টপিকঃ এই অলস আমি, শেষমেষ আলসেমি ভাঙ্গিলাম !!
আসসালামু আলাইকুম,
হ্যাঁ, আমি। আমিই তোফায়েল খান। মানুষ হিসেবে চরম আকৃতির অলস হলেও নিরস নই। আমার ব্যাপারে কিছু তথ্য দেওয়ার আগে আলসেমির গল্পটা একটু বলে নিই।
গত ১ বছর যাবত প্রায়ই প্রজন্ম ফোরামের বিভিন্ন টপিকস পড়ি এবং মাঝে মাঝে টুকটাক উপকারী টপিকসগুলোর লিংকও বুকমার্ক করে রাখি। কিন্তু আলসেমি করে নিবন্ধন করা হচ্ছিলো না। এজন্য এই ফোরামের মাধ্যমে জাতীয় আলসেমী পুরষ্কারের দাবি জানাচ্ছি।
নাম : তোফায়েল খান
পেশা: বহুত কিছু। একাধারে শিক্ষকতা, ফ্রিল্যান্সিং, এবং একটি প্রতিষ্ঠানের পরিচালক। ব্লগার পরিচয়টা না হয় বাদই দিলাম।
পড়াশোনা: অল্পবিদ্যা ভয়ংকরী। এইতো ব্যবস্থাপনা (Management) বিষয় থেকে মাষ্টার্স পরীক্ষার প্রস্তুতি চলছে।
ঠিকানা: বন্দীশালা। বর্তমানে থাকি যাত্রাবাড়ীতে কিন্তু আড্ডা মারি খিঁলগাওতে। আমার আস্তানা ওখানেই।
গ্রামের বাড়ী বললে ভয় পেতে পারেন তবুও বলি, কিশোরগঞ্জ।
ফেসবুক : tufaelkhanbd@facebook.com
মোবাইলে কথা বলা পছন্দ করি না। তাই দু:খিত নম্বরটা দিতে পারলাম না।
আশা করি, এর বেশি পরিচিত দরকার নেই। কিছুদিনের মধ্যেই জানাশোনা হয়ে যাবে।