Re: প্রজন্ম ফোরামের সেরা নির্বাচন ২০১২ - ফলাফল
শারীরিক অসুস্থতার কারনে শুধুমাত্র এই ফোরাম থেকে নয় পুরো আন্তর্জালিক জগৎটা থেকেই ছিটকে গিয়েছি প্রায় মাস চারেক। এর মাঝে কত না কান্ড হয়ে গিয়েছে। প্যানেলভুক্ত হলো লেখা, নির্বাচন হলো, বিজয়ীদের তালিকাও ঘোষিত হলো। আফসোস !!! কোনটাতেই যুক্ত হতে পারিনি।
লেখালেখির হাত তো আর নাই, তবে হাততালি দেবার মতো বিশাল বিশাল গোবদা সাইজের দুই পিস তালু আছে। তিনটা করে প্রথম পুরষ্কার জেতায় ইনভারব্রাস আর লায়ন ভাইকে অভিনন্দন।
দুইজনের কিছু লেখা থেকে এই বছরে আমি বেশ উপকৃত হয়েছি, তথ্য পেয়েছি। আর লেখার মজা/আনন্দটুকু তো বাড়তি পাওনা হিসেবে সবসময়েই ছিলো।
২০১২ সালের বিজয়ীদের প্রত্যেককে ঢাকার সাভারে, আমার বাসায় পাকা ফজলি আম খাবার নিমন্ত্রন রইলো।