Re: চার্টার্ড একাউন্টেন্টসি
এটা বেশ লোভনীয় কিন্তু আজকাল সবাই বিবিএ এমবিএ এর প্রতি ঝোক দেখা যায় কিন্ত খরচ কম হবার পরেও এটা কেন পড়তে চায় না??
আনার জানা মতে চ্যানেল নাইনের মাদার কনসার্ন বিল্ড ট্রেডার্স এর একজন কর্মকর্তার বেতন ১০ লাখ টাকা। তার মধ্যে উনি নগদ পান ৮ লাখ বাকি ২ লাখ বাসা ভাড়া, একটি গাড়ি, মোবাইল বিল ও অন্যান্যতে কেটে নেওয়া হয়। তিনি কিন্তু সিএ পাস। এবং এই জবের জন্য তাকে বিদেশ থেকে ফিরিয়ে আনা হয়েছে (মানে উনি সিএ করে আমিরাতে ৩ বছর ছিলেন)
সিএ করা নাকি অনেক ধৈর্যের ও পরিশ্রমের। কিন্তু এমন কম খরচ ও লোভনীয় জবের নিশ্চয়তা থাকলে সবার করা উচিৎ
Re: চার্টার্ড একাউন্টেন্টসি
ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ণ ত থ দ ধ ন প ফ ব ভ ম য র ল শ ষ স হ ক্ষ ড় ঢ় য়
ৎ ং ঃ ঁ
Re: চার্টার্ড একাউন্টেন্টসি
খুব সুন্দর তথ্যবহুল টপিক । এখানে একটা কথা বলে রাখি, ভালো ফার্মে মাসিক এলাওয়েন্স উপরের উল্লখিত হারে দিলেও বেশ কিছু ফার্মেই এটা মেইনটেইন করে না
।
Re: চার্টার্ড একাউন্টেন্টসি
দারুন টপিক ধন্যবাদ ভাইয়া।
আগে সিএ পড়ার ইচ্ছা ছিল, কিন্তু আইসিএমএ এর কিছু প্রশ্ন দেখে আর ইচ্ছা নেই। ফিন্যান্স ই আমার কাছে সহজ মনে হয়, দেখি সিএফএ শেষ করতে পারি কিনা।
Re: চার্টার্ড একাউন্টেন্টসি
Re: চার্টার্ড একাউন্টেন্টসি
অসাধারণ একটা টপিক। টপিকের বিষয় বস্তু যেমন সুন্দর, লেখাটাও হয়েছে ভাল। যাদের আগ্রহ আছে তাদের কাজে লাগবে।
মুক্ত কর ভয়। আপন মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়॥"
Re: চার্টার্ড একাউন্টেন্টসি
Re: চার্টার্ড একাউন্টেন্টসি
@সেভারাস ভাই সুন্দর একটা ইনফরমেটিভ লেখার জন্য ধন্যবাদ আপনাকে।
আচ্ছা এমন কি কোন কনডিশন আছে যে সিএ পড়তে হলে অবশ্যই মেজর সাবজেক্ট এ অ্যাকাউন্টিং থাকতে হবে এবং সিএফএর ক্ষেত্রে ফিন্যান্স?
সিএফএর আপডেট এর অপেক্ষায় রইলাম।
Re: চার্টার্ড একাউন্টেন্টসি
অনেক ধন্যবাদ সেভু ভ্রাতা
Re: চার্টার্ড একাউন্টেন্টসি
আচ্ছা ভাই আমার একটি তথ্য দরকার সেটি হলো সিএ এর পাশাপাশি মাষ্টার্স পড়তে কি কোন নিষেধাজ্ঞা আছে নাকি?
বড় এবং উচ্চ হয়ে নিম্নদৃষ্টিসম্পন্ন শকুনের মত হওয়ায় লাভ কি?
Re: চার্টার্ড একাউন্টেন্টসি
সেভারাস ভাই CFA এবং ACCA নিয়েও যদি আলোচনা কতেন তাহলে খুভ উপকার হতো।।
Re: চার্টার্ড একাউন্টেন্টসি
অনেক তথ্যবহুল টপিক । অনেকেরই কাজে আসবে
আর পড়তে মন চায় না........... বহুত পড়ছি
শুধু এমবিএ টার জন্য একটু শখ লাগে পড়তে