Re: প্রজন্ম ফোরামের সেরা নির্বাচন ২০১২ - ফলাফল
বাতাসের সাথে যুদ্ধ!
আই এয়ারবেন্ডিং
ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ণ ত থ দ ধ ন প ফ ব ভ ম য র ল শ ষ স হ ক্ষ ড় ঢ় য়
ৎ ং ঃ ঁ
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » নোটিসবোর্ড » প্রজন্ম ফোরামের সেরা নির্বাচন ২০১২ - ফলাফল
বাতাসের সাথে যুদ্ধ!
আই এয়ারবেন্ডিং
@মেহেদী ভাই মেডেল কেনার ব্যবস্থা নাই??
![]()
মানে কারো দুই তিনটা আছে। সে যদি আমার কাছে বেচে দেয়??
অথবা ডোনেশনের উপর কোন মেডেল নাই??![]()
Earn It অন্তত নিজের যোগ্যতায় কিছু পাওয়ার যে আনন্দ সেটা উপভোগ করতে পারবেন। মেডেল তো এক বছরেই পুরোন হয়ে যাবে। এ্যাপলের মত
বিবিধ তে একটু কনফিউশান আছে নাকি? সেরা বিবিধ ২০১২ শুধু ইনভারব্রাস ভাই একাই জেতেই নি,
ধন্যবাদ, আমি কাজের মধ্যে থাকায় ওই ব্যাপারটি খেয়াল করি নি। শুধু লিস্টের প্রথমজনেরটা আপডেট করে দিয়ে গেছি আর আগেরগুলো পরিমার্জন করেছি। বুঝতেই পারছেন নেহায়েত সহজ কাজ ছিল না। প্রত্যেকের ইনসিগনিয়া
ডকুমেন্টসগুলো যতটুকু দেখেছিলাম মোটামুটি ভালই কাটাছেড়া হয়েছে। প্রথমে ক্রস দেখে একটু অবাক হলেও পরে বুঝতে দেরী হয় নি কান্ডটা কোথায়
যাহোক, সামনে সম্ভবত সরাসরি ভোট দেয়ার ব্যাবস্থা হবে, এইরকম একটা প্রোপোজাল দিয়েছিলামও, ফোরাম আপগ্রেডের সময়টায় হয়তো ইমপ্লিমেন্ট করার প্লান। (কতটা সামনে এটা আমাকে জিগেষ করে লাভ নেই অবশ্য, আমি পিএইচপি তো পুরাই গোল্লা)
ভাইরে আমার মেডেল কই???
পুরা ২০১২ সাল অনুপস্থিতির মেডেল!!!!
Invarbrass বস তিনটা পুরস্কার জেতাতে অনেক খুশি হয়েছি
।
কিন্তু অনেক আশা ছিল কিন্তু সেরা মৌলিক রম্য জিততে পারলাম না
![]()
![]()
![]()
ভাই, অাপনার েতা েদিখ বসেত িদেল শুেত চাওয়ার অবস্থা ।
ভাই, অাপনার েতা েদিখ বসেত িদেল শুেত চাওয়ার অবস্হা ।
ki bhai bangla lekhte paren na naki? ki lekhsen kisui to porte parlam na...
দ্যা ডেডলক লিখেছেন:কিন্তু অনেক আশা ছিল কিন্তু সেরা মৌলিক রম্য জিততে পারলাম না
![]()
![]()
![]()
ভাই, আপনার তো দেখি বসতে দিলে শুতে চাওয়ার অবস্হা ।
আমি বসবো নাকি নাচবো তা আমার ইচ্ছা আপনার কি?
বিজয়ীদের অভিনন্দন
বিজয়ীদের অভিনন্দন
বিজয়ীদের ধন্যবাদ...........। কবিতায় উদাসীন দার কাছাকাছি আমার ভোট দেইখা তো পুরাই টাসকিতো........
ছবিআপির জন্য বেজায় মন খারাফ একটাতেও পাইলেন না
............
যাদের ভোট দিয়েছিলাম তাদের মধ্যে প্রায় সবাই ১ম বা ২য় হয়েছেন। শুধু অংকনে ছবি আপুর.... ও টোটেম এর জন্য যাপিতকে ভোট দিয়েছিলাম অবশ্য তাঁরা এক দুই এ আসেন নি......
সবাইকে ধন্যবাদ! বিজয়ীদেরকে অভিনন্দন!
ইনভার্ব্রাস ভাই ওয়েলকাম ব্যাক...
এখন আমন ভাইএর ফেরার অপেক্ষায়...
বিজয়ীদের ধন্যবাদ...........। কবিতায় উদাসীন দার কাছাকাছি আমার ভোট দেইখা তো পুরাই টাসকিতো........
হ্যঁ, সে তো হবেই! আমার সব ভোট 'অনিকেত' আর 'আবার ছাড়পত্র পেলে' -এর মধ্যে সম্মানিত ভোটাররা ভাগাভাগি করে দিয়েছেন ফলে যা হবার তা-ই হয়েছে
তবে নানান উপায়ে আপনি বেশ ভালো ফাইট দিয়েছেন
যাহোক, আশাকরি সামনের বার আপনারা নতুন কবিরা বেশ ভালো করবেন। আমি সম্ভবত এবারেই শেষ অংশগ্রহণ করছি
আমি সম্ভবত এবারেই শেষ অংশগ্রহণ করছি
তাহলে আর নির্বাচন করার প্রয়োজন নাই...
