Re: পালাবি কোথায়???????
ভাল হয়েছে
Re: পালাবি কোথায়???????
বাবাহ্, বেশ হয়েছে তো! আসলেই পালাবে কোথায়?
তৃষ্ণা হয়ে থাক কান্না-গভীর ঘুমে মাখা।
Re: পালাবি কোথায়???????
ভাল হয়েছে
হুম ভালো লাগল
![]()
ভাল হয়েছে
ধন্যবাদান্তে............... ছB
এই মেঘ এই রোদ্দুর
Re: পালাবি কোথায়???????
পালাতে পারবেনা... পালাতে দেবোনা...
আমি তুমি সবাই মিলে এক, একই লাল সবুজের কোলে সবার নীড়।
Re: পালাবি কোথায়???????
পালাবেই পালাবে, যে করেই হোক পালাবে। জানপ্রাণ ছেড়ে চেষ্টা পালাবার, ধরার সাধ্য কি আছে আমাদের!
Re: পালাবি কোথায়???????
পালাবেই পালাবে, যে করেই হোক পালাবে। জানপ্রাণ ছেড়ে চেষ্টা পালাবার, ধরার সাধ্য কি আছে আমাদের!
অত সহজ না
জায়গা মত একটা কলার ছিলকা রাখতে পারলে সবগুলোই ধরা খাবে
@ছবিপু... অনুমতি ছাড়াই ছবিতে কলার ছিলকা জুরে দিলাম ...মাইন্ড খাবেন না
Re: পালাবি কোথায়???????
মারাক্তক হয়েছে আপু
Re: পালাবি কোথায়???????
আমরা যে বাঙালি
জয় আমাদের স্বত্তায় ,আমাদের রক্তে
আমরা যে শিখিনি কখনো হারতে
দেব না , দেব না , দেব না
ওদের পালাতে ।।
Re: পালাবি কোথায়???????
বাহ দারুন হয়েছে
http://www.priyobd.net/ Live chat with us !!
Re: পালাবি কোথায়???????
প্যারিস লিখেছেন:পালাবেই পালাবে, যে করেই হোক পালাবে। জানপ্রাণ ছেড়ে চেষ্টা পালাবার, ধরার সাধ্য কি আছে আমাদের!
অত সহজ না
জায়গা মত একটা কলার ছিলকা রাখতে পারলে সবগুলোই ধরা খাবে
@ছবিপু... অনুমতি ছাড়াই ছবিতে কলার ছিলকা জুরে দিলাম ...মাইন্ড খাবেন না
দারুন হইছে । আরে ছবিপু এত তাড়াতাড়ি মাইন্ড খায় না......... আমার টপিকে যা ইচ্ছা তাই আমি মানুষটাও যা ইচ্ছা তাই
কলার ছিলকা ফালাতে হবেই সামনে নাইলে ব্যাটা হুষ্টা খাইত না
সবাইকে আন্তরিক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য
এই মেঘ এই রোদ্দুর
Re: পালাবি কোথায়???????
প্রিয় ছবি, আপনি তো দেখছি ছবি আঁকায় তো বিশাল রকমের দ্ক্ষতা অর্জন করেছেন। সুন্দর পোষ্ট।
মারাক্তক হয়েছে আপু
'মারাত্মক' শব্দটার বানান 'মারাক্তক' লেখায়, মারাত্মক রকমের ভুল হয়েছে।
Re: পালাবি কোথায়???????
ছবিটা ভাল লাগল ছবিপু॥ বিশেষত চোখের এক্সপ্রেশন। তবে ফাঁসির দড়ি পায়ের কাছে না থেকে গলার কাছে থাকলে আরও ভাল লাগত।
রিংদা আর লিংকস ভাই এর কমেন্টে খুব মজা পেলাম।
মুক্ত কর ভয়। আপন মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়॥"
১৬ ০১-০৩-২০১৩ ১৭:২৭ সর্বশেষ সম্পাদনা করেছেন রিং (০১-০৩-২০১৩ ১৭:৩৩)
Re: পালাবি কোথায়???????
