টপিকঃ বলে কি, শাহবাগ কি ছাত্রলীগ আর সমামনা সংগঠনের আন্দোলন
জয় মনে করেন আগামী নিরবাচনে তারা জয় লাভ করবে, তিনি নিশ্চিত - ভালো কথা তবে তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে তো আর ভয়ের কিছু নেই
শাহবাগ কি ছাত্রলীগ আর সমামনা সংগঠনের আন্দোলন?
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » দৈনন্দিন » চায়ের কাপে ঝড় » বলে কি, শাহবাগ কি ছাত্রলীগ আর সমামনা সংগঠনের আন্দোলন
জয় মনে করেন আগামী নিরবাচনে তারা জয় লাভ করবে, তিনি নিশ্চিত - ভালো কথা তবে তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে তো আর ভয়ের কিছু নেই
শাহবাগ কি ছাত্রলীগ আর সমামনা সংগঠনের আন্দোলন?
এ ব্যাপারেতো কোন সন্দেহ নাই
হকা ভাইয়ের কমেন্টে লাইক না দিয়া পার্লাম না। উনারা যে কোন কাপড়ের তৈরী ত্যানা ইউজাইতেছে ,আল্লাই মালুম
কি ব্যাপার মাইনাস দেওয়াতে কি স্বজন প্রীতি হচ্ছে নাকি??
সারিম ভাইয়ের মাইনাস কই??
শাহবাগ কি ছাত্রলীগ আর সমামনা সংগঠনের আন্দোলন?
না , তবে তাদের উপস্থিতি লক্ষণীয় , এটা দোষের কিছু না , যারা যারা তাদের সমর্থন দিচ্ছে তাদেরি সেখানে উপস্থিতি লক্ষ করা যাচ্ছে , কেবল BNP আর জামায়াতে ইসলাম ব্যাতীত।
আজকে তো দেখলাম, গণজাগরণ মঞ্চ থেকে বিএনপিকে আহবান জানানো হয়েছে আন্দোলনের সাথে একাত্ম হওয়ার জন্য।
শাহবাগের মঞ্চে ছাত্রলীগকে দেখলে আশাহত হই, কিন্তু তাদেরকে দোষ দিতে পারি না। এতো বড় একটা গণজমায়েতে তারা নিজেদের প্রাধান্য বিস্তার করার চেষ্টা করবে - এটাই স্বাভাবিক। মঞ্চের নেতারা হয়তো ছাত্রলীগকে আরেকটু দূরে রাখতে পারতেন, কিন্তু তাদের অনেকেই আওয়াসী ভাবধারার। তাছাড়া যতদিন ছাত্রলীগ ওখানে অন্যায় কিছু না করছে ততদিন তাদেরকে ঠিক কোন অযুহাতে সরানো হবে?
বরং বলা যায় বিএনপি যুদ্ধাপরাধীদের পক্ষ নেওয়াতেই ছাত্রলীগ শাহবাগে কর্তৃত্ব করতে পারছে। ছাত্রদলও যদি প্রথম থেকে শাহবাগে যেত, তাহলে তো আর এরকম হতো না। সুতরাং দোষ যদি কারও থেকে থাকে সেটা বিএনপিরই।
শাহবাগের মঞ্চে ছাত্রলীগকে দেখলে আশাহত হই, কিন্তু তাদেরকে দোষ দিতে পারি না। এতো বড় একটা গণজমায়েতে তারা নিজেদের প্রাধান্য বিস্তার করার চেষ্টা করবে - এটাই স্বাভাবিক। মঞ্চের নেতারা হয়তো ছাত্রলীগকে আরেকটু দূরে রাখতে পারতেন, কিন্তু তাদের অনেকেই আওয়াসী ভাবধারার। তাছাড়া যতদিন ছাত্রলীগ ওখানে অন্যায় কিছু না করছে ততদিন তাদেরকে ঠিক কোন অযুহাতে সরানো হবে?
বরং বলা যায় বিএনপি যুদ্ধাপরাধীদের পক্ষ নেওয়াতেই ছাত্রলীগ শাহবাগে কর্তৃত্ব করতে পারছে। ছাত্রদলও যদি প্রথম থেকে শাহবাগে যেত, তাহলে তো আর এরকম হতো না। সুতরাং দোষ যদি কারও থেকে থাকে সেটা বিএনপিরই।
অনেক সরলভাবে বলে ফেললেন বাট বাস্তবতা অনেক ভিন্ন!
