Re: প্রসঙ্গঃ বাইসাইকেল
বুঝলামনা ২৬" এভেঞ্জার আর নাইটের দাম একই কিন্তু এভেন্ঞারে গিয়ার আছে আর নাইটে গিয়ার নাই
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » দৈনন্দিন » প্রসঙ্গঃ বাইসাইকেল
বুঝলামনা ২৬" এভেঞ্জার আর নাইটের দাম একই কিন্তু এভেন্ঞারে গিয়ার আছে আর নাইটে গিয়ার নাই
মেরাজ০৭ লিখেছেন:বুঝলামনা ২৬" এভেঞ্জার আর নাইটের দাম একই কিন্তু এভেন্ঞারে গিয়ার আছে আর নাইটে গিয়ার নাই
![]()
![]()
![]()
![]()
সাইকেল দুটোর স্পেক্স শেয়ার করতে পারবেন কাইন্ডলি?
পেলামনা। তবে মনে হলো নাইটের ফ্রেম সাইজ এভেঞ্জার থেকে বড়।
হ্যা সাইকেল এর অভিজ্ঞতা সবার ই কম বেশি আছে। আমি কয়েক বছর আগে গ্রামে ২দিন চালানোর জন্য চেস্টা করেছিলাম।চালাতে গিয়ে সাইকেল মামাকে পুকুরে ফেলে দেই, চাকা গেছিল বাকা হইয়া সাথে আমার শেখা ও শেষ।
সেই শেখা, ২-৩ দিন আগে সেন্ট-মার্টিন এ সাহস করে সাইকেল চালানো শুরু করি, ভেবেছিলাম পারব না কিন্তু না হাত কাপা ছারা আর কোনও সমস্যা হয় নি, সেটাও আসতে আসতে ঠিক হয়ে গেছে...
ইদানিং আমার বাইসাইকেলের গিয়ার ৩-৮ এর নিয়ে চালালে, চেইন থেক, পায়ের নিচ থেকে, সামনে পিছে সব দিক থেকেই ঘ্যাট্টর ঘুট্টর, হোস-ফোস টাইপের শব্দ আসে সাথে কট কট শব্দও হয়। আবার অন্যান্য গিয়ারে চালালে কোন সাউন্ড করে না। কারো যদি সমাধান জানা থাকে তাহলে জানাবেন প্লিজ।
ইদানিং আমার বাইসাইকেলের গিয়ার ৩-৮ এর নিয়ে চালালে, চেইন থেক, পায়ের নিচ থেকে, সামনে পিছে সব দিক থেকেই ঘ্যাট্টর ঘুট্টর, হোস-ফোস টাইপের শব্দ আসে সাথে কট কট শব্দও হয়। আবার অন্যান্য গিয়ারে চালালে কোন সাউন্ড করে না। কারো যদি সমাধান জানা থাকে তাহলে জানাবেন প্লিজ।
এটা বিক্রি করে একটা নতুন কিনেন ভাই ,আশা করি আপনার সমস্যার সমাধান হবে
আমার বাইসাইকেলের গিয়ার ৩-৮ এর নিয়ে চালালে, চেইন থেক, পায়ের নিচ থেকে, সামনে পিছে সব দিক থেকেই ঘ্যাট্টর ঘুট্টর, হোস-ফোস টাইপের শব্দ আসে সাথে কট কট শব্দও হয়।
গিয়ার টিউনিং করাতে হবে আপনার। গিয়ার শিফট করলে ওই সিলেকশনে পারফেক্টলি শিফট হচ্ছে না। যেখান থেকে কিনেছিলেন, সেখানে নিয়ে যান।
পলাশ মাহমুদ লিখেছেন:ইদানিং আমার বাইসাইকেলের গিয়ার ৩-৮ এর নিয়ে চালালে, চেইন থেক, পায়ের নিচ থেকে, সামনে পিছে সব দিক থেকেই ঘ্যাট্টর ঘুট্টর, হোস-ফোস টাইপের শব্দ আসে সাথে কট কট শব্দও হয়। আবার অন্যান্য গিয়ারে চালালে কোন সাউন্ড করে না। কারো যদি সমাধান জানা থাকে তাহলে জানাবেন প্লিজ।
