Re: প্রজন্ম ফোরামের সেরা নির্বাচন ২০১২ - ফলাফল
আচ্ছা অরুণ হতভাগা নিজের মাতৃভাষা বাদ দিয়ে ওই দেবনাগরী ভাষার ব্যবহার করলো কেন? তাও আবার বললি কিনা উদাসীনকে....
ছড়া - ছড়াবাজ - http://chhorabaz.wordpress.com/
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » নোটিসবোর্ড » প্রজন্ম ফোরামের সেরা নির্বাচন ২০১২ - ফলাফল
আচ্ছা অরুণ হতভাগা নিজের মাতৃভাষা বাদ দিয়ে ওই দেবনাগরী ভাষার ব্যবহার করলো কেন? তাও আবার বললি কিনা উদাসীনকে....
অরুনদা লিখেছে: ' আন্তরিক শুভকামনা'
ইস্সিরে, ভুল করে মিষ্টেক হয়ে গেল!!! একটাতো হইসে...
অরুন'দা লিখসে 'সার্বিক শুভকামনা'
তাই, ওটা দেখে আমার মনে হল লেখা "দৈহিক শুভকামনা"
আর হ্যা। উদা ভাই না থাকলে এইবার অসম্ভব ছিল। উদা ভাইকে অনেক ধন্যবাদ
Note:
২০১০ সালের ইনসিগনিয়া সরিয়ে নেয়া হয়েছে।
২০১১ সালের ইনসিগনিয়া গ্রে করা হয়েছে।
২০১২ সালের বিজয়ীদের জন্য নতুন ইনসিগনিয়া যোগ করা হয়েছে।
এবং প্রতিটা ক্যাটাগরীর প্রথম বিজেতার জন্য ইনসিগনিয়া প্রযোজ্য।
সকলকে অভিনন্দন।
এবং উদাসীনভাইকে অনেক অনেক ধন্যবাদ, তার একার অক্লান্ত পরিশ্রমের ফলেই এবারের প্রজন্ম সেরা নির্বাচিত করা সম্ভব হয়েছে।
মেহেদী৮৩ কি নির্বাচনের ভয়েই ছুটিতে গেসিলো নাকি
তাই, ওটা দেখে আমার মনে হল লেখা "দৈহিক শুভকামনা"
আর হ্যা। উদা ভাই না থাকলে এইবার অসম্ভব ছিল। উদা ভাইকে অনেক ধন্যবাদ
ঠিক কথা... উদাসীন ভাইজান
মেহেদী৮৩ কি নির্বাচনের ভয়েই ছুটিতে গেসিলো নাকি
না মিয়া, দৌড়ের উপ্রে আছি এখনো। দুইদিন পর বাসায় ঢুকসি, নিজের বাসাতে নিজেরেই আজকাল গেস্ট মনে হয়।
সবাইকে অভিনন্দন।
পুরান হইয়া গেলাম।
ইলিয়াস লিখেছেন:জাল ভোট নয় কিছু হিডেন মেম্বার আছে যারা খুব একটা পোষ্ট করেন না কিন্ত ভোট দিতে তারা কার্পন্য করেননি, তারাই ফলাফল নির্ধারণ করে দিয়েছেন।
আমার ধারনা কিছু কিছু ক্ষেত্রে রানিং মেম্বাররা যদি ঠিকমত ভোট দিতো তাহলে কোন কোন ফলাফল ভিন্ন হতো।
@এলিআছ সাহেব: নির্বাচনের কন কন বিভাগে "ড়ানিং মেমবার"দের মতামতগুলুর প্রতিফলন হয় নাই বলে ইনগিত করতেছেন?
