টপিকঃ মরণোত্তর চক্ষুদান – জগতে তোমার অবদান
আমাদের দেশে ১০ লক্ষ লোক বিভিন্ন কারনে অন্ধত্তের শিকার। এর মাঝে কর্নিয়াজনিত অন্ধ প্রায় ৪ লক্ষ। কর্নিয়া প্রতিস্থাপনের মাধ্যমে এদেরকে অন্ধত্ব মুক্ত করা সম্ভব।
প্রধানত ৩ ভাবে কর্নিয়া সংগ্রহ করা হয়ঃ
১) বেওয়ারিশ লাশ থেকে
২) অস্বাভাবিক মৃত্যুর পর
৩) মরণোত্তর চক্ষুদানের মাধ্যমে
একজন বাক্তির মৃত্যুর ৬ থেকে ৮ ঘণ্টার মধ্যেই কর্নিয়া সংগ্রহ করতে হবে।
১৯৯৯ সালে ৫ নাম্বার আইনে মানবদেহে অঙ্গপ্রতঙ্গ সংযোজন আইন প্রণীত হয়েছে। মরণোত্তর চক্ষুদানে আইনগত কোনও বাধা নেই।
After your Die, Donate your Eye