Re: প্রজন্ম ফোরামের সেরা নির্বাচন ২০১২ - ফলাফল
আচ্ছা অরুণ হতভাগা নিজের মাতৃভাষা বাদ দিয়ে ওই দেবনাগরী ভাষার ব্যবহার করলো কেন? তাও আবার বললি কিনা উদাসীনকে....
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » নোটিসবোর্ড » প্রজন্ম ফোরামের সেরা নির্বাচন ২০১২ - ফলাফল
আচ্ছা অরুণ হতভাগা নিজের মাতৃভাষা বাদ দিয়ে ওই দেবনাগরী ভাষার ব্যবহার করলো কেন? তাও আবার বললি কিনা উদাসীনকে....
মেহেদী৮৩ কি নির্বাচনের ভয়েই ছুটিতে গেসিলো নাকি
সবাইকে অভিনন্দন।
পুরান হইয়া গেলাম।
বিজয়ীদের অভিনন্দন
অনেক অনেক অভিনন্দন
অনেক অনেক অভিনন্দন
এত নতুন নতুন নিক!!!!!!!!!
প্রজন্মে রেজিঃ করলে ফ্লেক্সি পাওয়া যায় নি!! পুরানোদের কাছে লুকানো হয়েছে!!!
কে কি ভোট দিল এটা প্রকাশ রা যায় না??
আর সেঠাই ত আমারও কথা। কেহ কেহ নিরবাছন সুষ্ঠ হয় নাই বলিয়া পেটতুলা বানয়াট ইনগিত করিয়া ধুম্রজাল স্রিষ্টি করিতে পচেষ্টা করিতেছে। যাহা পকারান্থরে উদাসিন ভাইয়ের অপমান করিবার সামিল।
তবে সরাসরি চেলেঞ্ছ করিবার পরে ইহাদের হইতে কনো সারা পাওয়া যাইতেছে না।
বিজয়ীদের আন্তরিক অভিনন্দন !!
প্রজন্ম ফোরাম » নোটিসবোর্ড » প্রজন্ম ফোরামের সেরা নির্বাচন ২০১২ - ফলাফল
০.০৪২৪২৩৯৬৩৫৪৬৭৫৩ সেকেন্ডে তৈরী হয়েছে, ৬০.৭২৯৭৪১৮৫৫৩৫৫ টি কোয়েরী চলেছে