আপনার নিকট কারচুপির যদি কোনো সত্য প্রমান থাকিয়া থাকে তাইলে সেইটা সরাসরি প্রকাশ করেন, আর নাইলে যারা এ্যাওয়ারড জিতছেন ওনাদের ক্রিতিত্য হেয় করার চেষ্টা আপনার মত সিনিয়ার ফরমিকের পকখে শভা পাই না।
যেইসোব বিভাগে কারছপি হইয়াছে বলিয়া আপনার সনদেহ ষেগুলুর তালিকা জানতে চায়। আর তাহা না থাকিলে কুভই দুকখজনক বেপার।
আপনার মত সিনিয়র ফুরামিক হইতে এহেন পেট তুলা আচরণ কভু কাম্য নহে।
![]()
![]()
নিরবাছনের সকল বিঝয়িদিগকে পরানডালা সুবেচছা রহিল...
আমি কোথায় বললাম যে ভোটারদের মতামতের প্রতিফলন হয় নাই বা কারচুপির কথাই বা কখন বললাম ?
আমি আমার সিনিয়ারিটি সম্পর্কে খুবই সজাগ এ ব্যাপারে আপনার পরামর্শ না দিলেও চলবে। আর আপনার কমেন্টের বাহার দেখেতো মনে হয় না আপনি ফোরামে নতুন !
আমি কোথায় বললাম যে ভোটারদের মতামতের প্রতিফলন হয় নাই বা কারচুপির কথাই বা কখন বললাম ?
আমি আমার সিনিয়ারিটি সম্পর্কে খুবই সজাগ এ ব্যাপারে আপনার পরামর্শ না দিলেও চলবে। আর আপনার কমেন্টের বাহার দেখেতো মনে হয় না আপনি ফোরামে নতুন !
এলিয়াছ সাহেব - আপনি সরাসরিভাবে কারছুপি না বলিলেও ঘুরাইয়া পেছাইয়া ফ্ললাফল নিয়া আপনার অসনতুষটি পকাশ করিয়াছেন। বুঝা যাই, নিরবাছনের ফলাফ্ল আপনার মনমত হই নায় বলিয়া তেনা পেছাইতে পচেস্টা করিতেছিলেন। আপনার পুরবের বক্তব্ব হইতে এইটা পরিস্কার - যাহার নিরবাচনে জিতিয়াছেন তাহারা আপনার মতে জিতিবার যজ্ঞ নহেন।
আমি নতুন নাকি পুরাতন তাহা দিয়া কি সমসসা? যেই বেপারে আলচনা চলিতেছে তাহা নিয়া মনতব্ব করুন। অযথা অন্ন দিকে আলচনা গুরায়বার অপছেস্টা না করিয়া স্ররাসরি টপিক নিয়া কতা বলেন।
এই টপিকে দেখেন সকলেই উন্মকতভাবে বিঝয়িদিগকে অভিনন্দন জানাইতেছেন - কেবল আপনে একাই পথমে অবিনন্দন জানাইলেও পরবরতিতে ফলাফ্ল নিয়া অসন্তশ পকাশ করিউয়াছেন।
আপনি সত্তই যদি সিনিয়ার ফরামিক হইয়া থাকেন, তাইলে যাহারা নির্বাছন জিতিয়াছেন তাহাদের প্রতি স্রদ্দাশিল হউন আর কুশিমনে ফলাফল মানিয়া লউন। নিরবাচনের ফলাফল অন্নরকম হওয়া উছিত ছিল - এহেন পেটতুলা মন্তব্ব করিয়া আপনি বিঝয়ি দিগকেও হেয় করিতেছেন, আর জনগণ যাহারা ভুট দিয়াছেন তাহাদিগে বেক্তিগত মতামতের পতিও অস্রদ্ধা জ্ঞাপন করিতেছেন। নিজের সিনিয়রিতি নিয়া আপনি সযাগ থাকিলে এহেন শাহবাঘের বিরুধী দলীয় মন্তব্ব করিতেন না। আপনার জন্য ইহাই ভাল হইবে পুর্বের অশ্রদ্দা-মূলক পুস্টখানা পত্তাহার করিয়া লওয়া।
