Re: প্রজন্ম ফোরামের সেরা নির্বাচন ২০১২ - ফলাফল
ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ণ ত থ দ ধ ন প ফ ব ভ ম য র ল শ ষ স হ ক্ষ ড় ঢ় য়
ৎ ং ঃ ঁ
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » নোটিসবোর্ড » প্রজন্ম ফোরামের সেরা নির্বাচন ২০১২ - ফলাফল
ভাইরে আমার মেডেল কই???
পুরা ২০১২ সাল অনুপস্থিতির মেডেল!!!!
বিজয়ীদের অভিনন্দন
বিজয়ীদের অভিনন্দন
বিজয়ীদের ধন্যবাদ...........। কবিতায় উদাসীন দার কাছাকাছি আমার ভোট দেইখা তো পুরাই টাসকিতো........
ছবিআপির জন্য বেজায় মন খারাফ একটাতেও পাইলেন না
............
যাদের ভোট দিয়েছিলাম তাদের মধ্যে প্রায় সবাই ১ম বা ২য় হয়েছেন। শুধু অংকনে ছবি আপুর.... ও টোটেম এর জন্য যাপিতকে ভোট দিয়েছিলাম অবশ্য তাঁরা এক দুই এ আসেন নি......
সবাইকে ধন্যবাদ! বিজয়ীদেরকে অভিনন্দন!
ইনভার্ব্রাস ভাই ওয়েলকাম ব্যাক...
এখন আমন ভাইএর ফেরার অপেক্ষায়...
@উদাসিনদা
আপনিতো দেখি কোল্ড ব্লাডের লোক। কইলেন রাগলে মানুষ থাকেন না কিন্তু ঠান্ডা মাথায়ও আমার একটা কমেন্ট ভুলতে পারছেন না??
আমিতো বলেছি আমি আমার কমেন্ট প্রত্যাহার করেছি। না এই ভাবে একটু মজা করা না গেলে ফোরামে আর আসব না এর চেয়ে বোরিং লাইফই ভাল
আমার মতে উদাসীনদা যা বলছে তা হলো, উনি লেখালেখি বন্ধ করবেন না। এটা ওনার পক্ষে সম্ভবও না। উনি যা করবেন তা হচ্ছে প্রতিযোগিতা থেকে তার নাম সরিয়ে নিবেন। এতে করে লাঠিও ভাঙ্গবে না, সাপও মরবে।
প্রজন্ম ফোরাম » নোটিসবোর্ড » প্রজন্ম ফোরামের সেরা নির্বাচন ২০১২ - ফলাফল
০.০৪৯৫৩২৮৯০৩১৯৮২৪ সেকেন্ডে তৈরী হয়েছে, ৬০.৬৯২৭৮৪৩৮১৬৭৯ টি কোয়েরী চলেছে