Re: (আপডেটেড-২) আমার ভাগ্নের আকা কয়েকটি ছবি
ছবিগুলি অতিচমৎকার এঁকেছে
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » চারুকলা » (আপডেটেড-২) আমার ভাগ্নের আকা কয়েকটি ছবি
ছবিগুলি অতিচমৎকার এঁকেছে
ছবি গুলো অনেক সুন্দর
আরে ভাগিনাতো অনেক সুন্দর ছবি একেছে
ভুল/আজগুবি বানানের কারন পেলাম
ওর ভার্সিটি ব্যাগের বানান কপি-পেষ্ট মেরেছে
জুম করুন
খুব সুন্দর এঁকেছে । আমারও এমন আঁকার স্বাদ জাগে মনে
চমৎকার হয়েছে।
দারুন হয়েছে ভাই...।।
চমৎকার আঁকে! পিচ্চিদের হাত এরকম প্রফেশনাল হয় না সাধারণত! ওদের মধ্যে একটু নবীশ নবীশ ভাব থাকে! কিন্তু আপনার ভাগ্নে সত্যিই প্রফেশনালদের মত আঁকে!
লোল পিচ্ছি বলে।
আর্জেন্টিনিয়ান।
আর্জেন্টাইন
সে তো একাউন্টিং এ পড়তে চায়।
আর্ট আর লেখাপড়া সে আলাদা ভাবে দেখে।
অবসরে সে পেইন্টিং করে।
এখানেই আমাদের সমস্যা প্যশন একটা নিয়ে কিন্তু চাকরীর জন্য পড়াশোনা করি আরেকটা নিয়ে। টাকার থেকে নিজের প্যশনের ভ্যলু অনেক বেশী আমার মতে
invarbrass লিখেছেন:আর্জেন্টিনিয়ান।
আর্জেন্টাইন
ঠিকই ধরেছেন। আর্জেণ্টাইন-ই কারেক্ট হবে। আর্জেন্টিনিয়ান-ও প্রচলিত - তবে এটা ভুল।
সুখবর ভাগ্নে অবশেষে একটা ইউনিতে বিবিএতে এ চান্স পেয়েছে। জাবির টিচারেরা এত করে বলল সেখানে পড়ার জন্য
শিক্ষক হিসেবে চাকরীর নিশ্চয়তাও ছিল। কিন্তু এত ভাল একেও কেন যেন চারুকলায় পড়ার ইচ্ছা নেই
হয়তোবা চারুকলায় যারা পড়ে তাদের অনেকে বাঁকা চোখে দেখে কিংবা নিজের কর্পরেট ক্যারিয়ার আর্টের ক্যারিয়ারের চেয়ে লোভনীয় বিধায় বিবিএ লাইনেই ঝোঁক।
আমরা সবাই ওকে চারুকলায় পড়ার জন্য অনেক বুঝিয়েছি... কিন্তু মানুষের মন বড় বিচিত্র... ( তাড়াতাড়ি জবে ঢোকার কথা কাউকে দিয়েছে কিনা কে জানে )
এখনও প্রতিদিন একেই চলেছে...
তবে জাবি ছেড়ে আসার সময় বেচারার অনেক ছবি হারিয়ে গেছে... ( ইউনির কিছু বড়ভাই মেরে দিছে...)
আমার ভাগ্নে...
প্রজন্ম ফোরাম » চারুকলা » (আপডেটেড-২) আমার ভাগ্নের আকা কয়েকটি ছবি
০.০৫৮৩০৫৯৭৮৭৭৫০২৪ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৩.৯২৯৬০৬৮৮২৭৬২ টি কোয়েরী চলেছে