টপিকঃ প্রজন্ম ফোরামের সেরা নির্বাচন ২০১২ - ফলাফল
সবাইকে আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, প্রজন্ম ফোরামের সেরা নির্বাচন ২০১২ -এর ফলাফল প্রস্তুত হয়েছে
নানাবিধ সমস্যার কারণে একটু দেরী হলেও ফলাফল অবশেষে প্রকাশ হতে যাচ্ছে। যারা অংশগ্রহণ করেছেন, তাদের সবাইকে কৃতজ্ঞতা জ্ঞাপন করা হচ্ছে। তাছাড়াও স্বেচ্ছাসেবকেরা যারা নানাভাবে সহায়তা করেছেন, তাদেরকেও অশেষ ধন্যবাদ জানানো যাচ্ছে।
মোট দশটি বিভাগে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়েছিলো। সেখান থেকে ভোটের ভিত্তিতে সংক্ষিপ্ত তালিকা করে চূড়ান্ত মনোনয়নের জন্য মোট দশদিন ভোট নেয়া হয়েছিলো। এই ফলাফলটা প্রাজন্মিকদের প্রদত্ত ভোটের উপর তৈরি করা হয়েছে। এখানে দশটি বিষয়ে সেরাদের বাদে দ্বিতীয় সেরাদেরও উল্লেখ করা হচ্ছে। আসুন জেনে নেই ফলাফল:
১. সেরা মৌলিক রম্য,
মোটর সাইকেল ডায়রি (তার-ছেড়া-কাউয়া) ২৯.৪১% (সেরা রম্যকার ২০১২)
মায়ান ক্যালেন্ডারের শেষ দিন আজঃ এটা নিয়ে প্রাজন্মিকদের গোপন ভাবনা (ডেডলক) ২৫.৪৯% (২য় সেরা ২০১২)
২. সেরা ভ্রমণ কাহিনি,
সেন্টমার্টিন যাত্রা - পর্ব ১ (ফারহান খান) ২৩.৬৮% (সেরা ২০১২ বতুতা-ই-বঙ্গ!)
বাউন্ডেলেদের স্বর্গযাত্রা -২(মেহেদী৮৩) ২১.০৫% (যুগ্ম ২য় সেরা ২০১২)
আমার আসাম যাত্রা - সমাপ্ত (তা-ছে-কা) ২১.০৫% (যুগ্ম ২য় সেরা ২০১২)
৩. সেরা বিবিধ,
ঈশ্বর ও ধর্ম' এবং আপনার বিশ্বাস (Invarbrass & @m0N) ৩৪.৭৮% (যুগ্মভাবে সেরা ২০১২ বিজয়ী)
সেইসব দিনগুলি ...(রাসেল আহমেদ) ৩২.৬০% (২য় সেরা ২০১২)
৪. সেরা বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক লেখা,
(সচিত্র) যুগে যুগে কসমোলজী (ইনভারব্রাস) ২৮.৯৬% (সেরা বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক লেখক ২০১২)
ধারাবাহিক বাংলা ভিডিও টিউটোরিয়াল (এইচটিএমএল>>রিসপনসিভ>>ওয়ার্ডপ্রেস)(রাসেল আহমেদ) ২৩.৯১% (২য় সেরা ২০১২)
৫. সেরা কবিতা,
আবার ছাড়পত্র পেলে(উদাসীন) ২৭.৭৭% (সেরা কবি ২০১২)
সে আসে যদি……(কোথাও কেউ নেই) ১৬.৬৬% (২য় সেরা ২০১২)
৬. সেরা ছড়া,
(ছড়া৪৬) পাত্রী সমাচার)(নাদিয়া জামান) ৩০.০০% (সেরা ছড়াকার ২০১২)
কেও জানেনা কোথায় ওদের শেষ ছিলো(খন্দকার আলমগীর হোসেন) ২০.০০% (২য় সেরা ২০১২)
৭. সেরা গল্প-উপন্যাস,
গোলকের ব্যাস আট ইঞ্চি(তার-ছেড়া-কাউয়া) ৪৩.৭৫% (সেরা গল্পকার ২০১২)
পথে হলো দেখা(উদাসীন) ২৮.১২৫% (২য় সেরা ২০১২)
৮. সেরা রোমাঞ্চ ও রহস্য,
যেলড্রিয়ান প্রহেলিকা(উদাসীন) ৩০.০০% (সেরা রোমাঞ্চ ও রহস্য লেখক ২০১২)
ব্যাখ্যাতীত তথ্য নিয়ে (প্যারানরমাল সিরিজ - এক্টোপ্লাজম)(আহমাদ মুজতবা) ২০.০০% (২য় সেরা ২০১২)
৯. সেরা আলোকচিত্র, এবং
সূর্যাস্ত,সন্ধ্যা এবং রাত....(আমি হিমু) ৪৪.৪৪% (সেরা আলোকচিত্রী ২০১২)
শরত্ ২০১২(pagolmon) ২০.০০% (২য় সেরা ২০১২)
১০.সেরা অংকন ও গ্রাফিক।
ক্ষমতা..... প্রতিবাদ...... প্রতিবাদের প্রতি উদাসীনতা (Arun) ২৪.২৪% (সেরা আঁকিয়ে ২০১২)
নিদ্রিতা - স্বপ্নে তার সাথে হয় দেখা!(উদাসীন) ১৮.১৮% (২য় সেরা ২০১২)
তাছাড়াও আরো দু'টি বিভাগে মনোনয়ন দেয়া হয়েছিলো। ফলাফল দেখুন:
১. সেরা প্রাজন্মিক ২০১২, এবং
Invarbrass ৩৪.০৪% (সেরা প্রাজন্মিক ২০১২)
ছবি-Chhobi ২৯.৭৮% (২য় সেরা ২০১২)
২. সেরা নতুন প্রাজন্মিক ২০১২।
Arun ৬০.৯৭% ( সেরা নতুন প্রাজন্মিক ২০১২)
অমিত০০৭ ২৪.৩৯% (২য় সেরা ২০১২)
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
যারা বিজয়ী হলেন তাদেরকে প্রাণঢালা সংবর্ধনা! যারা বিজয়ী হলেন না, তারা মন খারাপ করবেন না। অংশগ্রহণ করাটাই মূল কথা! আরো লিখতে থাকুন। দেখবেন কাঙ্খিত সাফল্য একদিন ধরা দেবেই দেবে। ভালো থাকুন সবাই।