টপিকঃ অভিজ্ঞ ভাইদের সাহায্য চাই আমার একটা সফটওয়্যার প্রয়োজন
আমি একটা কোম্পানির ডিস্ট্রিবিউটার। যেখানে আমি শুধু মাত্র ১৫৪ টা আইটেমের প্রোডাক্ট সেল করি। এখন আমি চাই যে আগে থেকে আমি ঐ আইটেল গুলো ডাটা ইনপুট করে রাখব যেমন: রেট, প্যাক সাইজ আইটেম নেম ইত্যাদি……
মনে করেন আমার পার্টি এসে আমার কাছে ১৫৪ টার মধ্যে ৪০ টা নিবে। আমি কিভাবে তা টিক চিহ্ন দিয়ে খুবই তাড়াতাড়ি একটা মেমো করে প্রিন্ট দিতে পারব?????? মেমোতে আমার কম্পানি ইনফরমেশন থাকতে হবে।
ভাই প্লিজ আমাকে ঐ রকম একটা সফটওয়্যার দেন যার ব্যবহার খুবই সহজ।
প্লিজ …