এটা বিক্রি করে একটা নতুন কিনেন ভাই ,আশা করি আপনার সমস্যার সমাধান হবে
হ, আমিও এইটায় ভোট দিলুম।
ইদানিং আমার বাইসাইকেলের গিয়ার ৩-৮ এর নিয়ে চালালে, চেইন থেক, পায়ের নিচ থেকে, সামনে পিছে সব দিক থেকেই ঘ্যাট্টর ঘুট্টর, হোস-ফোস টাইপের শব্দ আসে সাথে কট কট শব্দও হয়। আবার অন্যান্য গিয়ারে চালালে কোন সাউন্ড করে না। কারো যদি সমাধান জানা থাকে তাহলে জানাবেন প্লিজ।
সাইকেল ঠিক করার দোকানে গিয়ে বললেই হবে এই সমস্যা ঠিক করে দিবে। আমারটারটা আমি নিজেই টিউন করি। ইউটিউভে ভিডিও দেখে শিখেছি
ইদানিং টিন এজারদের মধ্যে বর্তমানে সবচেয়ে লক্ষণীয় ট্রেন্ড হলো বাইসাইকেল। বলা বাহুল্য, আমার মাথাতেও সেই ভূত ঢুকেছে। তাই ভাবলাম একটা টপিক করে ফেলি। অনেকের মতামত, অভিজ্ঞতা জানা যাবে।
আমি সাইকেল চালিয়েছি সেই ৮/১০ বছর বয়সে, চার চাকার সাইকেল গুলো, একদিন পাশের দুই চাকা খুলে চালানো শেখাচ্ছিলো আব্বু। প্রায় চালানো পেরে গিয়েছি এমন সময় ধুম! করে খেলাম এক আছাড়। না আমি উঠতে পারি, না আমার সাইকেল উঠাতে পারি। সেই শেষ চালিয়েছিলাম। এতদিন অনেকটা কনফিউসড হয়েই সাইকেল চালানোর চেষ্টা করিনি, ভয় ছিল, চালানো হবেনা, আছাড় খেয়ে শেষে মান সম্মানটা খোয়াবো এই বুড়ো(!) বয়সে। তো এই বাইসাইকেল কেনার হাওয়া শুরু হলো, আমার বন্ধুদের পার হয়ে সেই ছোঁয়া আমার গায়েও লেগেছে। এত বছর পর গত ফেব্রুয়ারীর ১৫ তারিখ প্রথম সাইকেল চালানোর সাহস করলাম। পাশে থেকে দুইজন ধরে ধরে আমাকে ব্যালেন্সে আনার চেষ্টা করছিলো।
![]()
সাইকেলে আমি, একপাশে আমার কাজিন আরেক পাশে এক ছোট ভাই।আমি নিজেই যতবার এই ছবি দেখি হাসতে হাসতে অবস্থা খারাপ হয়ে যায়।
![]()
![]()
যাই হোক, সেদিন আর সাইকেল চালানো শেখা হয়নি। চালাতেই পারলাম না কেন যেন। ঠিক তার পরের দিন, একই সাইকেল, একই জায়গা, মাথায় কী হলো কে জানে, হঠাৎ করে নিজেই উঠে ধাই করে প্যাডেল চালালাম। পড়ি পড়ি করতে করতে দেখলাম নাহ, পড়ছি না। বুঝে গেলাম কিভাবে হ্যান্ডেল ধরে ব্যালেন্স আনা যায়।
![]()
![]()