Mr Amu ... দয়া করে এর পর থেকে বিবেচনা করে দেখবেন । এই বার কিছু বললাম না ।
শাহবাগের মঞ্চে ছাত্রলীগকে দেখলে আশাহত হই, কিন্তু তাদেরকে দোষ দিতে পারি না। এতো বড় একটা গণজমায়েতে তারা নিজেদের প্রাধান্য বিস্তার করার চেষ্টা করবে - এটাই স্বাভাবিক। মঞ্চের নেতারা হয়তো ছাত্রলীগকে আরেকটু দূরে রাখতে পারতেন, কিন্তু তাদের অনেকেই আওয়াসী ভাবধারার। তাছাড়া যতদিন ছাত্রলীগ ওখানে অন্যায় কিছু না করছে ততদিন তাদেরকে ঠিক কোন অযুহাতে সরানো হবে?
বরং বলা যায় বিএনপি যুদ্ধাপরাধীদের পক্ষ নেওয়াতেই ছাত্রলীগ শাহবাগে কর্তৃত্ব করতে পারছে। ছাত্রদলও যদি প্রথম থেকে শাহবাগে যেত, তাহলে তো আর এরকম হতো না। সুতরাং দোষ যদি কারও থেকে থাকে সেটা বিএনপিরই।
আপনার সাথে কিছুটা দ্বিমত পোষন করছি - একটি জায়গায় আর তা হলে - এই মঞ্চের সৃস্টি হয়েছে সরকার কাদের মোল্লাকে ফাসিঁর রায় দিতে পারে নি বলে, জনগন সরকারের এই রায়ের বিরুদ্ধেই মাঠে নামে, সরকার যদি ফাসিঁর রায় দিতো তবে তারা হয়তো মাঠে নামতো না, তারা মাঠে নেমেছে সরকারের দেয়া রায়ের বিরুদ্ধে - আবার সরকার তাদেরকে সমর্থনও জানায় -
আবার সরকার এইসব মঞ্চে গিয়ে তাদের আগামী প্রার্থীকে পরিচয় করিয়ে দিচ্ছে, ভোট চাচ্ছে - তার মানে সরকার এই গনজারনকে রাজনীতির ভোটের সিড়ি হিসাবেই ভাবছেন? এ খা নে দেখুন
আর বিএনপি একটি রাজনৈতিক দল, তাদের ভোটরের জোটে আছে জামাত তাই তারা রাজনৈতিক ব্যানারে এই আন্দোলনকে সমর্থন জানাতে পারছেনা - এতে করে জাতাতের সাথে তাদের ভোটরের সম্পর্ক নস্ট হবে
যেমনটি দেশের বিভিন্ন দল যখন স্বৈরাচার দিবস বা নুরহোসেন দিবস পালন করে এরশাদের বিরুদ্ধে সেখানে মহাজোট সরকারী দল দলীয় ভাবে সেই কর্মসুচির সর্মথন জানাতে পারে না - কারন এরশাদ এখন মহাজোটের একাংশ
রাজনীতিতে নীতি বলে কোন কথা নেই !!!
কি ব্যাপার মাইনাস দেওয়াতে কি স্বজন প্রীতি হচ্ছে নাকি??
সারিম ভাইয়ের মাইনাস কই??
জনাব/জনাবা ফায়ারফক্স,
ফক্স মানে তো শিয়াল যার কাজ মুরগী খোজা, সবারে সে ভাবে মুরগা মুরগি
আর শেয়ালের কাছে মুরগার গল্প ছাড়া আর কিইবা আসাকরা যায়
আর আপনাদের দল সর্মথন না শোবার ঘরে মানুষ খুন হয়, রাস্তায় গুম হয়, আর রাজপথে গুলি, আর ফৈারামে এলে মাইনাস............চালিয়ে জান এর নামই তো গনতন্ত্র , কেহ কিছু লিখলে জোট বদ্ধ হয়ে (৩/৪জন) শুরু হয় মাইনাস, কিন্ত তারা সেই বেকই কাজ করলে - মারহাবা ..........
আমাকে একই পোস্ট কয়ৈক জায়গায় পোস্ট করার পর সবাই বলৈছে আমি নাকি স্পাম্পিং করছি, সে জন্য আমাকে ৪/৫টা মাইনাস দিছে, আমি একটা দিলঅম সমস্যা কোথায়? তাও আবার কত্তুপক্ষ তুলে নিয়েছেন
কেবল BNP আর জামায়াতে ইসলাম ব্যাতীত।
হায়রে আমার না হয় টিনের চশমা নেই যাদের আছে তারাও দেখেন না
স্বয়ং সরকারী দল জাতীয় পার্টি কবে সেখানে গিয়েছিলো? তার উপর সরকারীদল জাতীয় পার্টির এরশাদ কি বলেছে শাহবাগ সম্পর্কে তা শেয়ার করছি - - শাহবাগিদের ধৃস্টতা মেনে নেয়া যায় না: এরশাদ
@amu ভাই আগে ফায়ারফক্সের মানে জানেন, তারপর মুরগা মুরগির গল্প করেন।
আমাকে ৪/৫টা মাইনাস দিছে, আমি একটা দিলঅম সমস্যা কোথায়? তাও আবার কত্তুপক্ষ তুলে নিয়েছেন
@amu ভাই কুনু সমাসসা নাই ! আপনে জুতু খুহি মাইনাস দিতে রুহুন । পারলে কত্তুপক্ষরে গুতাকতক তরতাজা মাইন-আস দিয়েন !! আপ্নের মাইন-আস পেলাস কইরা দিচে ?(!) ইত্ত বর ঘুতুনা !! ?
