টপিকঃ ফার্স্ট ডেইট টিপস!!!! টু অল নিউবিস (১)
অনেকদিন ফোরামে হালকা পাতলা টাইপ একটা লেখা দিবার ইচ্ছা.. কিন্তু কোনো টপিক মাথায় আসছিলো না.. প্রতিবারই টপিক বের করার সময় আমি আগে চিন্তা করি রিডারের বেনেফিটস.. তো এবার ভাবলাম ফোরামের নিউবি প্রেমিকদের জন্য কিছু লেখি.. যেহেতু ফোরামে মেজ্যরিটি ছেলে তাই ছেলেদের জন্যই লিখছি..
... ধরে নেই, আপনি একজনকে যথেষ্ঠ ইমপ্রেসড করেছেন। যার সাথে আপনার কিছুটা চেনাজানা হয়ে গেছে ইতিমধ্যেই। এমনকি দুইজন একমত হয়ে ঠিকও করে ফেলেছেন কোথাও দেখা করবেন.. এটা হতে পারে লিখিত ফার্স্ট-ডেইট অথবা হতে পারে অলিখিত.. ধরুন যদি আপনি আপনার অফিসের কলিগকে ইনভাইট করে থাকেন আই মিন এমন কাউকে যাকে আপনি আগে থেকেই চিনেন তবে এখন ইনভাইট করেছেন অন্যভাবে চেনার জন্য সেটাকে বলা যেতে পারে অলিখিত। আবার এটা হতে পারে লিখিত যেটা ডেফিনিটলি দুইজনের জন্যই বেশ এক্সাইটিং এবং প্রমিসিং কারণ কেউ কাউকে আগে থেকে চিনেন না অতটা ভালো করে.. সে যেই ধরনেরই ডেইট হোক না কেন আপনারা দুইজনই জানেন আজকের ডেইট থেকে কে কি এক্সপেক্ট করছেন.. তাও কিছু টিপস তুলে ধরি ছেলেদের জন্য যেগুলা হয়তো আপনার ফার্স-ডেইট এক্সপিরিয়েন্স অসাধারণ করে তুলতে সাহায্য করবে
১. প্লেইসিং!!!
জায়গা ঠিক করা খুবই ইম্পর্টেন্ট ফার্স্ট ডেইট এর জন্য। এক্ষেত্রে অলওয়েইজ মনে রাখবেন আপনাকে অপশন দেয়ার কথা বলা হলে আপনি পাবলিক প্লেইস প্রেফার করার চেষ্টা করবেন। যদিও জায়গা নিরিবিলি হলেও খারাপ না, তবে আমাদের লক্ষ্য হচ্ছে মেয়েটিকে সবদিক থেকে সেইফ ফিল করানো। সুতরাং ভুলেও নিজ থেকে জায়গা চ্যুজ করতে যাবেন না.. সে যে প্লেইস এ সেইফ মনে করবে সেটাতেই রাজী হয়ে যান। এর জন্য আপনাকে যদি ১০০ মাইলও ড্রাইভ করা লাগে .. গো এহেড
২. টাইমিং!!!
কোনো এক্সাম দেয়ার আগে যেমনটি সিরিয়াসলি নেন টাইমের ব্যাপারটা তেমনটি এক্ষেত্রেও টাইমিং নিয়ে সিরিয়াস হতে হবে.. তবে একটা পার্থক্য হলো আপনি খুব বেশী আগে গিয়ে এক্সাম হলে গিয়ে বসে থাকার মতো ওয়েইট করে নিজেকে লেইম বানাবেন না.. রিজনেবলি ১০ মিনিট আগে পৌঁছে যাওয়াই সেইফ। নিডলেস টু সে যে যেখানে আছেন সে সেখানকার ট্র্যফিক সম্পর্কে আইডিয়া নিয়ে বের হবেন।
৩. ক্লদিং!!!
জামাকাপড় আসলে ডিপেন্ড করে কোথায় দেখায় করছেন বা আপনাদের একটিভিটি কি হতে যাচ্ছে.. একসাথে আউটডোরে কিছু করার প্ল্যন নিয়ে গেলে নিশ্চয়ই আপনি স্যুটেড-ব্যুটেড হয়ে যাবেন না। আর এমনিও আজকাল কেউ অতো ফরম্যল সেজে ডেইটে যায় না। তাই কিপ ইট লাইট এন্ড সিম্পল! পারলে জেনে নিন তার পছন্দের কালার এবং সেই কালার বেছে নিন আপনার শার্ট বা প্যন্টস এর জন্য..
৪. আইয়িং!!!