সেদিন-ই প্রথম একা সাইকেল চালালাম। কিন্তু হ্যান্ডেল এর সাথে সাথে হাত কাঁপছিলো। আরো বেশ কিছু ভুল বের হয়েছিলো। কিন্তু দিন শেষে খুশি ছিলাম এটা ভেবে যে নিজে নিজেই শিখে ফেলেছি। এর পরের দিন হলো আসল মজা, মানুষের মাঝখান দিয়ে চালানো। আজিমপুরের কলোনী গুলো তে গাড়ি ঢোকে না। বিকেলে মানুষ হাঁটাহাঁটি করে। ওইদিন ছিলো আমার সাইকেল চালানোর দ্বিতীয় দিন। কেমন চালালাম? নিজেরাই দেখুনঃ
![]()
![]()
![]()
সাইকেল চালানোরত অবস্থায় ছবিটা তোলা হয়েছে, সিট নিচু থাকায় দেখতে হাস্যকর লাগছে।
সাইকেল চালানো শেখার পেছনে ধন্যবাদ আমার দুই ভাইকে আর তাদের সাইকেল কে।![]()
এখন নিজের একটা সাইকেল কেনা রীতিমত ফরয হয়ে গিয়েছে। অনেক ভাবনা চিন্তা করে দেখলাম, নতুন হিসেবে আমার দামী সাইকেল চালানো বোকামী ছাড়া কিছুই না। গিয়ার ওয়ালা সাইকেলো আমার দরকার নাই, কারণ চালাতেই আমার খবর হয়ে যায়, গিয়ার দেয়া দূরের কথা। যেহেতু প্র্যাক্টিস এর জন্য প্রয়োজন, তাই অনেক খুঁজে দুটো সাইকেল পছন্দ হলো প্রাথমিক ভাবে। ১ এবং ২।
দুটোরই দাম ৬০০০ এর মধ্যে। আপাতত এ দুটোর যেকন একটা দিয়ে চালানো টা ঠিকমত শিখে নেই, পরে বিক্রি করে দিয়ে আরো ভালো দামী একটা কেনার ইচ্ছে আছে। আমার এই দূব্বল শরীরের পেছনে মূলত দায়ী হাঁটাহাঁটি। এত হাঁটা হয় আমার প্রতিদিন, যা বলার বাইরে। সাইকেলে কষ্ট অনেকটাই লাঘব হবে বলে আশা করছি।
এবার ফোরামিকদের অনুরোধ করছি নিজের কথা শেয়ার করতে। কে কি সাইকেল চালান বা চালিয়েছেন, অভিজ্ঞতা, সব কিছু শেয়ার করুন।
বাই সাইকেল কেনার আগে তাই আপনার গঠন ও আকৃতির সাথে উপযুক্ত বাইসাইকেলটি খুঁজে বের করুন। সেই বাইসাইকেলটি কিনবেন যেটা আপনার প্রয়োজন আর শারীরিক উপযুক্ততার সাথে যথোপযুক্ত । এসবের সাথে যথোপযুক্ত বাইসাইকেলই আপনাকে দেবে আরামদায়ক সাইকেলিং ।
বাইসাইকেল কেনার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এর সাইজ ও মাপ বুঝতে পারা। আপনার শারীরিক আকার ও আকৃতি একই সাথে সাইজ বুজতে হবে সাইকেল কেনার আগে যাতে আপনার সাথে সামাঞ্জস্যপূর্ণ হয়। নিজের শরীরের উচ্চতা, শরীরের বিভিন্ন স্তরের মাপ, ধড়ের লম্বা এবং বাহুর লম্বা মাপ জানাটা আবশ্যক। আর আপনার উচ্চতা মাপার আগে অবশ্যই জুতা খুলে নিবেন ।
আপনার উচ্চতা ও শরীরের অন্যান্য অংশের সঠিক মাপ জানার পর আপনি আপনার জন্য সঠিক বাইসাইকেল এর সাইজটি বাছাই করতে পারবেন যা চালনা করা আপনার জন্য আরামদায়ক ও সস্তিদায়ক হবে।