@amu ভাই আগে ফায়ারফক্সের মানে জানেন, তারপর মুরগা মুরগির গল্প করেন।
![]()
আমি করি নাই তিনি করছেন
আশিকুর_নূর লিখেছেন:@amu ভাই আগে ফায়ারফক্সের মানে জানেন, তারপর মুরগা মুরগির গল্প করেন।
![]()
আমি করি নাই তিনি করছেন
আমি তো আপনারেই বললাম, আপনিই তো মুরোগ মুরগি নিয়া আসলেন। ফায়ারফক্স মানে শিয়াল তাও নিয়া আসলেন
আজকে দেখুন বিনা কারনে বিনা মিছিলে বিনা হরতালৈ কিভাবে পুলিশ করছে বিরোধী দলীয় বড় বড়গ নেতাদের লক্ষ করে ? আজকের অনলাই পতিকায় প্রকাশিত হচ্ছে খবরটি
ফক্স মানে তো শিয়াল যার কাজ মুরগী খোজা, সবারে সে ভাবে মুরগা মুরগি
একজন সহফোরামিকের নিক নিয়ে এমন অভদ্র মন্তব্য করাটা কোন ভদ্রযোচিত কাজ বলে আমি মনে করি না।
@amu
আপনার জন্য করুণা হয়!!
ভাল করে দেখুন বুঝুন।
আপনার কথা জানি না কিন্তু আমাকে কোন দল খাওয়ায় না পরায় না বা নেটের টাকাও দেয় না
মনে হয় আপনিও কোন দল মত থেকে অর্থ পান না!!
তাহলে কেন তাদের প্রতি আনুগত্য??
যদি তারা ভাল কাজ করত তাও একটা কথা ছিল
নিজের বিবেকের কাছে কি জবাব দেন??
সংবাদ বিশ্লেষন সংবাদের কোন বিশ্লেষন না করে - কোন সংবাদের লিংক না দিয়ে শুধু মাত্র একটি ব্লগের লেখা কপি পেস্ট - তার উপর ডিকলারেশন দিয়ে প্লাস সম্মাননা - কত টুকু যুক্তি যুক্ত
হাজারো ফোরামের ভিতর এই ফোরামটিকেই ভেবেছিলাম - স্বাধীন একটি ফোরামে, কিন্ত ভাবনা তো ভাবনাই, সকল ফোমামের সদস্যদের বলছি, আপনারা আমার পোস্ট দেখুন আর আমকে দেওয়া মাইনাস গুলো দেখুন, তবেই বুঝবেন এটা রাগের বশবর্তী হয়ে দেওয়া - ২/৩ জনের কাছে এই ফোরাম কি জিম্মি? তারা তাদের ইচ্ছা মত প্লাস মাইনাস দিয়ে চলেছে, সরকারীদলের বিরুদ্ধে কিছু লিখলেই মাইনাস, সেই ২/৩ জন যদি কেহকে মুরগা বলে তাকে মাইনাস দেওয়া হয় না, তারা যদি ব্যাক্তিগত আক্রমন করে তাদেরকে মাইনাস দেয়না, কেহ তাদেরকে মাইনাস দিলে উলটা তার মাইনাস অপসারন করা হয়, কারনে অকারনে তাদের জোটের একজন আরেকজনকে প্লাস দেয়
এর চেয়ে ভালো এই ফোরাম থেকে অন্য দলের সমর্থক সবাই অপমানিত হবের আগে চলে যাওয়া ...................তাই আমিও তাদের প্রতি তীব্র ঘৃনা জানিয়ে ফোরাম থেকে বিদায় নিলাম - আজ আমি যাচ্ছি কাল আপনাকেও জেতে হবে - আমাকে কি ব্যান করবে আমিই চলে গেলাম ঘৃনা জানিয়ে - এটা দলীয় ফোরাম
প্রজন্ম ফোরাম » দৈনন্দিন » চায়ের কাপে ঝড় » বলে কি, শাহবাগ কি ছাত্রলীগ আর সমামনা সংগঠনের আন্দোলন
০.০৭২৪০৮৯১৪৫৬৬০৪ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৩.৪৯৬৫০৭২০২৭১৩ টি কোয়েরী চলেছে