ভারতের হ্রিদয় মশায়ের পস্ট হইতে জানলাম আপনি নির্বাচনে সহায়তা করিয়াছেন। তাহার জন্ন পজন্মবাসীগনের পক্ষ হইতে আপনার নিকট ক্রিতগগতা পকাশ করিলাম, তবে নিরবাছন ফলাফল নিয়া আপনার সহিত ঐক্কমত হইতে পারিলাম না বলিয়া দুখিত। যাহারা ভুট দেয় নাই তাহাদিগের নিয়া হা হুথাশ না করিয়া যাহারা কশট করিয়া ভুটাধিকার পালন করিয়াছেন তাহাদিগের পতি স্রদ্দাশীল হউন।
এলিআছ সাহেব - দেখিলাম কিচু কিচু ভিবাগে আপনি নিজেঅ মননয়ন পাইআছিলেন। কিন্তু ছুড়ান্ত ফলাফলে আপনি বিঝয়ি হউন নাই বলিয়াই কি নাখুশ হইয়াছেন? ইহা সত্য হইলে কুভি দুক্কখজনক বেপার হইল।
বিঃদঃ - এলিয়াছ সাহেব - বহুকালে আগে পযন্ম ফরামে আমি নিবন্দন াছিলাম। তবে নাম পাছয়াড সম্মক বুলিয়া যাওয়ায় পুন্রায় নিভন্দন করিলাম সম্পতি/। স্ররাসরি নিবন্দিত না হইলেও দরশক হিসাবে ফরামে বিচরন করিতেছি বহুকাল জাবত। তাই আমার মতে নিরবাছন সুষ্টু এবং যথাযত হইয়াছে। অতেব আপনার অভিযুগের পতিবাদ করিতে বাদ্ধ হইলাম।
বিজয়ীদের অভিনন্দন
অনেক অনেক অভিনন্দন
অনেক অনেক অভিনন্দন
এত নতুন নতুন নিক!!!!!!!!!
প্রজন্মে রেজিঃ করলে ফ্লেক্সি পাওয়া যায় নি!! পুরানোদের কাছে লুকানো হয়েছে!!!
কে কি ভোট দিল এটা প্রকাশ রা যায় না??
এত নতুন নতুন নিক!!!!!!!!!
প্রজন্মে রেজিঃ করলে ফ্লেক্সি পাওয়া যায় নি!! পুরানোদের কাছে লুকানো হয়েছে!!!![]()
![]()
কে কি ভোট দিল এটা প্রকাশ রা যায় না??
আমার মনে হয় মডারেটররা নিরপেক্ষই ছিল। আর তাদের সেই পরিমান জ্ঞানও আছে যে কোন ভোট বাদ দিতে হবে আর কোনটা দিতে হবে না। এভাবে প্রশ্ন করে উদাসীন ভাইয়ের কর্মপদ্ধতির অপমান ছাড়া আর কিছুই হবে না।
আর সেঠাই ত আমারও কথা। কেহ কেহ নিরবাছন সুষ্ঠ হয় নাই বলিয়া পেটতুলা বানয়াট ইনগিত করিয়া ধুম্রজাল স্রিষ্টি করিতে পচেষ্টা করিতেছে। যাহা পকারান্থরে উদাসিন ভাইয়ের অপমান করিবার সামিল।
তবে সরাসরি চেলেঞ্ছ করিবার পরে ইহাদের হইতে কনো সারা পাওয়া যাইতেছে না।
বিজয়ীদের আন্তরিক অভিনন্দন !!
প্রজন্ম ফোরাম » নোটিসবোর্ড » প্রজন্ম ফোরামের সেরা নির্বাচন ২০১২ - ফলাফল
০.০৭৫০৪২০০৯৩৫৩৬৩৮ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৫.৯৯৪৫১১৪৮৬৯৩১ টি কোয়েরী চলেছে