টপিকঃ নতুন মডারেটর ...
বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে মডারেটরগণের কাজ অনেক বেড়ে গেছে। কারণ ইদানিং দেখা যাচ্ছে ফোরামের অবস্থা অগের যে কোন সময়ের তুলনায় অস্থিতিশীল। ফোরামের সদস্যসংখ্যা দ্রুত বাড়ছে সেই সাথে পোস্টের সংখ্যাও প্রচুর পরিমানে বাড়ছে। একারণে প্রতিনিয়তই ফোরামের প্রতিটি পোস্টের উপর নজর রাখতে হচ্ছে। যা স্বল্প সংখ্যক মডারেটর দ্বারা সম্ভব নয়। এমতাবস্থায় মডারেশন বর্ডের আলোচনার প্রক্ষিতে নতুন মডারেটর নিয়োগের সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী আমাদের নিয়মিত সদস্য শিপলু ভাইকে নির্বাচন করা হয়। এখন থেকে শিপলু ভাইকে মডারেশন বোর্ডের সদস্য করা হইল।
আশা করি নতুন মডারেটর শিপলু ভাইকে সবাই আন্তরিক সহযোগিতা করবেন।
রক্তের গ্রুপ: B(-)