টপিকঃ চিকিৎসক ভাই/ বোনদের দৃষ্টি আকর্ষন
চাকরী সূত্রে সপ্তাহে ২দিন নাইট শিফট। রাত ১১টা-সকাল ৭টা। তো এই নির্ঘুম রাত কাটানোর পর দিনে আমাকে নুন্যতম কত ঘণ্টা ঘুমাতে হবে? কি ধরণের খাবার গ্রহণ করতে হবে ইত্যাদি তথ্য দিলে ভাল হয়। ক্লান্তি দূর করার জন্য কি করতে হবে বা আমার লাইফ স্টাইলে কি পরিবর্তন করতে হবে?
সাধারণত অন্যান্য দিন আমি রাত ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে বিছানায় যাই। সপ্তাহে নুন্যতম ২দিন জিমে যাওয়ার চেষ্টা করি।