Re: প্রসঙ্গঃ বাইসাইকেল
প্রথম সাইকেল চালানো শিখি ক্লাস ফাইভে মনে হয়, হিরো সাইকেল দিয়ে। তখন তো আর পুরো সাইকেলে উঠতে পারতাম না, সাইকেলের বডির মধ্যে বডি ঢুকায়ে একভাবে চালানো যায়, তাই এইভাবে অর্ধেক অবস্থাতেই চালানো শিখা
আমরা সবাই Phoenix কে ভুল উচ্চারন করে বলি ফনিক্স, আসলে হবে ফিনিক্স (পাখি)।
Re: প্রসঙ্গঃ বাইসাইকেল
আহা! আমার ফনিক্স/ফিনিক্স সাইকেলটার কথা মনে পড়ে গেল দীর্ঘ ৭ বছর চালিযেছি ওটা। শেষে কোন কাজে লাগবে না ভেবে বছর দুয়েক আগে বিক্রি করে দিয়েছি
শেষের ছবিটা ফেসবুকে দেখেছিলাম। কিন্তু তথন মর্ম বুঝিনি, এখন বুঝলাম
আপনার কেনা হলে খবর দিয়েন। সাইকেল চালাই না বহুদিন, ট্রায়াল দেয়া যাবে আবার
Re: প্রসঙ্গঃ বাইসাইকেল
Re: প্রসঙ্গঃ বাইসাইকেল
Re: প্রসঙ্গঃ বাইসাইকেল
ইলিয়াস ভাই পোস্টারের মধ্যে কী দেখেছিলেন? সাইকেলটা শেখা হয় নি। এই বয়সে হাড়গোড় ভাংতে চাই না। তাই আর শেখা হবে না মনে হচ্ছে। ইমরানের সাইকেল শেখা দেখে মনটা ঈর্ষায় খাক হয়ে গেলো