টপিকঃ verified paypal account in bangladesh
কেমন আছেন সবাই ? আশা করি ভাল আছেন।আমি আব্দুল্লাহ, আমি পেশায় একজন software developer,আজ আমি verified paypal account নিয়ে কথা বলব।আমরা জানি যে verified paypal আমাদের কত টা জরুরী।verified paypal account ছাড়া online এ কেনাকাটা,domain & hosting কেনা কিংবা online এ কোনো ব্যবসা করা প্রায় অসম্বভ।
কিত্তু আমরা যে বাজ্ঞালী তাই সবকিছুই বিকল্প খুজি কিত্তু আমরা যে verified paypal account এর বিকল্প পথ গুলা জানি তা চিরস্তাহি নয়
,আমরা মুলত ২ ভাবে verified paypal account খুলে থাকি তা হল 1- ETRADE এ account খুলে, 2-varsual credit card বা (VCC) এর মাধ্যমে।
কিত্তু এইগুলো দিয়ে paypal account খুললে paypal account verified ঠিক দেখা যাবে কিত্তু আসলে verified হবে না। কারণ এগুলো fake।।। আর paypal কখনো কোনো fake verified way support করে না।কিত্তু paypal আপনার account সাথে সাথে block করবে না। যখনই কোনো লেন-দেন কিংবা online এ কোনো কিছু Buy Sell করবেন যেমন- domain কিংবা hosting কিংবা কোনো products, ঠির তার কিছুক্ষন পরেই দেখবেন যে your paypal account as been suspended or limited!!!এই রকম একটি লেখা।
আমার মনে হয় আমরা সবাই কম-বেশি এরকম কষ্ট পেয়েছি!!!
আরো কষ্টর কথা এই যে আমাদের dollar গুলো না ওঠানো গেল না খরছ করা গেল।আজ ও হয়তো আমরা আমাদের limited হওয়া paypal account আর আমাদের paypal account এর dollar গুলো দেখি আর আজ ও কাদি! !!
কিত্তু কাদা-কাদির দিন শেষ। কিভাবে??? বলছি না sorry লিখছি!
!!!!!!!!
অনেক দিন ধরেই paypal account আমাকে অনেক অনেক অনেক কাদায় ছে!!! আমি কাদতে কাদতে বালিস কোলবালিস বিছানা বিজায় ফেলছি কারন আমার প্রায় 719.55 US Dollar সহ paypal account limited হয়ে গেছে।আমি এখন কি করব কিছুই বুঝতে পারতেছি না।এরকম করে প্রায় 10-12 দিন কেটে যায়।হঠাৎ বিকালে আমার মামা আমার আম্মুকে কল দেয় ।এর আগে paypal নিয়ে মামার সাথে কোন কথা হয়নি, কিত্তু আজ মামাকে সব খুলে বলি।আমার মামা USA এর New York state এ থাকে এবং US Meta Bank Ltd এ job করে এবং আমার মামা U,S,A এর citizen। মামাকে সব খুলে বলার পর আমার মামা বলে দুররররররর এটা কোনো সমস্যা হলো আমি তোর limited হওয়া paypal balance আমাদের Bank দিয়ে withdrew করে দিতেছি আর তোর কোনো ফ্রেন্ড এর verified paypal account লাগলে বলিস verified paypal account খুলে দিব আমার Bank থেকে ।
পরে আমার মামা আমার paypal এর balance withdrew করে cash করে পাঠায় দেয় আমার bank account এ।
এত গেল আমার জীবন এর কাহিনী।আমি চাই আমার মতো এরকম কাহিনী আর না ঘটুক।এটি কোনো ব্যবস্যা উদ্দেস্য নয় এটি আমার উদ্দেস্য যে যাদের আমার মত paypal account limited হওয়ার কারনে dollar তুলতে পারছেন না কিংবা verified paypal account এর অভাবে online এ ব্যবস্যা শুরু করতে পারছেন না তারাই আমার সাথে যোগাযোগ করুন,,,
contact this website=