Re: বাংলাদেশ বনাম শ্রীলংকা ক্রিকেট সিরিজ-
দিনশেষে Bangladesh 438/4 (136.0 ov)
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » ক্রিকেট » বাংলাদেশ বনাম শ্রীলংকা ক্রিকেট সিরিজ-
দিনশেষে Bangladesh 438/4 (136.0 ov)
বাংলাদেশ রকস আশরাফুল, মুশফিকরে থাম্বসয়াপ
আশরাফুল আর মুশি দুজনেরই জোর সম্ভাবনা আছে ডাবল সেঞ্চুরি করার...কাল যদি লাঞ্চ পর্যন্ত এরা টিকতে পারে তাহলে ৫০০+ রান আমরা স্কোরবোর্ডে আশা করতেই পারি
বাংলাদেশের এই পারফরম্যান্স অবিশ্বাস্য, বিশেষ করে আশরাফুলের; সে অনেকদিন ধরে দলের বাইরে। এটাই ছিল কিছু করে দেখানোর সুযোগ। যদি ধারাবাহিকতা বজায় রাখে তাহলে আশরাফুলের পাশাপাশি নতুন এক বাংলাদেশকে দেখবে ক্রিকেট বিশ্ব।
মিডিয়ার প্রতি অনুরোধ, একটা ইনিংস ভাল করলেই যেন প্রশংসার স্তুতি শুরু না হয়। ওকে বুঝতে হবে বর্তমান বয়সে ধারাবাহিক না হলে দলে টিকে থাকা অসম্ভব।
এমন অনেক বার হয়েছে। কিন্তু ৯৯% বারেই দেখিছি, প্রথম সেশনেই অল আউট। আগামীকাল যেন এমন টা না হয় তার প্রত্যাশা।
বাংলাদেশ চমৎকার খেলছেন
(প্রথমেই বাংলাদেশ আরো ভালো করতো যদি রাজ্জাক দলে থাকতো)
দিনের প্রথম সেশন ভালো ভাবেই কাটলো।
ভালো হয়েছে আশরাফুল ডাবল সেঞ্চুরী না পাওয়াতে। আগামী ১০ ম্যাচে সে মোট ৫০ রান করবে কিনা তা নিয়ে আমার সন্দেহ আছে।
খেলার খবরে মনটা খুব ভাল লাগছে
অনেক শুভকামনা টাইগারদের জন্য
মুশফিকের LBW কোন ভাবেই মানা যায় না, বল লেগ স্টাম্পে লাগতো কিনা সন্দেহ
মুশফিক(২০০) আশরাফুল(১৯০), ২ জনেই ভাল খেলেছে। আশরাফুল মনে হয় আগের আশরাফুল নাই । এ বছর ৪ টা সেঞ্চুরি করেছে ।
মুশফিক,আশরাফুল এবং নাসিরকে অভিনন্দন।টাইগারদের সংগ্রহ হলো ৬৩৮,ওয়েলডান টাইগার।
মুশফিকুর, আশরাফুল ও নাসির হোসেনকে অভিনন্দন! বাংলাদেশের বড় সংগ্রহের পিছনে এদের অবদান মুখ্য...সাবাশ টাইগার!
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » ক্রিকেট » বাংলাদেশ বনাম শ্রীলংকা ক্রিকেট সিরিজ-
০.০৫৫০৭৮০২৯৬৩২৫৬৮ সেকেন্ডে তৈরী হয়েছে, ৬২.২৫৩৫৫১৬৬৩৫৩৬ টি কোয়েরী চলেছে