Re: প্রজন্ম ফোরামের সেরা নির্বাচন ২০১২ - ফলাফল
বিজয়ী সবাইকে বিশেষ করে কাউয়া ভাই, ছবি আপু আর অরুণ ভাইয়াকে অভিনন্দন ।
কাউয়া ভাই আর অরুন ভাই শুধু বিজয়ী আপনার তালিকার।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » নোটিসবোর্ড » প্রজন্ম ফোরামের সেরা নির্বাচন ২০১২ - ফলাফল
বিজয়ী সবাইকে বিশেষ করে কাউয়া ভাই, ছবি আপু আর অরুণ ভাইয়াকে অভিনন্দন ।
কাউয়া ভাই আর অরুন ভাই শুধু বিজয়ী আপনার তালিকার।
ওয়াও, সেরারাই জিতেছে... বিজয়ীদের আসংখ্য অভিনন্দন... আর এডমিনকে অনেক ধন্যবাদ...
বাহ ! দারুন বিজয়ী সবাইকে অনেক অনেক অভিনন্দন
সকল বিজয়ীদের অভিনন্দন
আরুন দাদা যে নতুন প্রাজন্মিক এইটা আজকে খেয়াল করলাম
খেকজ
ভালো কথা মনে করাইছেন......উনারে নতুন হিসেবে ভোট দিছিলাম..........কিন্তু উনি তো পুরা পাকনা.........
ওনার মনোনয়নইতো ঠিক হয়নাই...... দুইহাজারের বেশি পোষ্ট আর আড়াইশর বেশি রেপু নিয়া ক্যাম্নে নতুন হয়.......
দেখি কাল একবার কোর্টের দিকে যেতে হবে.....।
অংশগ্রহণকারি সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। অনেকটা ঝোঁকের মাথায় শুরু করেছিলাম। এটা যে আমরা শেষ করতে পেরেছি - খুব ভালো লাগছে! সবাইকে সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ।
ইনভারদা জেতাতে আমি খুশি
কিন্তু উদাসীন ভাই ২টা জেতাতে আমি মর্মাহত
কেন, মর্মাহত কেন? পরপর দু'বার জিতেছি এ জন্য? আপনার মনে এত হিংসা আগে তো বুঝি নাই! (আমিও একটা ইমোটিকন লাগিয়ে দিলাম; এটা লাগালেই সব ঢেকে যায়, তাই তো? হা হা হা হা ) আপনার সাথে আমার তো কোনো বিবাদ ছিলো না কোনো কালে? তবে কেন খামোখা এসব বলা? আপনি একটু হলেও আমার মনটা খারাপ করে দিয়েছেন
টানা এক মাস প্রায় একাই টেনে নিয়ে গেছি...এখন এসব শুনতে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ!!!
বিজয়ীদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন
অংশগ্রহণকারি সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। অনেকটা ঝোঁকের মাথায় শুরু করেছিলাম। এটা যে আমরা শেষ করতে পেরেছি - খুব ভালো লাগছে! সবাইকে সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ।
টানা এক মাস প্রায় একাই টেনে নিয়ে গেছি...এখন এসব শুনতে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ!!!
আপনাকে স্পেশাল ধন্যবাদ। আসলেই ঝামেলাপূর্ণ দারুণ একখানা কাজ করেছেন। আমরা ভোটদাতারা শুধু ভোট দেই। কিন্তু আয়োজনের ঝামেলা সবসময় অনেক বেশি থাকে। দারুণভাবে সামলেছেন উদাসীনদা
বিজয়ীদেরকে অভিনন্দন...!
পরাজিতরা মনে রাখুন... বিজয়ই বড় কথা নয়, অংশগ্রহণই বড়..।
@উদাসীন ভাই - আপনার মন্তব্য পড়ে কষ্ট পেলাম আসলেই নিজের নিজের পছন্দের ব্যক্তি জেতায় আমরা এতো খুশি যে আয়োজকদের পরিশ্রমের কথা আমরা ভুলেই গেছি। আপনি অসুস্থ অবস্থাতেও প্রজন্ম ফোরামের এই ধারাটি যাতে নষ্ট না হয় তার জন্য পরিশ্রম করে নির্বাচনের আয়োজন করেছেন। ইলিয়াস ভাই, সেভারাস ভাই সংকলন টপিক করে ভোটদানের অনেক সুবিধা করে দিয়েছেন। আপনারা উদ্যোগ না নিলে হয়ত নির্বাচনটা হতই না। হ্যাটস অফ টু য়্যু
বিজয়ীদের অভিনন্দন
বিজয়ীদের অভিনন্দন
আন্তরিক অভিনন্দন সবাইকে
আজকে মুন আপুকে খুব মিস করছি , তিনি যদি থাকতেন
বিজয়ীদের insignia আপডেট করে দেয়া হলো।
উদাসীন আপনার একমাস ধরে এত খাটাখাটনির জন্য हार्दिक शुभकामना.......
@উদাসিনদা এই জন্য না। কারন অন্য..................
আপনি থাকলে অন্যকেউ সাহিত্য বিভাগে পুরস্কার জিততে পারবে না।
দেখেন না ইত্যাদি ম্যাগাজিন অন্য নতুন উদিয়মান ম্যাগাজিনদের সুযোগ দিতে মেরিল-প্রথম আলোকে মনোনয়োন না দিতে অনুরোধ জানিয়েছে।
আর আমি মনে করি চার্লি চ্যাপলিন, ক্রিচিয়ান বেল বা ক্যাপ্রিও অস্কার না পেলেও তারা জাত অভিনেতা।
মাইক টাইসনকে পরিচয় করিয়ে দিতে কোন পুরস্কারের দরকার আছে কি??
@মেহেদী ভাই মেডেল কেনার ব্যবস্থা নাই??
মানে কারো দুই তিনটা আছে। সে যদি আমার কাছে বেচে দেয়??
অথবা ডোনেশনের উপর কোন মেডেল নাই??
সকল বিজয়ীদের অভিনন্দন
ঠিকাছে ভাই আর বেশী দিয়েন না শেষে প্রোপিক ঢাইক্যা যাবে
ধন্যবাদ কাউয়া ভাই এবং হৃদয়দাকে!
উদাসীন আপনার একমাস ধরে এত খাটাখাটনির জন্য हार्दिक शुभकामना.......
![]()
![]()
धन्यवाद, अरुण। হে হে হে।
@ফায়ারফক্স, ঠিক আছে। পরের বার আর অংশগ্রহণ করবো না; ছেড়ে দেবো অবশ্য পরের বার আর আসবে কিনা আমি সন্দিহান
প্রজন্ম ফোরাম » নোটিসবোর্ড » প্রজন্ম ফোরামের সেরা নির্বাচন ২০১২ - ফলাফল
০.০৮১৬২৪০৩১০৬৬৮৯৫ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৫.৫৬৭৯৭৫৬৯৭৮১২ টি কোয়েরী চলেছে