধর্ষণ

Re: আমাদের নৈতিকতা এবং ধর্ষণ

একটা কথা যদি কেউ কাউকে রেপ করার চেষ্টা করে তাহলে আমার মনে হয় তার সাথে সায় দেয়াটাই ভালো কারন সায় না দিলে মেরে ধোরে রেপ করবে আর কত কষ্ট সইতে হবে তার একটু ভাবুন......।যদি কোণ মেয়ের ইচ্ছার বিরুদ্ধে সেক্স করা হয় তাহলে সেই মেয়ের অনেক কষ্ট হয়......।।

Re: আমাদের নৈতিকতা এবং ধর্ষণ

লেখাটি LGPL এর অধীনে প্রকাশিত

Re: আমাদের নৈতিকতা এবং ধর্ষণ

Re: আমাদের নৈতিকতা এবং ধর্ষণ

লেখাটি LGPL এর অধীনে প্রকাশিত

১০

Re: আমাদের নৈতিকতা এবং ধর্ষণ

১১

Re: আমাদের নৈতিকতা এবং ধর্ষণ

যদি ছেলেদের মত মেয়েদের পাওয়ার থাকতো তাহলে মেয়েরাই আমাদের রেপ করতো yahoo yahoo yahoo yahoo

১২ সর্বশেষ সম্পাদনা করেছেন হৃদয়১ (২৬-০৩-২০১৩ ২১:৫৪)

Re: আমাদের নৈতিকতা এবং ধর্ষণ

"No ship should go down without her captain."

১৩

Re: আমাদের নৈতিকতা এবং ধর্ষণ

১৪ সর্বশেষ সম্পাদনা করেছেন মেরাজ০৭ (২৬-০৩-২০১৩ ১৮:১৩)

Re: আমাদের নৈতিকতা এবং ধর্ষণ

১৫

Re: আমাদের নৈতিকতা এবং ধর্ষণ

১৬

Re: আমাদের নৈতিকতা এবং ধর্ষণ

এন্টি রেপ কন্ডম ব্যবহার করলে ২//৩টি ইন্সিডেন্টের পর জানাজানি হবে যে এমন জিনিস আছে। স্বভাবত এই খবর ধর্ষকদের কানে যেতেও সময় লাগবে না sad  ধর্ষকতো চোখ কান বন্ধ করে ধর্ষন করেনা সে এটা কিকৃত ইনজয়মেন্ট হিসেবেই নেয় তাই এটা সে দেখবে না বা চোখ এরিয়ে যাবে এমন সম্ভবনা কম  ফলে এটা কতটা ফলপ্রষু হবে ভাবার অবকাশ আছে।

আই স ডেভিলের মত ধর্ষকের হাতে পড়লে দেখা যাবে সে এন্টিরেপ কন্ডম উল্টিয়ে সেটা দিয়েই ধর্ষন করেছে sick sick
বুঝতেই পারছেন এই এন্টিরেপ কন্ডম উল্টিয়ে ব্যবহার করলে কি হতে পারে। ভিক্টিমের যাই হোক ধর্ষক যে বিকৃত সুখ পাবে সন্দেহ নেই।

আমার মতে কঠোর আইনের বিকল্প নেই। আর আইনের এইসব ফাক ফোকর বন্ধ করতে হবে thinking

১৭

Re: আমাদের নৈতিকতা এবং ধর্ষণ

১৮

Re: আমাদের নৈতিকতা এবং ধর্ষণ

সালেহ আহমদ'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

১৯

Re: আমাদের নৈতিকতা এবং ধর্ষণ

২০ সর্বশেষ সম্পাদনা করেছেন সাফায়েত (২৭-০৩-২০১৩ ১১:২৬)

Re: আমাদের নৈতিকতা এবং ধর্ষণ