Re: প্রজন্ম ফোরামের সেরা নির্বাচন ২০১২ - ফলাফল
অবশ্য পরের বার আর আসবে কিনা আমি সন্দিহান
কেন আসবে না? সবকটাকে ঘাড় ধরে আনবেন.........
ছড়া - ছড়াবাজ - http://chhorabaz.wordpress.com/
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » নোটিসবোর্ড » প্রজন্ম ফোরামের সেরা নির্বাচন ২০১২ - ফলাফল
অবশ্য পরের বার আর আসবে কিনা আমি সন্দিহান
কেন আসবে না? সবকটাকে ঘাড় ধরে আনবেন.........
বিজয়ীদের insignia আপডেট করে দেয়া হলো।
ধন্যবাদ ৮৩ নং মেহেদী! বিবিধ তে একটু কনফিউশান আছে নাকি? সেরা বিবিধ ২০১২ শুধু ইনভারব্রাস ভাই একাই জেতেই নি, @মন ভাইও জিতেছেন। ওটা একক কাউকে দেয়া হয় নাই। অতএব, @মন ভাইয়েরটাও পরিবর্তন হবে। আমি করে দিয়েছি অবশ্য!
অভিনন্দন বিজয়ীদের
অভিনন্দন বিজয়ীদেরকে
সেরা অফটপিক দাতা বা সেরা আজাইরা ফোরামিক বিভাগে নির্বাচনের ব্যাবস্থা করা যায়না, তাই্লে সামনের বার একটা চান্স নিতাম
@ফায়ারফক্স, ঠিক আছে। পরের বার আর অংশগ্রহণ করবো না; ছেড়ে দেবো
অবশ্য পরের বার আর আসবে কিনা আমি সন্দিহান
আমার এই মন্তব্যের জন্য ফোরাম ছেড়ে দেবেন??
দাদা আমি আমার মন্তব্যের জন্য দুঃখিত এবং মন্তব্য প্রত্যাহার করছি।
আপনাকে আপন ভাবি বলেই কত কথা অবলিলায় বলি এখন মনে হয় হিসেব করে কথা বলার সময় হয়ে গেছে:(
আপনি ফোরাম থেকে গেলে ফোরামের কি হবে??
আর এভাবে আমাদের পর করে দিয়েন না প্লিজ
আপডেটঃ পরের বার আর আসবে কিনা আমি সন্দিহান
আমি মনে করেছিলাম
পরের বার আর আসবো কিনা আমি সন্দিহান
ফাযারফক্স ভাই ওনার কথাটা ঠিক বুঝতে পারেন নি৷ উনি বলতে চান লোকে নাকি ভোটই দেয় না অর্থাত্ অংশগ্রহণই ঠিক মতো করে না, ফলে এই নির্বাচন.........
তবে আপনার কথায় মনে পড়ে গেল ডেডলক ভাই একবার বলেছিল জাল ভোট প্রসঙ্গে......... হতেও পারে...
(আপনাদের আমিও আপনভাবি তাই অবলীলায় সত্যি কথা থুড়ি এইসব মিছা কথা একটু মজা করে বলি)
@ফাফা,
নাহ্, আমি আর কোথায় ফোরাম ছাড়বো? তবে, পরের বার নির্বাচন হবে কিনা আমি জানি না - সেটাই বলেছি আর কি! আর অরুণদা তো বাকীটা বলেই দিয়েছে। তবে জাল ভোট খুবই অল্প ছিলো। আমাদের চোখ হয়েছে হুলো বেড়ালের মত! ইঁদুর দেখলেই বুঝতে পারি। জাল ভোটও তেমন বুঝতে পেরেছি
@ফাফা,
তবে জাল ভোট খুবই অল্প ছিলো। আমাদের চোখ হয়েছে হুলো বেড়ালের মত! ইঁদুর দেখলেই বুঝতে পারি। জাল ভোটও তেমন বুঝতে পেরেছি
হায় হায় এখানেও জাল ভোট
জাল ভোট নয় কিছু হিডেন মেম্বার আছে যারা খুব একটা পোষ্ট করেন না কিন্ত ভোট দিতে তারা কার্পন্য করেননি, তারাই ফলাফল নির্ধারণ করে দিয়েছেন।
আমার ধারনা কিছু কিছু ক্ষেত্রে রানিং মেম্বাররা যদি ঠিকমত ভোট দিতো তাহলে কোন কোন ফলাফল ভিন্ন হতো।
জাল ভোট নয় কিছু হিডেন মেম্বার আছে যারা খুব একটা পোষ্ট করেন না কিন্ত ভোট দিতে তারা কার্পন্য করেননি, তারাই ফলাফল নির্ধারণ করে দিয়েছেন।
আমার ধারনা কিছু কিছু ক্ষেত্রে রানিং মেম্বাররা যদি ঠিকমত ভোট দিতো তাহলে কোন কোন ফলাফল ভিন্ন হতো।
আমির কোন ডামি নেই আর আমি নিজেকে একটাও ভোট দিইনি
সবিই বুঝলাম।
সবারই পুরাতন মেডেলের পাশাপাশি নতুন মেডেল দেখতে পাচ্ছি কিন্তু ইনভারদার পুরাতন মেডেল গুলো নেই শুধু নতুন।
