২১

Re: CSE সাবজেক্ট এর ডিমান্ড কি রকম??

প্রথমেই বলি আপনার প্রশ্নটা একটা ভুল প্রশ্ন, যদিও ইতিমধ্যে অনেক অভিজ্ঞ ভাইরা অনেক সুন্দর  সুন্দর পরামর্শ দিয়েছেন আমি আমার ছোট্র পরীসর জানা শোনাই বলি

* ডিমান্ড = চাহিদা হলেও কর্মক্ষেত্রে একে মুল্যায়ন হিসাবেই গণ্য করা হয়।
আজকাল যেমন ভার্সিটির অভাব নাই তেমনি অভাব নাই ইঞ্জিনিয়ারদের । আজ ঘড়ে ঘড়ে ইঞ্জিনিয়ার।ঠিক একইভাবে দেশে এবং দেশের বাইরে চাকরিরও অভাব নাই। অভাব যেটার সেটা হল দক্ষ ইঞ্জিনিয়ারের।
আপনি যে সাবজেক্টেই পড়েন না কেন , সময় নষ্ট না করে ভালভাবে পড়ুন দক্ষতা অর্জন করুন এক কথায়
ইঞ্জিনিয়ার না এক্সপার্ট হয়ে উঠুন , চাকরি আপনাকে খুঁজতে হবে না চাকরিই আপনাকে খুঁজবে। নতুবা.........
* কোথায় পড়বেন ?
সব ভার্সিটির খরচ কিন্ত এক রকম না । তাই আপনার সামর্থের ভিতরে যদি থাকে তাহলে আমি প্রথমেই বলব AIUB এর কথা , কারণ এখানকার শিক্ষক মন্ডলী অনেক ভাল এবং হেল্পফুল। এর পর AUST

মানুষ মাত্রই মরন শীল , কিন্ত নশ্বর নয় ।।

২২

Re: CSE সাবজেক্ট এর ডিমান্ড কি রকম??

IUBAT টা কেমন ?

২৩

Re: CSE সাবজেক্ট এর ডিমান্ড কি রকম??

শিমুল লিখেছেন:

IUBAT টা কেমন ?

খারাপ না , ভালই তো।বিশেষ করে এদের ক্যাম্পাস আর বাস সার্ভিসটা দারুন লাগে ।

মানুষ মাত্রই মরন শীল , কিন্ত নশ্বর নয় ।।