ছবিটা ভাল লাগল ছবিপু॥ বিশেষত চোখের এক্সপ্রেশন।
তবে ফাঁসির দড়ি পায়ের কাছে না থেকে গলার কাছে থাকলে আরও ভাল লাগত।
এই যে! দেখলেন!! শেষ অবদি আপনিও ভুল বুঝলেন। আরে ভাই ছবি আপু এখানে, এই ছবিতে মূলত কি বলতে চাইছেন সেটা খালি চোখে না দেখে অন্তরের চোখ/অনুভূতিটুকু দিয়ে দেখুন/উপলব্ধি করার প্রয়াস নিন।
মূলত চিত্রকর (আমাদের ছবি আপু) যখন এই ছবিটি আঁকছিলেন তখনই ওনার দিমাগের বাত্তিডা ৪৪০ ভোল্টের ঝলকানিতে জানান দিলো যে, দেশের পুলিশগুলান যেমন প্রশিক্ষনের সময় লেফট-রাইট-লেফট-রাইট করতে করতে মাথার বুদ্ধিশুদ্ধি গুটিয়ে এনে হাঁটুতে জমা করে আর প্রয়োজনের সময় সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয় তেমনই এই রাজাকারগুলানও পায়ের জোরকেই বেশী প্রাধান্য দিয়ে দেশের সাধারন মানুষকে পদভারে পিষ্ট, পদদলিত আর পদস্খলিত করেছে বিগত চার দশকে। ভুল বুঝিয়ে/ধর্মের দোহাই দিয়ে/ক্বুরআন ও হাদীসের বিভ্রান্তিকর ব্যাখ্যা দিয়ে/মিথ্যাচার করে দেশের মানুষকে নিজেদের পদতলে দেখতে/রাখতে চেয়েছে/চাইছে।
অতএব এই শুয়োরের .... গুলোকে যদি ফাঁসি দিতেই হয় তবে দেশ ছেড়ে পালাবার আগেই ধরে ফেলতে হবে আর আইনের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। যেহেতু এই সব নাচিজগুলার অপরাধের মাত্রা এতই বেশি যে বিচার মানেই মৃত্যুদন্ড হতে বাধ্য তাই গ্রেফতার বা পাকড়াও করার দৃশ্যায়নটাকেই "হাতকড়া"র বদলে "ফাঁসির দড়ি"র ব্যবহার। মানে হলো "ফাঁসির দড়ি" বা সাধারন মানুষদের কান্না/হাহাকার আর বিচারের দন্ড এঁদের হন্নে হয়ে খুঁজছে। বর্তমান পরিস্থিতিতে এই জানোয়ারগুলো যেহেতু নিজেদের আড়াল করবার জন্য ক্রমাগত দৌড়েই যাচ্ছে, দৌড়েই যাচ্ছে তাই দৌড়ানো অবস্থাতেই এঁদের ধরতে হবে।
একই সাথে আমার মনে হয় এই চিত্রকরের কোন নিকটজন মুক্তিযুদ্ধের সময়কালে এই সব দেশদ্রোহী রাজাকার/আলবদর/আলশামসদের দ্বারা পদদলিত/লাথি এবং পরবর্তীতে পায়ে বেঁধে ঝুলিয়ে অত্যাচারিত ও শহীদ হয়েছিলেন। এই জন্যে চিত্রকর এঁদের স্বাভাবিক ফাঁসির নিয়মে গলায় ফাঁসের বদলে, পায়ে দড়ি দিয়ে ঝুলিয়ে মাথা নিচে রেখে, পুরো দেহের রক্তচাপ মাথায় ঠেলে দেবার মাধ্যমে চরম কষ্টকর মৃত্যু দেখতে চান। আর তাই ফাঁসির দড়িটা গলার বদলে পায়ের কাছাকাছিই এঁকেছেন।
একে তো সাহিত্যের ছাত্র, তার উপরে আবার বকরবকর করার স্বভাবদোষ রয়েছে। ভুল কোন ব্যাখ্যা/বর্ননা দিয়ে থাকলে চিত্রকরের কাছে আন্তরিক দুঃখপ্রকাশ ও ক্ষমা প্রার্থনা করছি।
Re: পালাবি কোথায়???????
ভালো লেগেছে ছবি আপু ............। পাণ্জাবি হলুদ না হয়ে অন্য কালার দিলে আমি খুশিা হতাম কারন হলুদ শুধু আমার প্রিয় ক্যারেকটার.... হিমুর জন্য । রাজাকরের জন্য না।
তবে এ কাজটি দ্রুততার সাথে করে ভদকা.......
Re: পালাবি কোথায়???????
আপু আপনে এই ভুলটা ক্যান করলেন !! ব্যাটারে চশমা ক্যান পরাইলেন? চোখের মাথা তো ওরা ৭১- এই চিবাইয়া খাইছে !! জলদি চশমা খুইলা লন , চশমখোর আপনাতেই আছাড় খাইবে !! কই যাইব পলাইয়া ? ক্যামনে যাইব ??
তবুও কী দুর্লঙ্ঘ দূরে!