টপিকঃ Windows Defender
Windows 8 এ Windows Defender সম্পর্কে বিস্তারিত জানতে চাই ।। এটা আপডেট দিলে কতটা সিকিইরিটি দিবে ।। ফ্রী আন্টিভাইরাস চেয়ে এটা ব্যাবহার করা কি ভাল ??বিস্তারিত জানালে উপকৃত হবো।।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » উইন্ডোজ » Windows Defender
Windows 8 এ Windows Defender সম্পর্কে বিস্তারিত জানতে চাই ।। এটা আপডেট দিলে কতটা সিকিইরিটি দিবে ।। ফ্রী আন্টিভাইরাস চেয়ে এটা ব্যাবহার করা কি ভাল ??বিস্তারিত জানালে উপকৃত হবো।।
ফ্রী অ্যান্টিভাইরাস এর চেয়ে ভাল হবে, আপনি নিশ্চিন্তমনে ব্যবহার করতে পারেন। তবে পিসিতে ভাইরাসের আক্রমণ অনেকটা আপনার উদাসীনতা বা ব্যবহারের ধরনের উপর নির্ভর করবে।
আমি সেভেনে এইটা ব্যবহার করতাম, এখন এইটে তো ডিফল্ট ভাবে দেয়ায় থাকে ভালো জিনিশ, তবে কোন ড্রাইভ স্ক্যান করতে দিতে হইলে ব্যপক কাহিনী করা লাগে এইটে, সরাসরি ড্রাইভে রাইট বাটনে ক্লিক করলে পাই না
ব্যপারটা কেন জানি ভালো লাগে নাই
তবে এখন ইসেট ছক্কা লাগাইছি
জোশ জিনিশ তবে বুঝতেছি না, আমার টরেন্ট স্লো করে দিতেছে
ইসেট চালাইলেই আগেও দেখতাম ইন্টারনেটে সবসময় কিছু না কিছু আপ্লোড হচ্ছেই আর ডাউনলোড হচ্ছেই, সারাদিন তো এটা আপডেট নেয়না
উইন্ডোজ ডিফেন্ডার এ এইটা ঝামেলা করে না
কাহিনী বুঝতেছি না
আর ইয়ে পাইরেটেড ইসেট বাদ দিয়া আবার ডিফেন্ডারে যাবো কিনা ভাবছি
সিকিউরিটির জন্য কমোডো ব্যবহার করতে পারেন , এটার ফায়ারওয়াল আর আন্টিভাইরাস ফ্রি পাওয়া যায়। যদিও চাইলে ইন্টারনেট সিকিউরিটি কিনতে পারেন। আর ডিফেন্ডার বেশ কিন্তু ড্রাইভ স্ক্যান করতে অনেক পেচাপেচি করতে হয়।
হুম ড্রাইভ গুলো স্ক্যান হতে অনেক সময় নিচ্ছে ।।
জানালা ৮ এর ডিফেন্ডারটা খারাপ না।ভালই সিকিউরিটি দেয়।আমি আবার ক্যাসপার পাগলা।ক্যাসপার ছাড়া অন্য কিছুতে ভরসা পাই না।
Defender এ স্ক্যান করতে অস্বাভাবিক সময় লাগে। সেজন্য অ্যাভাস্ট হোম এডিশন ব্যবহার করি।
কেউ কি আভিরা চালান না নাকি ফোরামে মনে হয় আমি একাই এটা চালাই।
উইন্ডোজ এইটের উইন্ডোজ ডিফেন্ডার=মাইক্রোসফ্ট সিকিউরিটি এসেনশিয়ালস অন উইন্ডোজ এইট।
জানালা 7 থেকেই এটা ইউজ করি (আগে সিকিউরিটি এসেনশিয়াল নাম ছিল) খুবই ভঅল জিনিস, এটাই মেইন সিকিউরিটি দেখে আমার পিসির, যদিও আরও কিছু সাথে ইউজ করি কিন্তু ম্যাক্সিমাম সময় ওগুলা অফ থাকে রিয়েল টাইমে এটাই থাকে।
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » উইন্ডোজ » Windows Defender
০.০৪৬৯০০০৩৩৯৫০৮০৬ সেকেন্ডে তৈরী হয়েছে, ৬২.৩৪৫৪৪৩০৩৬৩০২ টি কোয়েরী চলেছে