টপিকঃ ফরেক্স RSI এবং MACD সিগনাল

আসসালামুয়ালাইকুম,
আমি জানতে চাচ্ছিলাম RSI এবং MACD ইন্ডিকেটর কিভাবে কাজ করে? এই সম্পর্কে কেও বিস্তারিত জানালে খুবই উপকার হতো।
অথবা অন্য কোন ইন্ডিকেটর আছে যেটা ফলো করলে ভাল ফল আশা করা যায়।
অভিজ্ঞরা বিস্তারিত জানাবেন প্লিজ।

ভেজা কাঁক হয়ে থাক আমার মন

Re: ফরেক্স RSI এবং MACD সিগনাল

এগুলো বেশ জনপ্রিয় দুটি ইন্ডিকেটর। এগুলো কিভাবে কাজ করে সেটা জানতে হলে babypips.com দেখুন। ইন্ডিকেটর যেটাই ব্যবহার করেন না কেন সেটাকে অন্ধভাবে অনুসরন করতে যাবেন না যেন।এনালইসিস টা যেন নিজে নিজেই করতে পারেন আর  সহায়তার জন্য BB and RSI একত্রে ব্যবহার করতে পারেন।