উনার পুরাতন মেডেল কি শোকেসে রেখেছেন
তবে নাম বড়তো মেডেল গুলো মনে হয় আটে নাই
আমির কোন ডামি নেই
আমি কোন ডামির কথা বলিনিগো দাদা কাউকে দু:খ দিয়ে থাকলে আমি অত্যন্ত দু:খিত।
সবিই বুঝলাম।
সবারই পুরাতন মেডেলের পাশাপাশি নতুন মেডেল দেখতে পাচ্ছি কিন্তু ইনভারদার পুরাতন মেডেল গুলো নেই শুধু নতুন।
উনার পুরাতন মেডেল কি শোকেসে রেখেছেন![]()
![]()
তবে নাম বড়তো মেডেল গুলো মনে হয় আটে নাই![]()
আসলে ২০১১ তে ইনব্রা (ডেডুর ভাষায় ) কিছু জেতেন নি; জিতেছেন ২০১০ -এ। মেডেলের ক্ষেত্রে চলতি বছর এবং আগের বছর দেখানো হয়। এইজন্য তিনি আউটব্রা হয়ে গেছেন
জাল ভোট নয় কিছু হিডেন মেম্বার আছে যারা খুব একটা পোষ্ট করেন না কিন্ত ভোট দিতে তারা কার্পন্য করেননি, তারাই ফলাফল নির্ধারণ করে দিয়েছেন।
আমার ধারনা কিছু কিছু ক্ষেত্রে রানিং মেম্বাররা যদি ঠিকমত ভোট দিতো তাহলে কোন কোন ফলাফল ভিন্ন হতো।
@এলিআছ সাহেব: নির্বাচনের কন কন বিভাগে "ড়ানিং মেমবার"দের মতামতগুলুর প্রতিফলন হয় নাই বলে ইনগিত করতেছেন?
আপনার নিকট কারচুপির যদি কোনো সত্য প্রমান থাকিয়া থাকে তাইলে সেইটা সরাসরি প্রকাশ করেন, আর নাইলে যারা এ্যাওয়ারড জিতছেন ওনাদের ক্রিতিত্য হেয় করার চেষ্টা আপনার মত সিনিয়ার ফরমিকের পকখে শভা পাই না।
যেইসোব বিভাগে কারছপি হইয়াছে বলিয়া আপনার সনদেহ ষেগুলুর তালিকা জানতে চায়। আর তাহা না থাকিলে কুভই দুকখজনক বেপার। আপনার মত সিনিয়র ফুরামিক হইতে এহেন পেট তুলা আচরণ কভু কাম্য নহে।
নিরবাছনের সকল বিঝয়িদিগকে পরানডালা সুবেচছা রহিল...
বিজয়ী, পরাজয়ী, ভোট দাতা, গ্রহীতা সবাইকে অনেক অনেক অভিনন্দন ও ধন্যবাদ!!!
@ফাফা,
নাহ্, আমি আর কোথায় ফোরাম ছাড়বো?তবে, পরের বার নির্বাচন হবে কিনা আমি জানি না - সেটাই বলেছি আর কি! আর অরুণদা তো বাকীটা বলেই দিয়েছে। তবে জাল ভোট খুবই অল্প ছিলো। আমাদের চোখ হয়েছে হুলো বেড়ালের মত! ইঁদুর দেখলেই বুঝতে পারি। জাল ভোটও তেমন বুঝতে পেরেছি
হায়রে, আমরা কোনখানেই দুর্নীতি এড়াতে পারিনা।
আসলে ২০১১ তে ইনব্রা (ডেডুর ভাষায়
) কিছু জেতেন নি; জিতেছেন ২০১০ -এ। মেডেলের ক্ষেত্রে চলতি বছর এবং আগের বছর দেখানো হয়। এইজন্য তিনি আউটব্রা হয়ে গেছেন
কমেন্ট পড়ে খালি হাসি পাচ্ছে
invarbrass ভাইয়ের কোন খবর নাই? উনি কি এই মংগল বা চাদে বসতি গড়েছেন
অংকিতার পোষ্টের আগে উদাসীনের লেখাটা তো সেভাবে পড়িই নি৷
লোল @উদা দা , তবে ব্রাসু ভাইরে মাস খানেক দেখি না। অনেক কিছু না জানা থেকে যাচ্ছে উনি থাকলে কিছু না কিছু জানা যেত।
অফটপিকঃ আমি হিন্দি ভাষা জানিনা। তবে মনে হয় অরুন'দা লিখসে 'সার্বিক শুভকামনা' আর উদাসীন ভাইজান জবাব দিছেন 'ধন্যবাদ, অরুন'। ঠিক বলসি???
অফটপিকঃ আমি হিন্দি ভাষা জানিনা। তবে মনে হয় অরুন'দা লিখসে 'সার্বিক শুভকামনা' আর উদাসীন ভাইজান জবাব দিছেন 'ধন্যবাদ, অরুন'। ঠিক বলসি???
অরুনদা লিখেছে: ' আন্তরিক শুভকামনা'
প্রজন্ম ফোরাম » নোটিসবোর্ড » প্রজন্ম ফোরামের সেরা নির্বাচন ২০১২ - ফলাফল
০.০৮৭১৩৬৯৮৩৮৭১৪৬ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৬.২২৮৫৮০০২৭৮৫৪ টি কোয়েরী চলেছে