স্টপ আইয়িং.. সিরিয়াসলি.. ভুলেও অন্য কোনো মেয়ের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকতে যাবেন না সে যতই সুন্দরী হোক এমনকি ওয়েইট্রেসের দিকেও না। আর যার সাথে দেখা করতে এসেছেন তার দিকে তাকাবেন সংযত ভাবে অবশ্যই। যে কোনো দেশের যে কোনো কালচারের মেয়ের জন্য এটা অনেক ইম্পর্টেন্ট। সে কতটা মডেস্ট তার ড্রেস নিয়ে সেটার বেসিসে আপনার দৃষ্টিভংগি বদলানোর প্রয়োজন নেই.. কারণ আপনার দৃষ্টিভংগি অনেক কিছুর ইংগিত দিতে পারে। সুতরাং, বি এওয়্যর! আই কন্ট্যক্ট ঠিক রেখে চেষ্টা করুন কনভার্সেশন চালিয়ে যেতে যদিও নার্ভাসনেসের কারণে এটা হয়ে উঠেনা সবসময় তবে - গিভ ইয়োর বেস্ট!
৫. কনভার্সিং!!!
হয়তো এর মধ্যেই আপনাদের সেই আকাংখিত মূহুর্তটি চলে এসেছে দুইজন বসে আছেন একে অপরকে জানার জন্য বা একসাথে কিছু ভালো সময় কাটানোর জন্য। এবার শুধু কনভার্সেশন শুরু করার পালা। ব্রেক দ্য আইস, দরকারে কি দিয়ে শুরু করবেন সেটা বাসা থেকে প্র্যক্টিস করে যেতে পারেন। নাহলে ইনস্ট্যন্ট যে কোনো ঘটনার সূত্রে কথা শুরু করে দিতে পারেন। তবে যাই বলুন খেয়াল রাখবেন কনভার্সেশন যাতে চলতেই থাকে.. কিপ ইট গোয়িং! লেইম জোক মনে আসলে সেটাও থ্রো করতে পারেন। তাও অকওয়ার্ড কোনো সাইলেন্স যাতে আপনাদের মুড নষ্ট না করে দেয়। কি কি প্রশ্ন করবেন সেটা আগে থেকে মাথায় থাকলে সেগুলা দিয়ে কনভার্সেশন ভালই চালিয়ে রাখতে পারবেন তবে খুব বেশী পার্সোনাল কিছু জিগেস না করাই বেটার। নিজের মনে একটা লাইন ড্র করে নিন এবং সে অনুযায়ী কথা চালিয়ে যান.. যদি নিজে বলার খুব বেশী স্কোপ না পান মন দিয়ে শুনে যান, কোনো ভাবেই এটেনশন এদিক ওদিক দিয়ে কনভার্সেশন নষ্ট করবেন না।
দুই একটা কম্প্লিমেন্ট করতে ভুলবেন না যেন ট্রাস্ট মি ইট হেল্পস!!!
৬. বিইং জেন্টল!!!
ভদ্রতার কোনো অল্টারনেটিভ নেই! প্রত্যেক স্টেপে জেন্টল থাকার চেষ্টা করুন। সেজন্য পায়ের উপর পা তুলে বসে থাকলেই হবে না.. আপনাকে একটু এক্টিভ হতে হবে। ধরুন একসাথে ঢুকার সময় গেইট খুলে একটু ওয়েইট করা। একই ভাবে বের হবার সময় এমনকি গাড়িতে উঠবার সময় গেইট খুলে দেয়া। বসার জন্য সিট এগিয়ে দেয়া এছাড়া আরো অনেক ধরনের টুকিটাকি ম্যনার আছে যেগুলা ফলো করলে অনেকেই ইমপ্রেসড হয়। আর খাবার টেবিলের ম্যনার না হয় নাই বললাম আশা করি এইটুক ভদ্র আজকাল বেশীর ভাগ ছেলেরাই। ওভারঅল ভদ্রতার এখনও দাম আছে সুতরাং বি জেন্টল এন্ড নাইস!
বাকিটা পরের পর্বে.. আর বোর করলাম না হালকা টপিক দিয়ে.. আহারে ফোরামে একসময় অনেক প্রেমিক ছিলেন.. আজ তারা আইদার বিবাহিত নাহলে এংগেইজড!
এইসব কোনো টিপসই ডেফিনিটিভ না.. সব কিছুই আপনার স্মার্টনেস এর উপর নির্ভর করে.. তবে এগুলা মাথায় রেখে কাজ করতে পারলে সফল হবার পসিবিলিটি বেশী.. তাও এরজন্য কোনো সমস্যার সম্মুখীন হলে লেখক দায়ী না.. এবং লেখকের এক্সপিরিয়েন্স সম্পর্কে কোনো প্রশ্ন বা সন্দেহ করুন at your own discretion