@উদাসিনদা
আপনিতো দেখি কোল্ড ব্লাডের লোক। কইলেন রাগলে মানুষ থাকেন না কিন্তু ঠান্ডা মাথায়ও আমার একটা কমেন্ট ভুলতে পারছেন না??
আমিতো বলেছি আমি আমার কমেন্ট প্রত্যাহার করেছি। না এই ভাবে একটু মজা করা না গেলে ফোরামে আর আসব না এর চেয়ে বোরিং লাইফই ভাল
আমি সম্ভবত এবারেই শেষ অংশগ্রহণ করছি
কইলেই হইবো নাকি? হুইত!
আর আপনে মিয়া, আমার পুরস্কার প্রাপ্ত( ) উপন্যাস "গোলকের ব্যাস আট ইঞ্চি" পইড়াও বুঝবার পারলেন না যে, মাঠে দুই দলের ২২ জনের মধ্যে খেলা হয়। একা একা হয় না। মতান্তরে অনেকে অবশ্য কইতে পারেন যে, "হ, খেলে সবাই। মাগার মাঠের বাইরে বইসা বইসা গোল দেয় আমাগো রুদ্রো ভাই
"। এইডা কিছু হইলো?
@উদাসিনদা
আপনিতো দেখি কোল্ড ব্লাডের লোক। কইলেন রাগলে মানুষ থাকেন না কিন্তু ঠান্ডা মাথায়ও আমার একটা কমেন্ট ভুলতে পারছেন না??
আমিতো বলেছি আমি আমার কমেন্ট প্রত্যাহার করেছি। না এই ভাবে একটু মজা করা না গেলে ফোরামে আর আসব না এর চেয়ে বোরিং লাইফই ভাল
ফায়ারফক্স ভাই, আপনার উপর আমার কোনো রাগ নেই। রাগ আমি বেশি দিন পুষে রাখতে পারি না! আমি ভুলে গেছি । তবে, হঠাৎ করে মনে হয়েছিলো: আপনি হয়তো এক অর্থে ঠিকই বলেছেন...নতুনদের জায়গা ছেড়ে দেয়া উচিৎ! দু'বার তো পেলাম...আর কত? সেই ভাবনা থেকেই বলেছিলাম। আসলে সন্তানতুল্য সৃষ্টি তেমন আবেদনের হলে এসব খেতাব, পুরস্কার - এসব নিতান্তই গৌণ হয়ে যায়! আসল হলো: মানসম্মত লেখা! নির্বাচন আসলে উৎসাহ দেয়ার জন্যই। আমার তো উৎসাহের দরকার নেই
অবশ্যই মজা করবেন। আগে যেমন ছিলো তেমনই করবেন। না করলেই বরং দু:খ পাবো। ভালো থাকুন।
দু'বার তো পেলাম...আর কত?
এইটা ঠিক কথা না দুবার-দশবার নয়, লেখাটাই বিচার্য। আপনার সরে যাওয়ার জন্যই যদি কারও লেখা জয়যুক্ত হয়, সেটাতে কিন্তু কোয়ালিটি নেমে গেলো। বরং তাঁদেরও মানোত্তীর্ণ লেখা লিখতে উৎসাহ দেওয়া উচিত।
অ:ট: আমার আজকাল গল্প-কবিতা গুলো পড়া হয়না। কত সুন্দর সুন্দর লেখা মিস করে যাই। অথচ ফোরামিং জীবনের প্রথমে এই বিভাগগুলোতেই সক্রিয় ছিলাম! আবার পাঠকের ভূমিকায় ব্যাক করার চেষ্টা করছি।
উদাসীন লিখেছেন:দু'বার তো পেলাম...আর কত?
এইটা ঠিক কথা না
দুবার-দশবার নয়, লেখাটাই বিচার্য। আপনার সরে যাওয়ার জন্যই যদি কারও লেখা জয়যুক্ত হয়, সেটাতে কিন্তু কোয়ালিটি নেমে গেলো। বরং তাঁদেরও মানোত্তীর্ণ লেখা লিখতে উৎসাহ দেওয়া উচিত।
অ:ট: আমার আজকাল গল্প-কবিতা গুলো পড়া হয়না। কত সুন্দর সুন্দর লেখা মিস করে যাই। অথচ ফোরামিং জীবনের প্রথমে এই বিভাগগুলোতেই সক্রিয় ছিলাম! আবার পাঠকের ভূমিকায় ব্যাক করার চেষ্টা করছি।
কী জানি দাদা, হয়তো আপনার কথাই ঠিক
আপনি আবার গল্প-কবিতার একনিষ্ঠ পাঠক হয়ে উঠুন - এই কামনাই করি
আমি সম্ভবত এবারেই শেষ অংশগ্রহণ করছি
প্লিজ, উদাসীন ভাই.. লেখা বন্ধ করবেন না...। আপনাকে দেখেই তো আমরা অনুপ্রেরণা পাই।
আমার মতে উদাসীনদা যা বলছে তা হলো, উনি লেখালেখি বন্ধ করবেন না। এটা ওনার পক্ষে সম্ভবও না। উনি যা করবেন তা হচ্ছে প্রতিযোগিতা থেকে তার নাম সরিয়ে নিবেন। এতে করে লাঠিও ভাঙ্গবে না, সাপও মরবে।
প্রজন্ম ফোরাম » নোটিসবোর্ড » প্রজন্ম ফোরামের সেরা নির্বাচন ২০১২ - ফলাফল
০.০৮৪৭৮১১৬৯৮৯১৩৫৭ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৩.৬৭৫৬২০৪০২৮১৪ টি কোয়েরী চলেছে