টপিকঃ দুধ চা

দুধ চা পছন্দ করেনা, এমন মানুষের সংখ্যা খুবই কম। ঘরে-বাইরে, বন্ধুদের আড্ডায় চা যেন এক গুরুত্বপূর্ণ উপাদান। চা না হলে আড্ডা যেন জমেইনা। আমি নিজেও ভার্সিটিতে গেলে প্রতিদিন দুই/এক কাপ চা খাই।
কিন্তু আসল কথা হচ্ছে এই চা কতটা স্বাস্থ্যকর?
এবং
তাদের পরিবেশনটাও কতটা স্বাস্থ্যকর?
-আমরা সাধারণত যেসকল টঙের দোকানে চা খাই, দেখা যায় তারা কাপগুলো ঠিকমত পরিষ্কার ও করেনা। এতে করে মুখের মাধ্যমে আমাদের দেহে অনেক রোগজীবাণু ছড়াতে পারে।
কিন্তু আমার আসল কথা হল যে আমরা টঙের দোকানে যে দুধ চা খাই, “এই দুধ চা তে ব্যবহার করা হয় যে কৌটার দুধ, তা কি আসলেই দুধ?”
সোজা উত্তরঃ   না।
“এই দুধের মধ্যে আসল দুধের ছিটে ফোঁটাও থাকেনা।”
“এই দুধের মধ্যে আসল দুধের ছিটে ফোঁটাও থাকেনা।”
বরং এতে ব্যবহার করা হয় ক্ষতিকারক কেমিক্যাল এবং দুধের সেন্ট। যা আমাদের দেহের জন্য হুমকির স্বরূপ। এটা খেলে আমাদের দেহে ক্যান্সার, জন্ডিস, কিডনির সমস্যা এর মত অনেক ভয়াবহ ক্ষতিকর রোগ হতে পারে।
এটা আমি প্রথমে আমি আমার এক বন্ধুর কাছে শুনেছিলাম। প্রথমে তাই কোন পাত্তাই দেইনাই। কিন্তু সেইদিন একুশে টিভিতে একটা অনুষ্ঠানে (সম্ভবত খবরের একটা রিপোর্ট ছিল) দেখে আমার হুঁশ হল- যে কৌটার দুধ আসলে দুধই না।
এরপর থেকেই বাইরে দুধ চা খাওয়া বন্ধ।

তারপরেও মন তো আর মানেনা।
কিন্তু আগে তো জীবন – তাই না ! আর সুস্থতা হচ্ছে আল্লাহ’তালার সবচেয়ে বড় নিয়ামত। কারন, একজনের অসুস্থতাই একটি পরিবারের সকলের সুখ শান্তি কেঁড়ে নেওয়ার জন্য যথেষ্ট।

Re: দুধ চা

কুস্তা জানি না জানতাম চাই
দুধ চা পছন্দায়িত

ছাড়া যাবে না .......... big_smile big_smile

মিল্ক ভিটা তরল দুধ দিয়া খাই.......... আর অফিসে ব্যাটা কি দুধ দিয়া বানায় জানি না

আগে দুধ চা তারপর জীবন হি হি

Re: দুধ চা

দুধ চা আমি খাই না। আমি খাই রং চা আর কফি।

Re: দুধ চা

চায়ের উপকারিতা না অপকারিতা, কোনটা বেশি ?

লেখাটি CC by-nc-nd 3. এর অধীনে প্রকাশিত

Re: দুধ চা

Re: দুধ চা

কেন জানি দুধ চা আমার কাছে বিষাক্ত পানীয় বলে মনে হয়। মনে হয় দুধ, চা, আর চিনি মিলে চুলার তাপে রাসায়নিক বিক্রিয়া হয়ে, ভয়াবহ বিষাক্ত তরলে রূপান্তরিত হয়। সঠিক তথ্য জানা নাই। আমি বাসায় লাল চা মধু মিশিয়ে খাই। আর বাহিরে চিনি মিশ্রিত/ অথবা চিনি ছাড়া লাল চা পানের চেষ্টা করি। না থাকলে ব্ল্যাক কফি।

লেখাটি CC by-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: দুধ চা

খালি Raw চা নিই। আর কফি পছন্দ না।

শিপলু'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

Re: দুধ চা

এ্যরিজোনা টি..  love নাহলে স্টারবাক্স  love এমনও আছে এদুটো দিয়েই দিন পার করে দিয়েছি  big_smile

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

Re: দুধ চা

আমি দুধ এবং দুধ ছাড়া দুটাতেই অভ্যস্ত। তবে দুধ চা বেশ উপভোগ করি। আমার এখানে কৌটার দুধ ব্যবহার হয় না। এখানে দুধ মানে দুধই  thumbs_up

১০

Re: দুধ চা

আদা সহ লাল চা।

১১

Re: দুধ চা

লাল চা, কড়া লিকার !! দিনে গড়ে ৬-৭ কাপ!! কি যে হয় কে জানে (?)

জানি আছো হাত-ছোঁয়া নাগালে
তবুও কী দুর্লঙ্ঘ দূরে!

লেখাটি CC by-nc-nd 3. এর অধীনে প্রকাশিত

১২

Re: দুধ চা

১৩

Re: দুধ চা

দুধ চা পান করা আমার পক্ষে সম্ভব না , বিরক্তিকর জিনিশ । আমি নিয়মিত রং চা আর কফি পান করি ।

এই ব্যাক্তির সকল লেখা কাল্পনিক , জীবিত অথবা মৃত কারো সাথে মিল পাওয়া গেলে তা সম্পুর্ন কাকতালীয়, যদি লেখা জীবিত অথবা মৃত কারো সাথে মিলে যায় তার দায় এই আইডির মালিক কোনক্রমেই বহন করবেন না। এই ব্যক্তির সকল লেখা পাগলের প্রলাপের ন্যায় এই লেখা কোন প্রকার মতপ্রকাশ অথবা রেফারেন্স হিসাবে ব্যবহার করা যাবে না।