এটি শুরু হয় আপনার কোমর থেকে যেখানে আপনার সাইকেলের সিট টি থাকে।
প্রথম ধাপ-খালি পায়ে পা দুটি ৬-৮ ইঞ্চি ফাঁকা করে দেয়ালে হেলান দিয়ে দাঁড়ান ।
২য় ধাপ- দু পায়ের মাঝে একটি বই দিয়ে দেয়াল ঘেঁষে বইটি আপনার শ্রোণিচক্র পর্যন্ত তুলুন । মেরুদণ্ড সোজা রাখুন। এটা আসলে আপনার বাইকের সিট এর মতো একটি অনুকরণ করে একটি কাজ ।
৩য় ধাপ- ৩য় কোন ব্যাক্তিকে বইটির উপর বা মেরুদণ্ড হতে ফ্লোর পর্যন্ত মাপ নিতে Inseam এর মাপ বুঝতে ভিডিও টি দেখুন
http://productreviewbd.com/%E0%A6%95%E0 … %E0%A6%A8/
1 minute and 12 seconds after:
বাই সাইকেল কেনার আগে তাই আপনার গঠন ও আকৃতির সাথে উপযুক্ত বাইসাইকেলটি খুঁজে বের করুন। সেই বাইসাইকেলটি কিনবেন যেটা আপনার প্রয়োজন আর শারীরিক উপযুক্ততার সাথে যথোপযুক্ত । এসবের সাথে যথোপযুক্ত বাইসাইকেলই আপনাকে দেবে আরামদায়ক সাইকেলিং ।
বাইসাইকেল কেনার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এর সাইজ ও মাপ বুঝতে পারা। আপনার শারীরিক আকার ও আকৃতি একই সাথে সাইজ বুজতে হবে সাইকেল কেনার আগে যাতে আপনার সাথে সামাঞ্জস্যপূর্ণ হয়। নিজের শরীরের উচ্চতা, শরীরের বিভিন্ন স্তরের মাপ, ধড়ের লম্বা এবং বাহুর লম্বা মাপ জানাটা আবশ্যক। আর আপনার উচ্চতা মাপার আগে অবশ্যই জুতা খুলে নিবেন ।
আপনার উচ্চতা ও শরীরের অন্যান্য অংশের সঠিক মাপ জানার পর আপনি আপনার জন্য সঠিক বাইসাইকেল এর সাইজটি বাছাই করতে পারবেন যা চালনা করা আপনার জন্য আরামদায়ক ও সস্তিদায়ক হবে।
এটি শুরু হয় আপনার কোমর থেকে যেখানে আপনার সাইকেলের সিট টি থাকে।
প্রথম ধাপ-খালি পায়ে পা দুটি ৬-৮ ইঞ্চি ফাঁকা করে দেয়ালে হেলান দিয়ে দাঁড়ান ।
২য় ধাপ- দু পায়ের মাঝে একটি বই দিয়ে দেয়াল ঘেঁষে বইটি আপনার শ্রোণিচক্র পর্যন্ত তুলুন । মেরুদণ্ড সোজা রাখুন। এটা আসলে আপনার বাইকের সিট এর মতো একটি অনুকরণ করে একটি কাজ ।
৩য় ধাপ- ৩য় কোন ব্যাক্তিকে বইটির উপর বা মেরুদণ্ড হতে ফ্লোর পর্যন্ত মাপ নিতে Inseam এর মাপ বুঝতে ভিডিও টি দেখুন
http://productreviewbd.com/%E0%A6%95%E0 … %E0%A6%A8/
জীবনে না চালালাম সাইকেল, না চালালাম স্কুটি, জাতি কি আমায় মেনে নেব ।
প্রজন্ম ফোরাম » দৈনন্দিন » প্রসঙ্গঃ বাইসাইকেল
০.০৭১০২৯৯০১৫০৪৫১৭ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৬.৫৪০৮৭৯৫৪৮৬০৫ টি কোয়েরী চলেছে